Married for free : বিয়ের জন্য ফালতু টাকা নষ্ট ? তাহলে বিনা পয়সায় বিয়ে করার সুবিধা পেতে চান? বিয়ে করতে চান আবার সেটাও টাকা বাঁচিয়ে? রইল বিস্তারিত!
সাত পাকের বন্ধন একটা বিশাল হাইফাই ব্যাপার। সকলকে নিমন্ত্রণ করে সবার আশীর্বাদ নিয়ে যাক চমক করে বিয়ে করতে গেলে অনেক টাকার খরচ। অনেকেই বলেন ফালতু টাকা নষ্ট করার নাম বিয়ে করা। বিয়ে তো জীবনে একবারই হয় তাই জাঁকচমক করে সকলের পছন্দমত অনুষ্ঠান করা উচিত।
বিনামূল্যে বিয়ে করার উপায় (Married for free):
এই মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য আমরা বলতে পারি বিয়ে একবার হয় না একাধিকবার হয় সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আর এই প্রতিবেদনে আমরা কোন শব্দ বা কোন বাক্যে কারোর ব্যক্তিগত বিশ্বাস বা ভালো লাগাকে স্পর্শ করতে চাইনি। আমরা শুধু বলবো কম টাকা খরচ করে বা বিনামূল্যে বিয়ে করার উপায় (Benefits of getting married for free)।
প্রেম করে বিয়ে হোক বা সম্বন্ধে করে, বিয়ে মানেই হয় সিম্পল ওয়েডিং না হয় ডেস্টিনেশন ওয়েডিং (Marriage means simple wedding)। দ্বিতীয় অপশনের দিকে একটু বেশিই ঝুকছে এ যুগের যুবসমাজ। পাড়ার মোড়ের এক্স ওয়াই জেড এর মত সিম্পল ওয়েডিং করতে চাইছে না আজকাল কেউই।
কম পয়সায় রাজকীয় ভাবে বিয়ে করার ডেস্টিনেশন:
তাতে না নিজের মর্যাদা থাকে আর না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায় । অন্তত এমনটাই মনে করছেন হবু দম্পতিরা। কিন্তু চাইলেই তো হলো না পকেটে টাকা কতটা আছে সেটা তো বুঝতে হবে। আসল ব্যাপারটা হল যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়াই যাচ্ছে না।
তার উপর আবার ডাক্তার, ওষুধ, এটা ওটা খরচ, ইএমআই এসব তো আছেই। কিন্তু মানে বিয়ে করার ইচ্ছে ষোল আনা। তাহলে একসঙ্গে সব দিক ম্যানেজ করা যাবে কী করে? কম পয়সায় রাজকীয় ভাবে বিয়ে করার ডেস্টিনেশনের খোঁজ দেব আমরা (Cheap Wedding Destinations)।
অফ বিট কায়দায় বিয়ে করতে আপত্তি আছে?
যাতে লাখ লাখ টাকা খরচ বেঁচে যাবে আর গোটা বিষয়টা সহজেই মিটে যাবে। এই যেমন আপনাকে যদি বলি পাহাড়ে বিয়ে করার কথা। তাহলে কেমন হয়? চিন্তা করছেন কেন সিজনে গেলে হয়তো সমস্যা বাড়তে পারে , তাই অফ সিজনে যাবেন আর জায়গাটা একটু অন্যরকম চয়েস করে নেবেন, তাহলেই কেল্লাফতে।
আরো পড়ুন – Kambala festival : কর্ণাটকের কাম্বালা খেলা জানেন? কৃষকরা শুধু কৃষিকাজই করেন না, খেলতেও জানেন!
আচ্ছা দাঁড়ান একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হতে পারে। বাঙালির কাছে পাহাড় মানেই হাতের কাছে দার্জিলিং। শৈল শহরে অফ বিট কায়দায় বিয়ে করতে আপত্তি আছে? প্ল্যানিংটা একটু ভালো করে করতে হবে এই যেমন, দার্জিলিঙে ডেস্টিনেশন ওয়েডিং না করে করুন কার্শিয়ঙে।
এখানে বিয়ের আইডিয়াকে বিচ ওয়েডিং ডেস্টিনেশন বলে:
অন্যরকম হবে আর পাবলিক বেশ ভালো কমেন্টস দেবে। বা আপনাকে যদি ধরুন আমরা বলি মানালিতে বিয়ে না করে রিওয়ালসরে বিয়ে জমিয়ে দিন। আসলে মুড টাই তো ক্রিয়েট করা দরকার। সকলে আপনার বুদ্ধিমত্তা আর চয়েজের প্রশংসা করবে। এবার বলি পাহাড় যদি হয় তাহলে সমুদ্র কেন নয়?
আরো পড়ুন – Haridwar : তীর্থ ভ্রমণে গিয়ে টাকার চিন্তা! এবার হরিদ্বার গেলে থাকা খাওয়ার কোন খরচ লাগবে না!
নীল আকাশ আর নীল সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে! আহা, পুরোটা যশ চোপড়ার সিনেমার মতো। এখানে কিন্তু প্যান্ডেলের খুব একটা খরচ নেই। এখানে বিয়ের আইডিয়াকে বিচ ওয়েডিং ডেস্টিনেশন বলে। এক কথায় সাধ্যের মধ্যে সাধ পূরণ।
এখানে বিচ ওয়েডিং-এর ব্যবস্থা রয়েছে (Beach Wedding):
অবশ্য এর জন্য বিদেশে যেতে হবে না বরং গোকর্ণ, কোভালম, ভরকালা কিংবা গোয়ার মতো স্থানে বিচ ওয়েডিং-এর ব্যবস্থা রয়েছে বটে। বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ছবি দিন সবাই বলবেন, “হাউ রোমান্টিক”! বিয়ে অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় এক রীতির মধ্যেই পড়ে। তাই মন্দির তো আছেই।
আরো পড়ুন – যৌন সুখ পেতে ‘মেয়েদের ভাইব্রেটর ব্যবহার’ ডাক্তার বলছেন ভাইব্রেটর ব্যবহার করতে?
যেকোনো মন্দিরে গিয়ে নিজের মতো করে বিয়েটা সারতে পারেন। আপনি কি জানেন আজকাল পার্ক বা বাগানে বিয়ের আয়োজন এর চাহিদা বাড়ছে? চারপাশে সবুজ মাথার ওপরে নীল আকাশ এমনিতেই আপনার বিয়ের সাজসজ্জা তৈরি হয়ে আছে।
কলেজের বিভিন্ন অডিটোরিয়ামে বিয়ে করার অপশন:
শুধু বিবাহ বাসর একটু ঠিকমতো সাজিয়ে নিলেই ব্যাপারটা মিটে যায়। আর বদ্ধ জায়গার মধ্যে আটকে থাকতে হবে না ফলে নিমন্ত্রিতরাও এদিক-ওদিক স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। বলে রাখা ভালো আজকাল কোন কলেজেও বিভিন্ন ধরনের অডিটোরিয়ামে বিয়ে করার অপশন দেয়া হয় (Option to get married in the auditorium)।
আরো পড়ুন – সেতুর ওপর দাবার বোর্ড! অর্থাৎ’চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ’ দেখলে মনে হচ্ছে ‘দাবা খেলার বোর্ড’।
এটা সম্পূর্ণভাবে তাদের জন্য যারা প্রাপ্তবয়স্ক এবং বিয়ে করতে চাইছেন। স্কুল পড়বারা বিষয়টি অন্যভাবে নেবেন না প্লিজ। তবে এই বিষয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে আর গোটা বিষয়টি সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার।
তাহলে বেশ কিছু আইডিয়া দিলাম। আপনার মাথায় আইডিয়া থাকলে আপনিও কমেন্ট বক্সে আমাদের জানান। শুভ হোক শুভ পরিণয়!