Breaking Bharat: বাংলা বাগধারার বাস্তব প্রয়োগ কতটা? বুড়ো বয়সে ভীমরতি মানে কী? চক্ষু চড়ক গাছ? এখানেই শেষ নয় অবাস্তব ঘটনাকে আবার ‘বুজরুকি কাণ্ড’ নাম দেওয়া হয়?
আমাদের জীবনে সাহিত্যের একটা আলাদা ভূমিকা আছে সেটা সকলেই মানেন। কিন্তু কার্যক্ষেত্রে নানা ধরণের বাগধারার আশ্রয় নিয়ে আমরা যে আসলে মূল কথাকে প্রতিষ্ঠিত করতে চাই সেটা বলাই বাহুল্য। চলুন কিছু বাগধারা নিয়ে চর্চা করা যাক (Bengali idioms and their meanings)।
আপনি কি ‘কাকতালীয়’ ঘটনার কথা বিশ্বাস করেন?
একজন মানুষ নিজের জীবনে একাধিক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন।কিছু কাঙ্খিত কিছু আবার অনাকাঙ্খিত। সব সময় যে সব কিছুর জন্য প্রস্তুত থাকা হয় এমনটা নয়। তবে অনেক ঘটনা পুরনো প্রসঙ্গের সঙ্গে সাদৃশ্য খুঁজে দিলে সেটা নিতান্তই কাকতালীয় বলে মনে হয়। তাই না?
এই যেমন ধরুন সিনেমার শুরুতেই বলে দেওয়া হয় সব কিছুই কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। তবে যদি কোনও সাদৃশ্য মেলে সেটা নিতান্তই কাকতালীয়। তবে সিনেমায় নয় বাস্তবেও এমনটা হয়। যদিও কাক এবং তালের তার সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাই মিল হওয়ার মানেই সম্পর্ক নয়।
বুড়ো বয়সে ভীমরতি মানে কী?
এবার বলি বুড়ো বয়সে ভীমরতি মানে কী? ভীমরতি আসলে বিশেষ্য পদ যার অর্থ হল ভীষণ রাত্রি। আসলে এই বিষয়ের সঙ্গে কোথাও গিয়ে যৌনতার সম্পর্ক আছে । আসলে বয়সকালে পুরুষ নানা ধরণের যৌন উত্তেজনা অনুভব করে আর সেটা শারীরবৃত্তিয় কারনেই। তারসঙ্গেই এই ঘটনাকে সম্পর্কযুক্ত করার হয়।
আরো পড়ুন – বিয়ে মানেই কি পাত্র পক্ষের দাবি পূরণ? টাকা, সোনা, আসবাব আর কত দেবে কন্যা পক্ষ?
এবার বলি ‘চক্ষু চড়ক গাছ‘ হওয়া বিষয়টা নিয়ে। এক্ষেত্রে আপনাকে গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। আসলে চড়ক গাছ এর যোগসূত্র চরক পুজো বা চরক মেলার সাথে। মূলত বাংলা, আসাম এবং ত্রিপুরার একটি উল্লেখ্যযোগ্য আঞ্চলিক গ্রামীন উৎসব হল এটি। এই মেলাচৈত্র মাসে অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন – জিন্সের সঙ্গে সোনার সম্পর্ক! জিন্স পরতে পছন্দ করেন? ডেনিম জিন্স কেন এত পছন্দের?
মূলত এদিন শিবের পুজো। চরক পূজার দিন যে বিশেষ রীতি পালন করা হয় তাতে একটি গাছের থামে আড়াআড়ি ভাবে বাঁশ বাধা হয় এবং তাতে দড়ি লাগিয়ে দড়ির শেষ মাথায় একটি বড় বড়শি গাঁথা হয়। এরপর ওই বড়শিতে মানুষকে গেঁথে ঘোরানো হয়। এই কাজের জন্য যে গাছের থামটি ব্যবহার করা হয় সেটি হল চরক গাছ।
আরো পড়ুন – টেলিভিশন ইন্ডাস্ট্রির সিরিয়াল কি খারাপ প্রভাব ফেলছে সমাজে?
অনেকেই বলেন যে যেহেতু এই গাছটিকে ধরে ঘোরানো হয় তাই একে ‘চোখ ছানা বড়া‘র সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এভাবেই নানা ঘটনাকে সম্পর্কযুক্ত করা হয় বটে বাংলা বাগধারার সাথে। যুগে যুগে এভাবেই চলে এসেছে। এখানেই শেষ নয় অবাস্তব ঘটনাকে আবার ‘বুজরুকি কাণ্ড’ নাম দেওয়া হয়। তাহলে বুঝলেন তো কথার কথার উপর লুকিয়ে আছে কত ব্যাখ্যা!