Bajaj Chetak Electric Scooter: বাজাজ চেতক ই-স্কুটার কিনতে চাইছেন বুঝি? 20 হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ভাবা যায়! তাহলে বাজাজ চেতকের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত অফার আপনাকে স্বপ্নপূরণে সাহায্য করবে। তাই আজই জেনে নিন এর সীমিত অফার।
ইলেকট্রিক স্কুটারের চাহিদা কিন্তু বেশ বাড়ছে। এই উৎসবের মরশুমে যদি আপনি সেরকম কোন পরিকল্পনা করেন তাহলে এই প্রতিবেদন একেবারেই আপনার জন্য। পুজোদা উৎসবের মৌসুমে নতুন জামা কাপড় পাশাপাশি অনেকেই যানবাহন কেনার কথা ভাবেন।
সেক্ষেত্রে বাজেটের মধ্যে এবং প্রয়োজন মেটাতে পারে এরকম গাড়ির কথা মনে হলেই আপনি ‘ইলেকট্রিক স্কুটার‘ নিয়ে ভাববেন অবশ্যই। আজকে আমরা যে গাড়ির কথা বলছি মানে পুজোর আগেই এই স্কুটারে আপনি পেয়ে যেতে পারেন ২০ হাজার টাকার ছাড়।
এই মুহূর্তে বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে প্রস্তুতকারক সংস্থা। তাহলে বাজাজ চেতকের প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারে দুর্দান্ত অফার আপনাকে স্বপ্নপূরণে সাহায্য করবে। তাই আজই জেনে নিন এর সীমিত অফার।
বর্তমান যুগে যেভাবে পরিবেশ দূষণ বাড়ছে আর তার সঙ্গে পেট্রোল ডিজেল এতটাই দুর্লভ হয়ে উঠছে যে মানুষ ইলেকট্রিক স্কুটারের দিকে বেশি নজর দিচ্ছে। বৈদ্যুতিক স্কুটার আপনার পকেট বাঁচাবেন তার কারণ একবার কিনে নিলে শুধুমাত্র ব্যাটারি চার্জ করা ছাড়া আর খুব একটা খরচ হবে না (Bajaj Chetak battery)। যেখানে এমনি গাড়ী হলে পেট্রোল ভরতে ভরতেই মানিব্যাগ অর্ধেকখালি হয়ে যাবে।
পাশাপাশি পরিবেশ দূষণ কমবে। এখনো পর্যন্ত অনেক কোম্পানি ভারতীয় গাড়ির বাজারে ইভি এন্ট্রি করে ফেলেছে। সঙ্গে রয়েছে এক্সাইটিং অফার। এবার বাজাজ অটো ব্র্যান্ডের প্রিমিয়াম স্কুটারগুলিতেও আপনার জন্য দুর্দান্ত সব অফার আনা হয়েছে। যার থেকে চোখ ফেরানোই যাবে না। বাজাজ চেতক তার প্রিমিয়াম স্কুটারে কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ভাবা যায়!
আরো পড়ুন – বাজারে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে রিলায়েন্স, জানেন কী কী সুবিধা পাবেন তাতে?
অফারটি সীমিত সময়ের জন্য। পেট্রোল স্কুটার এবং এই গাড়ির মধ্যে যদি তুলনা করতে যান তাহলে প্রায় ৩৮ হাজার টাকার সাশ্রয় হবে। তাই পুজোতে নতুন স্কুটার কেনার প্ল্যানিং থাকলে এই অফার একদম হাতছাড়া করবেন না। তবে শুধু দাম নয় ফিচারস এর দিকেও আপনাকে নজর দিতে হবে।
‘বাজাজ চেতক প্রিমিয়াম স্কুটারে‘ এক চার্জে আপনাকে দেবে প্রায় ১২৬ কিলোমিটার মাইলেজ। আর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র সাড়ে চার ঘন্টা।প্রতি ঘন্টায় প্রায় ৭৩ কিলোমিটার গতিতে চলতে পারে এই স্কুটার। ব্রুকলিন ব্ল্যাক, ইন্ডিগো ব্লু সহ তিনটি রঙে এই স্কুটারটি মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এটি ইকো আর স্পোর্টস মোড রয়েছে।
আরো পড়ুন – খাবার খেতে খেতেও ফোন ঘাঁটতে হয় বুঝি? এই অভ্যাস না বদলাকে বড় বিপদ !
এছাড়া অতিরিক্ত আর কি পাবেন? কোম্পানি জানাচ্ছে নতুন ৫ ইঞ্চি TFT স্ক্রিন,নেভিগেশন ফিচারস, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড, অন-বোর্ড চার্জিং, কল অ্যালার্ট ফিচার রয়েছে চেতক স্কুটারে। দামে কত ছাড় পাবেন সেটা না হয় বলা হয়েছে কিন্তু কত দাম দিয়ে কিনতে হবে গাড়িটা সেটা এখনো জানানো হয়নি।
আরো পড়ুন – ইলেকট্রিক স্কুটার বা বাইক কেনার আগে কোন কোন বিষয়ে মাথায় রাখা দরকার জানেন?
আপনাদেরকে জানাই এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হচ্ছে মাত্র ১ লক্ষ ৪৭ হাজার ২৪৩ টাকা থেকে। তাই সাধ্যের মধ্যে সাত পূরণ করতে এবার পুজোয় আপনার ঘরে নিয়ে আসুন এই স্কুটার আর প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে একের পর এক প্যান্ডেলে ঘুরে দেখুন দেবী দশভূজাকে।