Bajaj Pulsar P150: আপনি কি Bajaj Pulsar P150 কেনার পরিকল্পনা করছেন? কোন কোন জিনিস মাথায় রাখা সবার আগে দরকার বলুন তো?
পছন্দের বাইক কিনতে গেলে সবার আগে সেই সম্পর্কিত তথ্য একটু জেনে নেওয়া দরকার। এই যেমন ধরুন আপনি যদি এখন বাজাজ পালসার কিনতে চান তাহলে অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে তা না হলে সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতে।
Bajaj Pulsar P150 বেশ সস্তা আর দারুন মাইলেজ সম্পন্ন এক বাইক। চলুন তাহলে এর কী কী বিশেষত্ব রয়েছে সেই দিকে একটু নজর দেওয়া যাক।
বাজাজ পালসার (Bajaj Pulsar P150):
সস্তায় ভালো মাইলেজ দেবে এমন বাইকের কথা উঠলে কেউ বলেন হিরো স্প্লেন্ডার এর কথা আবার কেউ বলেন হন্ডা সাইনের এর কথা। তবে এবার কিন্তু আপনার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটতে চলেছে আর সেটা করতে চলেছে bajaj pulsar এর নতুন বাইক।
সামান্য একটু বাজেট বাড়িয়ে যদি দারুন পরিষেবা পাওয়া যায় তাহলে কেন সেদিকে নজর দেবেন না? সবাই pulsar বাইক চালাতে পারেন না কারণ এই পাহাড়ি দ্রুতগামী বাইক মেন্টেন করা বা ব্যালেন্স করা সহজ নয়। কিন্তু একবার এই বাইকে চড়ার আনন্দ পেয়ে গেলে তারপর আর অন্য গাড়িতে চড়তে ইচ্ছে করবে না।
পালসার সিরিজের সবচেয়ে সস্তা বাইক পি150:
আপনাকে জানিয়ে রাখি যে পালসার সিরিজের সবচেয়ে সস্তা বাইকগুলির মধ্যে একটি পি150। বেশ আরামদায়ক স্পোর্টি লুকের মোটরসাইকেল এটি। এই বাইকের এবিএস সিস্টেম সম্পর্কে অনেকেই জানতে চান। কোম্পানির তরফে বলা হচ্ছে যে এই মডেলের বাইকে মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
আরো পড়ুন – Hero Xtreme 160R: হিরো-র নতুন এক্সট্রিমে কোন কোন প্রিমিয়াম ফিচার?
একদিকে সামনের চাকার রয়েছে ডিস্ক ব্রেক এবং অন্যদিকে পিছন চাকায় ড্রাম। সামনে টেলিস্কপিক এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে।এয়ার কুল্ড প্রযুক্তি যুক্ত 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর রয়েছে এবং ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি প্রায় 14 লিটার। এখনো পর্যন্ত যা খবর তাতে ARAI মাইলেজ 49 কিলোমিটার। এবার একটু দামের দিকে চোখ বোলানো যাক।
বাজাজ পালসার পি150 এক্স শোরুম প্রাইস:
আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইক চালানোর ক্ষেত্রে আপনি কোন রুটে মানে কোন গতিপথে বাইক নিয়ে যাতায়াত করবেন সেটা আগে নিশ্চিত হয়ে নিন। স্টাইলিশ লুক এই বাইকের অন্যতম প্লাস পয়েন্ট হলেও আপনাকে মনে রাখতে হবে এটা ক্যারি করার মতো ক্ষমতা আপনার আছে কিনা।
আরো পড়ুন – Alto Tour H1: মারুতি সুজুকি আপনার জন্য নিয়ে এল এক দুর্দান্ত গাড়ি, জানেন কত দাম?
ভালো ইলেকট্রিক ফিচারস, এলইডি লাইট ,উন্নত মানের ব্রেকিং সিস্টেম সবকিছুই রয়েছে এতে । বর্তমানে বাজারে বাজাজ পালসার পি150 – এর দুটি ভেরিয়েন্টে পাবেন আপনি।। আমরা দুটোর ক্ষেত্রেই এক্স শোরুম প্রাইস জানিয়ে দিচ্ছি।
আরো পড়ুন – iQOO Neo 8 Pro: ফোন নাকি সুপার কম্পিউটার? 16GB RAM নিয়ে লঞ্চ হল এই ফোন!
একটি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল সিট বাইকের দাম 1 লক্ষ 16 হাজার 755 টাকা । অন্যদিকে টুইন ডিস্ক স্প্লিট সিট হলে তার দাম হবে 1 লক্ষ 19 হাজার 757 টাকা। অনেকেই হয়তো ইতিমধ্যে এই বাইক কেনার পরিকল্পনা করে ফেলেছেন কিন্তু আবারও বলছি আপনার প্রয়োজনীয়তা এবং কোন রাস্তা দিয়ে আপনি এই গাড়ি প্রত্যেকদিন ব্যবহার করবেন সেটা বিচার করে তারপর বাইক কেনা শেখাবেন। আপনার বাইকযাত্রা শুভ হোক।