Breaking Bharat: BGMI লাভারদের বড় সুযোগ! BGMI ‘প্রিলোড’ করতে চান? আর সমস্যা নেই, এসে গেছে মুশকিল আসান! আপনার যদি টেকনোলজি আর গেম নিয়ে আসক্তি থাকে তাহলে আপনি এই সংক্রান্ত খবরে আশা করি চোখ রাখেন। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে গেমারদের সুবিধার কথা মাথায় রেখে BGMI লাভারদের বড় সুযোগ দেওয়া হচ্ছে।
BGMI ‘প্রিলোড’ করতে চান?
আসলে গোটা বিষয়টা শনিবার অর্থাৎ ২৭ মে থেকেই শুরু হয়েছে। ওই দিন থেকেই এই গেম সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য প্রিলোড হতে শুরু করেছে। যদিও একদিনের মাথায় তা ব্যবহার করা মানে খেলা যাবে না কিন্তু সোমবার অর্থাৎ ২৯ মে থেকেই আপনি এই গেম সহজেই খেলতে পারবেন। Krafton এই বিষয়টি নিশ্চিত করেছে।
খেলার প্রতি মানুষের ভালোবাসা কিছু কম নয়। আর নিত্য নতুন গেম নিয়ে এক্সপেরিমেন্ট অনেকেই পছন্দ করেন। তাই সেইসব মানুষদের জন্য BGMI ভারতে ফিরেছে। মে মাসের শুরুতেই ইঙ্গিত মিলেছিল যে ভারতে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কামব্যাক করবে (BATTLE GROUNDS MOBILE INDIA)।
আরো পড়ুন – এতো কম দামে AC ? মাত্র 3000 টাকা হাতে থাকলেই কেল্লাফতে, পাবেন নতুন এসি!
প্রথমে অনেকে ভুয়ো খবর বললেও পরে সরকারের তরফে নিশ্চিত করা হয়েছিল। শুধু তাই নয় দেশের গেমিং কমিউনিটির কাছে সুখবরটি পৌঁছে দিয়েছিল BGMI ডেভেলপার সংস্থা Krafton। অপেক্ষা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান হল। গেম তো ফিরবে কিন্তু কীভাবে তা লোড করা যাবে বা কবে থেকে খেলা শুরু হবে এই সব নিয়ে গেমারদের মধ্যে ধন্দ্বেরও সৃষ্টি হয়েছিল।
কোম্পানির তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে , শনিবার, ২৭মে তারিখ থেকে এই গেম সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য প্রিলোড হতে শুরু করবে। সেইমতো তা হতেও শুরু করেছে। তবে সঙ্গে সঙ্গে খেলতে পারা যাবে না।
আরো পড়ুন – Nothing phone 2: সম্প্রতি লঞ্চ হতে চলেছে নাথিং ফোন 2? জেনে নিন ফিচারস সংক্রান্ত আরো আপডেট!
Krafton স্পষ্ট করে জানিয়েছে, Android ব্যবহারকারীরা ২৯ মে ২০২৩ থেকেই BGMI খেলতে পারবেন। মানে এই খবরটি সম্পূর্ণভাবে গেমারদের জন্য। এবার ধরুন যারা iPhone ব্যবহার করেন তারা কিন্তু প্রিলোড হওয়ার দিন থেকেই গেম খেলতে পারবেন বলে জানা যাচ্ছে।
আপনি এই প্রিলোডের অর্থ সম্পর্কে জানতে চান?
দেখুন আপনাদের জানাতে চাই যে ক্রাফটন বিশ্বাস করে, এই গেম প্লেয়াররা ডাউনলোড করার পর তা ব্যাপক পরিমাণে সাড়া ফেলবে। ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে ডাউনলোডও চলছে। এর আগে একাধিক বার দেখা গিয়েছে, ব্যাপক হারে কোনও গেম ডাউনলোড হলে পরবর্তীতে দেখা যায় শেষমেশ সমস্যার সৃষ্টি হয়েছে। সেই কারণেই এবার একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করা হয়েছে।
আরো পড়ুন – মাত্র ৮০০০/ টাকায় স্মার্ট টিভি? LG-র 32 ইঞ্চি স্মার্ট টিভির অফার সম্পর্কে জানেন কি?
কোম্পানি বলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাউনলোড করতে দেওয়া হবে। তারপর তা বন্ধ হয়ে যাবে। তাই এবার আর কোনো সমস্যা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড করার পর নির্বিঘ্নে এই গেম খেলতে পারবেন আপনি।
এমনিতেই চাহিদার সঙ্গে ভারসাম্য রাখতে কোম্পানির তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। কত দ্রুত আবার আগের মতই জনপ্রিয়তা পেতে পারে এই গেম সেটাই দেখার। মোটামুটি ভাবে উন্মাদনার পারদ চড়ছে।