Breaking Bharat: বিয়ের আগেই বরপক্ষ বা কনেপক্ষ ছেলে এবং মেয়েদের কে আলাদা করে আইবুড়ো ভাত (Aiburo Bhat) খাওয়ায়। কখনো ভেবেছেন কেন? তাহলে কি আর বিয়ের পর খাবার জুটবে না?
ছেলে হোক বা মেয়ে হোক, বিয়েটা এখন পর্যন্ত আমাদের জীবনের এক অঙ্গ। অনেকের কাছে বিয়ে লাড্ডু খাবার মত। যে সে লাড্ডু নয় মশাই এ হলো দিল্লির লাড্ডু। খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে। তবুও বিয়ে তো হবেই, যতই বাহানা আর মুখে না না করুন ,বিয়ের ফুল ফুটলে বিয়ের বাজনা বাজবেই।
প্রথম কথা আইবুড়ো কি? (Aiburobhat In Bengali)
আগে আইবুড়ো বলতে অবিবাহিত মেয়েদের বোঝানো হত। এখন অবশ্য ছেলে মেয়ে দুজন কেই বোঝানো হয়।এটি বিয়ের আগে একটি অনুষ্ঠান। আসলে বাবা-মা ছোটবেলা থেকে অনেক ভালোবাসা যত্ন নিয়ে সন্তানকে বড় করেন। কিন্তু বিয়ের পর মেয়ে চলে যাবে অন্য একটা বাড়িতে শুরু হবে তার নতুন জীবন। সেখানে সত্যি সে নিজের মতো করে খেয়ে পড়ে থাকতে পারবে কিনা তা নিয়ে মা-বাবার মনের দুশ্চিন্তা থেকেই যায়।
আরো পড়ুন – প্রিয় চিপসের প্যাকেট সব সময় ফোলা থাকে কেন, জানেন কি? Breaking Bharat
বিয়ের আগে শেষবারের মতো আইবুড়োভাত অনুষ্ঠান
তাই নিজের মতো করে বিয়ের আগে শেষবারের মতো আইবুড়োভাত অনুষ্ঠানে (Aiburovat ceremony before marriage) পরিপাটি করে সন্তানকে খাওয়ানো। যত দিন যাচ্ছে আইবুড়োভাত অনুষ্ঠানটি অনেক বড় এবং জাকজমক পূর্ণ হয়ে উঠছে (Bengali Aiburo Vat Special)।
আরো পড়ুন – গভীররাত না কাকভোর কোন সময় পড়াশোনা স্বাস্থ্যসম্মত, জানেন কি?
ইদানিংকালে শুধু বর বা কনে নয় আইবুড়ো ভাত অনুষ্ঠানে বাড়ির লোকেরা আত্মীয়-পরিজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী সকলেই যোগদান করে।এই দিন বর বা কনেকে বিয়ে প্রসঙ্গে নানা কথা বলে রাগানোর রীতি প্রচলিত আছে বাংলায় (First Aiburobhat In Bengali)।
আরো পড়ুন – Fish of choice : বাজারে গিয়ে মাছ ভালো না খারাপ তা চিনবেন কী করে?
- বিয়ের আগে আইবুড়োভাত অনুষ্ঠানে পরিপাটি করে সন্তানকে খাওয়ানো।
- আইবুড়ো বলতে, বিবাহ পূর্ববর্তী অবস্থা বুঝায়।
- এটি বিয়ের আগে একটি অনুষ্ঠান।
সবশেষে বলতেই হয় এই রীতিতে লুকিয়ে আছে অপত্য স্নেহ আর ভালোবাসা। সকলের আশীর্বাদ নিয়েই যুগলে শুরু করেন নতুন জীবন। আর তাছাড়া আইবুড়োভাত নাম দিয়ে যদি বিয়ের অনুষ্ঠানে একদিন বেশি খাওয়া দাওয়া হয় তাহলে মন্দ কি?