Breaking Bharat : বড় খবর! দেশবাসীর জন্য স্বাস্থ্যবীমার (Health insurance) পরিকল্পনা নিয়েছ নরেন্দ্র মোদী সরকার। যার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পাবে প্রায় ৪০ কোটি মানুষ। বিনা চিকিৎসায় যাতে ভুগতে না হয় দেশের মানুষকে, তাই এহেন পরিকল্পনা কেন্দ্রের। কারা কারা এই সুবিধা পাবেন, সেই বিষয়েও বিস্তারিত বলা হয়েছে।
কেন্দ্র সরকারের এই স্কিম থেকে যাতে কেউ বঞ্চিত না হন, তার জন্য প্রাক-প্রস্তুতিও শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে বীমা সংস্থাগুলির সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনাও হয়েছে। ২১টি বীমা সংস্থা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে।
ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রয়েল সুন্দরম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-সহ বড় বড় বীমা সংস্থাগুলি রয়েছে এই তালিকায়। তবে এই স্কিম চালু করার আগে ন্যাশনাল হেলথ অথরিটি এবং বীমা সংস্থাগুলির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।
ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম বা NHPS-এরই পরবর্তী নাম PMJAY বা প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা। এই যোজনার অন্তর্ভুক্ত দেশের প্রায় ৫০ কোটি দরিদ্র পরিবার ইতিমধ্যেই স্বাস্থ্যবীমার সুবিধা পাচ্ছে। পরিবার পিছু ৫ লক্ষ টাকার বীমা (5 lakh insurance) কভারেজ দেওয়া হয় এই যোজনার মাধ্যমে। তবে এবার এই PMJAY স্কিম নিয়ে নয়া পরিকল্পনা করেছে সরকার। নতুন এই পরিকল্পনা অনুযায়ী সকল দেশবাসীই এবার স্বাস্থ্যবীমার আওতায় আসবেন।
এমনিতেই PMJAY প্রকল্পে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষ ছাড়াও ৩ কোটি মানুষ রাজ্যের বিভিন্ন স্কিমের আওতায় রয়েছে। এছাড়াও প্রায় ১৫-১৭ কোটি মানুষ ECHS, ESCI, CGHS নামক কেন্দ্রীয় প্রকল্পের আওত্তাভুক্ত। আর প্রায় ১৪ কোটি মানুষ তাদের নিজস্ব খরচে বেসরকারি সংস্থায় বীমা করিয়েছে।
কিন্তু এর বাইরেও রয়েছে বহু মানুষ, যারা কোনওরকম বীমারই আওতাভুক্ত নয়। এদের বলা হচ্ছে ‘মিসিং মিডল’। সাধারণত সমাজের দরিদ্র শ্রেণির মানুষ রয়েছে এই তালিকায়। একদিন অর্থের অভাবে নিজেরা যেমন কোনও বীমার সুবিধা নিতে পারছে না, অন্যদিকে সরকারি স্বাস্থ্যবীমা থেকেও তারা বঞ্চিত। এই মধ্যবর্তী পর্যায়ে থাকা মানুষের জন্যই ভাবতে শুরু করেছে কেন্দ্র সরকার।
গত প্রায় দেড় বছর ধরে করোনা পরিস্থিতিতে জেরবার দেশবাসী। সমাজের একটা শ্রেণির মানুষের খাদ্য, বাসস্থানের প্রশ্ন তো রয়েইছে, পাশাপাশি এই কোভিড পরিস্থিতি স্বাস্থ্য নিয়ে নতুন করে কপালে ভাঁজ ফেলেছে। তাই সবদিক বিবেচনা করে সরকারি ও বেসরকারি বীমার আওতাভুক্ত নন যাঁরা, তাঁদের জন্য আনা হয়েছে নয়া স্বাস্থ্য পরিকল্পনা।
প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার বিষয়ে আরও জানতে হলে www.pmjay.gov.in ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন এই সংস্ক্রান্ত খুঁটিনাটি নানা তথ্য। দেশের সর্বস্তরের মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবার আওতাভুক্ত হন, সেই জন্যই এই পরিকল্পনা কেন্দ্রের।