Breaking Bharat: বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনে কোন কোন বিশেষ চমক থাকছে? যাবেন কি প্রধানমন্ত্রী? কলকাতার দুর্গাপূজোয় রাম মন্দির প্যান্ডেল দেখার উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। এবারের পূজোর সব ভিড় যেন গিয়ে জমা হয়েছিল সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গা পূজা প্যান্ডেলে।
সেখানকার এ বারের পুজোর থিম ছিল অযোধ্যার রাম মন্দির। বিগত কিছু বছরে এই মন্দিরের নামটা বারবার শিরোনামে উঠে এসেছে রাজনৈতিক এবং ধর্মীয় কারণে। মোদি সরকার আগেই জানিয়েছিল যে আগামী বছরের গোড়াতেই রাম মন্দির উদ্বোধন করা হবে (Ayodhya Ram Mandir Opening Date)।
রাম মন্দিরের উদ্বোধনে কোন কোন বিশেষ চমক?
সেই মতো ভিত্তি প্রস্তর স্থাপন থেকে শুরু করে মন্দির নির্মাণের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রেখেছে গোটা বিশ্ব। আর এবার সময় হয়েছে সেই রাম মন্দির সকলের জন্য খুলে দেওয়ার। দশমীতেই রাম মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করা হয়েছে। শাস্ত্র মতে বিজয়া দশমী অর্থাৎ দশেরা তে শ্রীরামচন্দ্র রাবণ বধ করেছিলেন।
সেই পুণ্য লগ্নকে মাথায় রেখে গত ২৪ অক্টোবর ‘অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন‘ জানিয়ে দেওয়া হয়। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধনে থাকছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বয়ং। আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরব এই প্রতিবেদনে।
সামনে লোকসভা নির্বাচন তাই দেশের গণতান্ত্রিক উৎসবের প্রাক্কালে ধর্মীয় উৎসবের জয়গান গাইতে চলেছে মোদি সরকার। শ্রীরামচন্দ্রকে অবতার হিসেবে নয় বরং শ্রীকৃষ্ণের এক রূপ হিসেবে ভগবানের জায়গা দিয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। যদি কয়েক বছর আগের ফ্ল্যাশব্যাকে যেতে হয় তাহলে রাম মন্দির নিয়ে একাধিক বিতর্ক চোখের সামনে ভেসে উঠবে।
আরো পড়ুন – বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায় বলে শারীরিক গঠনেও কি পরিবর্তন আসে?
এমনিতেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে জয় শ্রী রাম স্লোগানের একটা অবিচ্ছেদ্য সংযোগ তৈরি হয়েছে। অনেকে আবার মনে করছেন এই ধর্মীয় ভাবাবেককে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদি সরকার দেশের মানুষের মন জিততে চাইছে। যদিও ধর্ম যে যার নিজস্ব ব্যাপার সেখানে কারো হস্তক্ষেপের কোন অধিকার নেই বলেই আমরা বিশ্বাস করি।
কিন্তু এই রাম মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দিনের স্বপ্ন বলে নানা বক্তৃতায় উল্লেখ করেছেন নমো স্বয়ং। রাম জন্মভূমি ট্রাস্ট এর কাছ থেকে উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে তিনি যথেষ্ট খুশি। মোদি নিজেই তাঁর এক্স হ্যান্ডলে এ কথা জানিয়েছেন। এবং যথেষ্ট আবেগঘন হয়ে পড়েছেন তিনি।
আরো পড়ুন – সন্তান মানেই কি পুত্র সন্তান? কন্যা সন্তানে বংশ রক্ষা কেন হয় না সেটা জানেন?
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস হয়। মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন যে, জীবদ্দশায় এরকম একটা ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারব ভেবে আমি অত্যন্ত আনন্দিত। বিজয় দশমীতে রামলীলা ময়দান থেকে তিনি বলেছিলেন এবার রামলালার পুনরাগমন হতে চলেছে।
আরো পড়ুন – সেলিব্রেটিদের জীবন! সিনেমার মতোই কি ঝলমলে তারকাদের বাস্তব জীবন?
সেই প্রতীক্ষার প্রহর গুনছে দেশবাসী। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদি। এই মন্দিরে পুরোহিত হতে গেলে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন হবে। আবেদনকারীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। এবং অবশ্যই অযোধ্যা এলাকায় বসবাসকারী হলে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ইমেইল মারফত আবেদন পাঠাতে হবে বলে জানানো হয়েছে।