Breaking Bharat: স্বাভাবিক অস্বাভাবিক, সাধারণ অসাধারণের মত একটা চলতি কথা হল ইমারজেন্সি। এটা যখন তখন যেখানে সেখানে যার তার সাথে ঘটতে পারে। আর সেই আপৎকালীন বিপদের নাম যদি হয় “বাথরুম” মানে “বড়বাইরে ” ,তাহলে ভাবুন কী কান্ডটাই না ঘটবে (bathroom on the go)।
মলত্যাগের চাপ আসলে কী করনীয়? (Bathroom)
জীবনে চলার পথে অনেক অজানা সমস্যায় পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে ঘটনার মধ্যে দিয়ে যেতে যেতে আমরা শিখে যাই অনেক কিছু। আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। ধরুন আপনি ফুরফুরে মেজাজে কোথাও একটা বেরিয়েছেন। সকালে উঠে বাথরুম সেরে খাওয়া-দাওয়া করে বেরিয়েছেন ঠিকই, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ বিপদ।
এই ক্ষেত্রে ম্যানেজ করার উপায় কী?
আর এমন এক বিপদ যার জেরে আপনি ঘেমে-নেয়ে একাকার। আসলে প্রকৃতির ডাক (toilet) এমনই, সাড়া না দিয়ে উপায় নাই। এই ডাক অগ্রাহ্য করা সম্ভব নয়। কিন্তু ম্যানেজ করার উপায় কী? এক্ষেত্রে দরকার মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি খাটানোর।
আপনি যদি বাস বা ট্রেন কিংবা অন্য কোনো গণপরিবহনে সফর করেন তাহলে মাথায় রাখতে হবে সব জায়গায় বাথরুম নাও থাকতে পারে। সে ক্ষেত্রে বিকল্প ভাবনা নিয়ে এগোনোই ভালো। প্রশ্ন হচ্ছে সেটা কী? দেখুন, “পটি” বলে কয়ে আপনার অনুমতি নিয়ে আসবে না। আর তড়িঘড়ি সমস্যার সমাধান না করলে শরীরের অবস্থার অবনতি হতে পারে। তাই চটপট আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন রাস্তাঘাটে প্রচুর সুলভ কমপ্লেক্স দেখতে পাওয়া যায় (temporary bathroom ideas)।
এটা বিভিন্ন স্টেশনের প্লাটফর্মেও উপলব্ধ। যদি সেই সুযোগ না থাকে তাহলে যেকোনো বড় শপিং মল বা হাসপাতাল অথবা নার্সিংহোম কিংবা ডিপার্টমেন্টাল স্টোর- এই সব জায়গায় বাথরুম থাকে। কোন মানুষ যদি সমস্যায় পড়েন আর সেই সমস্যা যদি সঠিকভাবে অপর মানুষকে বোঝানো যায় তাহলে তিনি সাহায্য করেন- এটাই মানবধর্ম। সেরকম হলে কাছাকাছি কোন বাড়িতে নক করে আপনার সমস্যার কথা বলুন। বাড়ি মানে বাথরুম তো থাকবেই আর আপনার কোনো সমস্যা হবে না (portable bathrooms for rent)।
আরো পড়ুন- Truck Rhymes: দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি – ট্রাকের পিছনে এসব ছড়া লেখা থাকে কেন?
আরো পড়ুন- Kamrup Kamakhya Temple : সতীপীঠের ৫১ পীঠের এক পীঠ কামরূপ কামাখ্যা নিয়ে আলোচনা কেন?
আরো পড়ুন- Horses Sleep Standing Up : ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায়? কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনো যায় কি?
তবে এক্ষেত্রে পরিছন্নতার বিষয়টা মাথায় রাখা অবশ্যই দরকার। এছাড়া হাইওয়ে রেস্টুরেন্টগুলোতেও ফ্রী বাথরুমের ব্যবস্থা আছে। সেখানেও কথা বলতে পারেন (a go anywhere portable toilet)। তবে একটা কথা অবশ্যই বলব,ভ্রমণ টুলকিট হিসেবে অবশ্যই কিছু টিস্যু পেপার সাবান-শ্যাম্পু এগুলো সঙ্গে রাখবেন। এগুলো থাকলে আখেরে আপনার কাজে লেগে যাবে।