Breaking Bharat News Desk : ২০১৭”- সময়ের শেষের দিকে লেখা এই কবিতাটি ৷ একটা বিষয় থেকে হঠাৎ অন্য কোন নানাবিধ সময়ে না বলে অবস্থানগত পরিবর্তন হয়েছে আমার ভাবনার কলম শব্দের নির্মাণটি,যা আমাকেও আপনাদের মতোই ভাবিত করেছে ! ২০১৭ থেকে ২০২২ এই বহতা সময়ে কবিতাটি আমার আড়ালেই ছিল !মনেই ছিল না সেটার কথা ,অথচ মনের মধ্যে কিছু নেই , কিছু নেই শূন্যতা আমাকে প্রায় পাঁচ বছর ধরে যন্ত্রণা দিয়ে আস ছিল ! সেটাযে ওই কবিতার জন্য , কিম্বা কিছু একটা খুঁজে না পাবার ভেতর ভাঙাচোড়া চিন্তা গুলোর কোলকুঁজো সময়ে নিজেকে অহর্নিশ কষ্ট দিয়ে চলা ; এই অনুভূতি”-টাই আমি বলতে চাইছি ৷ যাই হোক , অকস্মাৎ কবিতাটাকে না পাবার আড়াল নির্জন থেকে উদ্ধার করতে পেরে বছরের শুরুতেই মনটা খুশিতে ভরে গেল ! আমার বিশ্বাস কবিতাটি পড়বেন , এবং আপনাদের সুচিন্তিত মতামত Breaking Bharat”- এর দরবারে জানাবেন ৷ সবাই ভালো ও সুস্থ সুন্দর থাকুন ৷ বিদ্যুৎ ভৌমিক ০১/০১/২০২২ (Poet Bidyut Bhowmick)
Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
ছায়াকলম’- এ বর্ণিত কথা,বিদ্যুৎ ভৌমিক
নৈঃশব্দ তবুও প্রাণকথা ; এই প্রসাদ চোখ প্ররোচিত নষ্ট আয়োজনে দৃশ্যমান নির্বাচিত সময় সুদে কেনা স্বপ্নের রক্তক্ষরণ !কাল প্রবাসে সৃজনেরা ঈশ্বরকে প্রথম পীঠস্থান নিয়ে পাঠ দান করার সময় ; অতল পুন্যকুম্ভতে এক সাথে ডুবে গেল !
শেষ চেহারা নিয়ে অস্তিত্ব সারস্বত দৈনতায় অজ্ঞানে অবুঝ অচেতন ৷
শেষের স্তবকে উলঙ্গ স্বপ্নের নিপাট কারুকাজ ; গল্পের পৃষ্ঠা মেলে ধরে এই অর্ধেক সময়ে ! এখন মুখোশেরা পরিচিত সমৃতি নিয়ে বিবাদ বিতন্ডার পথে চলে এলে ; কথার ভাষাতে ফিরে আসে বিকলাঙ্গ কবিতাগুলো ! এভাবে মৃত্যুর দিকে চোখ আসে , ভুল হয়ে যাওয়া তারিখে নামহীন দুঃখগুলো অভব্য রূপ নিয়ে দর্পণে ভারিয়ে তোলে অশেষ নগ্নতা !
এই এক চলে আসা অভিন্ন সময় ; এখানে আমার জন্মের জন্য অপেক্ষা ! বিপরীতে অন্য এক আমির মৃত্যু ক্ষণ ; নৈঃশব্দের মধ্যে সময় যাপন করে চলে !
Poet Bidyut Bhowmick : এই সময়ের বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম একটি শ্রেষ্ঠ ক-বি-তা
শেষ একবার নিজের মধ্যে চলে এলে সব সত্য দায়িত্বহীন হয়ে যায় !
মৃত্যু মৃত্যু কল্পনাতে জড়িয়ে যায় স্মৃতির অবয়ব ৷ শূন্য থেকে অদূরে সময় এক পুরুষ আমাকে উলঙ্গ করে অবশেষের দিনে !
এই শ্মশান বহু যুগ ধরে আমাকে নিয়ে জ্বলছে ! এখানে মধ্য বযস্ক এক অপরিচিত ছায়া রাস্তার ওধারে দাঁড়িয়ে স্থির জিজ্ঞাসায় আমাকে দেখছিল ; কিছু একটা অভাব নতুন করে নির্বোধ হয়ে ওঠে , তবুও এখানেই হাত নেড়ে চাঁদকে ডেকে এনে শেষবার নির্জন দ্বিপের কবিতা বলি !
Poet Bidyut Bhowmick : এই সময়কার জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে সহজ সত্য নির্মাণ
এই ঘরে কত কালের আমিহীন শূন্যতা একা একা অশ্রুপাত করে !
আমার যাবতীয় সমৃতি ; এভাবেই পুড়েছে গনগনে আগুনের কাছে ,ও পাড়ে জেগে আছে অন্য কিছু স্বপ্ন ; যা আমার অহংকারের কঙ্কালকে প্রতিপলে হারিয়ে যাবার রাস্তা দেখায় !!
লেখনী স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান- ছায়ানীড়,শ্রীরামপুর,হুগলী,ভারত,পশ্চিমবঙ্গ