Bandhan Bank: বন্ধন ব্যাংকে একাউন্ট আছে? গ্রাহকের জন্য নয়া সুবিধা লাভের সুযোগ! তাই এবার সকলের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো বন্ধন ব্যাংক।
আজকালকার দিনে ব্যাংকে একাউন্ট নেই এমন মানুষ সত্যি বিরল। যার যেরকমই আয় হোক না কেন প্রত্যেকেই সেখান থেকে কিছুটা টাকা সেভিংস করার পরিকল্পনা করেন। আসলে ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারেনা তাই সাধারণ মানুষের মনে প্রত্যেকটা মুহূর্তে একটা আশঙ্কা কাজ করে। কিন্তু এটাও সত্যি যত দিন যাচ্ছে ততই ব্যাংকিং সেক্টর নিয়ে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে।
কমিশন দেওয়া থেকে শুরু করে ব্যাংকে যাওয়া মানেই হাজার একটা ঝামেলা। তাই ইদানিংকালে অনলাইন ব্যাংকিং এর ওপর ভরসা বেড়েছে আমজনতার। আপনি কি বন্ধন ব্যাংকে একাউন্ট খুলেছেন (Bandhan Bank account opening)? এই ব্যাংক দিন দিন যেভাবে জনপ্রিয়তা অর্জন করছে তাতে দেশের প্রায় প্রত্যেকটা বড় বড় শহরে এলাকায় একটি করে শাখা তৈরি হয়েছে বন্ধন ব্যাংকের। প্রত্যেকদিন বাড়ছে গ্রাহকদের সংখ্যা। তাই এবার সকলের জন্য বিশেষ সুবিধা নিয়ে এলো বন্ধন ব্যাংক।
শুরুতেই জানানো হয়েছিল যে আজকালকার দিনে ব্যাংকে যাওয়াটা একটা ঝক্কির ব্যাপার। তাই তরুণ প্রজন্ম কার্যত নেট ব্যাঙ্কিং পরিষেবার ওপর ভরসা করেই বেঁচে আছে। কিন্তু সব ব্যাংকের ক্ষেত্রে নিয়ম গুলো আলাদা আলাদা। এবার দেশের নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে আর্থিক লেনদেনের বিষয়টিকে সহজ করতে কিউআর কোড নিয়ে বড় সিদ্ধান্ত নিল ‘বন্ধন ব্যাংক‘ (Bandhan Bank)।
কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের জন্য ভারত কিউআর কোড দিয়ে পেমেন্ট ব্যবস্থা চালু করে ফেলল। এই সিদ্ধান্তের ফলে ব্যাংকে আপনার যে একাউন্ট থাকুক না কেন কারেন্ট অথবা সেভিংস, যেকোনো ধরনের গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। পাশাপাশি এই প্রক্রিয়ার সম্পূর্ণ হতে চলে আসবে ইনস্ট্যান্ট নোটিফিকেশন।
যেকোনো মার্চেন্ট আউটলেটে এই সুবিধা পাওয়া যাবে বলে ব্যাংকের তরফে জানানো হয়েছে। বন্ধন ব্যাংকে এই ‘কিউআর কোড ব্যবস্থা‘ চালু হওয়ায় পেমেন্টের জন্য আর কার্ডের উপর ভরসা করতে হবে না। আর কার্ড বা চেকের মাধ্যমে পেমেন্ট করার থেকে এই ডিজিটাল পদ্ধতি অনেক বেশি সুরক্ষিত বলেই মনে করা হয়। সেক্ষেত্রে বন্ধন ব্যাংকের এই পরিসেবাতে উপকৃত হবেন গ্রাহকরাই।
আরো পড়ুন – Project December AI: মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ! ‘প্রজেক্ট ডিসেম্বরের’ কথা জানলে চমকে উঠবেন
কিন্তু হঠাৎ করে এই নতুন পেমেন্ট পদ্ধতি চালু করার কারণ?
এই বিষয়ে বন্ধন ব্যাংকে তরফে বলা হয়েছে আজকালকার দিনে প্রত্যেকেই প্রযুক্তি নির্ভর। তাই ব্যাংকিং পরিষেবায় সর্বাধিক প্রযুক্তি দিয়ে গ্রাহকদের কষ্টের অর্থ সুরক্ষিত করতে তারা বদ্ধপরিকর।
তবে একটা কথা ভুলে গেলে চলবে না যে আজকালকার দিনে যেহেতু ‘সাইবার প্রতারণা‘ বাড়ছে তাই যত আপনি অনলাইন পরিষেবায় নিজেকে যুক্ত করবেন ততই কিন্তু এই ধরনের নানা আশঙ্কা থাকবে। কেউ যদি ফোন করে আপনার থেকে পাসওয়ার্ড বা কেউ আর কোড চাইছেন তাহলে অবশ্যই আগে যাচাই করে নেবেন সেই ব্যক্তিকে আপনি চেনেন কিনা।
আরো পড়ুন – বাজাজ চেতক ই-স্কুটার কিনতে চাইছেন বুঝি? 20 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ভাবা যায়!
মনে রাখবেন ব্যাংকের তরফ থেকে কোন ব্যক্তিগত তথ্য ফোন করে চাওয়া হয় না। আপনার প্রিয় বন্ধন ব্যাংকের নতুন নতুন সুবিধা পেতে তাদের নেট ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে নিজেকে সংযুক্ত রাখতে পারেন বা প্রয়োজনে ব্যাংকে গিয়েও কথা বলে নিতে পারেন।