Breaking Bharat: বাংলা ছবির মাইল ফলক “সাথী” (Sathi)! সুপারস্টার জিতের জন্মদাতা যে সিনেমা তার নেপথ্যের ইতিহাস আজও অজানা বাঙালির কাছে?
একটা সিনেমা যা বদলে দিয়েছে বাংলা সিনেমার ধারাকে। একটা গান যা কার্যত পশ্চিমবঙ্গের মানুষের থিম সং হয়ে উঠেছিল অচিরেই। বন্ধু আজও শুনতে পায় সেই গান , আর খোঁচা খোঁচা দাড়ি সাথে উসকো খুস্কো চুলের সেই ছেলেটার ছবি ভোলেনি বাঙালি দর্শক। সেই তো বাংলা ছবির নতুন সাথী জিতেন্দ্র মদনানী (Jitendra Madnani)।
সময়টা মিলেনিয়ামের গোড়ার দিক। বলিউডে তখন রিতিক রোশনের মত তারকা দাপট দেখাতে শুরু করে দিয়েছে। সঙ্গে রয়েছেন তিন খান। নস্টালজিক ৯০ এর রোমান্স কাটিয়ে নতুন ভাবে রোমান্স আর থ্রিলার নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করছে বলিউড সিনেমা। বাংলা ছবিতে তখন পড়তির জোয়ার।
একঘেয়ে চেনা জুটি আর চেনা রোমান্সের গল্প দর্শকদের মন ভরাতে পারছে না। সেভাবে বাংলা ছবি দেখতে দর্শক হলমুখী হচ্ছে না, বাজার মন্দা । তাহলে কি বন্ধ হয়ে যাবে বাংলা ছবির ব্যবসা? সব প্রোডাকশন কোম্পানি যখন হাত তুলে দিয়েছে, তখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস হরনাথ চক্রবর্তীকে নিয়ে একটি নতুন ছবির কথা ভাবলেন।
সুপারস্টার প্রসেনজিত চট্টোপাধ্যায়ের কাছে গেল গল্প। কিন্তু তিনি সেই ছবিতে কাজ না করে গল্পের দাবি মত নতুন ছেলের কথা বললেন আর তারপরেই বাংলা ছবি পেল সুপারস্টার জিৎ (Superstar Jeet) কে। এতটা পর্যন্ত কাহিনীটা টেলিভিশন মিডিয়া আর বিনোদন জগতের হাঁড়ির খবরের খোঁজ রাখার ধরুন অনেকেই জানেন।
কিন্তু আপনি কি জানেন এই বছর কুড়ি বছর পূর্ণ করল সাথী। ২০০২ সালের ১৪ই জুন মুক্তি পেয়েছিল ছবিটি। এই বছর জুন মাসে কুড়ি বছর সম্পূর্ণ হল। আজও “ও বন্ধু তুমি শুনতে কি পাও ” গান জানো ঘিরে ধরে আপামোর বাঙালিকে। সুপারস্টার জিৎ কে আর ফিরে তাকাতে হয়নি। বাংলা ছবি যে প্রসেনজিৎ, তাপস পালদের উত্তরসূরী কে পেয়ে গেছে এই একটি ছবি তার প্রমাণ দিয়েছিল।
বাংলার ২৮ টা হলে এই ছবি ৩ টে করে শো পেয়েছিল , মানে দুপুর, বিকেল এবং রাত তিন বেলায়। প্রায় ছয় মাসের বেশি সময় ধরে সিনেমাটি চলেছিল সিনেমা হলে। প্রতিক্ষেত্রেই ছিল হাউস ফুল বোর্ড। সেই সময় দাঁড়িয়ে নতুন একটি ছবির গল্পে কাজ করতে প্রযোজক ২০ লক্ষ টাকা খরচ করেছিলেন। কিন্তু জানেন কি এই ছবির রিটার্ন কত ছিল মানে কত টাকার ব্যবসা হয়েছিল?
আরো পড়ুন- walking : প্রচুর পরিমাণে হাঁটাচলা করলে নাকি শরীর সুস্থ স্বাভাবিক থাকে, কী লাভ হাঁটাচলা করে?
আসল তথ্য জানতে পারলেই চোখ কপালে উঠবে আপনার ভাববেন এত মানুষ টিকিট কেটে হলে গিয়ে এই ছবি দেখেছে? জিৎ অভিনীত সাথী প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করে ২০০২ সালে। এর মধ্যে কোন ডিজিটাল বা টেলিভিশন মার্কেটিং নয় শুধুমাত্র সিনেমা হলে মুক্তি পাওয়া ছবির টিকিট বিক্রির ভিত্তিতে এই টাকা। ভাবতে পারছেন এখনকার হিসেবে দাঁড়ালে টাকার পরিমানটা কত?
আরো পড়ুন- Bad Dreams : ঘুমের মধ্যে মাঝরাতে যতসব আজে বাজে দুঃস্বপ্ন? স্বপ্ন আর দুঃস্বপ্ন তৈরি হয় কী ভাবে?
জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী (Jeet and Priyanka Trivedi) কে নিয়ে তৈরি এই গল্পে নিষ্পাপ ভালোবাসার কথা নিঃস্বার্থ প্রেমের কথা এক নতুন আঙ্গিকে বলা হয়েছিল। ছবিটি দেখেননি এমন মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে না। অভিনেতা জিৎ “ছবির কুড়ি বছর পূর্তি উপলক্ষে জানিয়েছেন এই ছবির সঙ্গে জড়িত প্রতিটি মানুষকে আন্তরিক ধন্যবাদ ।
কারণ আপনারা ছাড়া আমি আজকের এই জায়গায় পৌঁছতেই পারতাম না।”বাঙালি থেকে ও বাঙালি সকলের মনের মনিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নিয়েছে বাংলা ছবির রেকর্ড সৃষ্টিকারী “সাথী” জিৎ।