Breaking Bharat: ছৌ নাচের দেশে কি রামের অযোধ্যা পাহাড়? পুরুলিয়ার প্রিয় কি পাহাড় (Ayodhya hills) নাকি অন্য কিছু? ঘুরতে বেড়াতে সব মানুষ ভালোবাসেন। আর ভ্রমণ মানেই বিদেশ নয়। ঘর থেকে দু পা বেরিয়ে দেখতে পারেন,কত কিছুই না আছে বলুন। আচ্ছা আজ কাছে পিঠে ঘুরে এলে হতো না? চলুন একটু ঘুরে আসি। আজকের ডেস্টিনেশন পুরুলিয়া (Why is Ayodhya Hills famous?)।
অযোধ্যা পাহাড় কি জন্য বিখ্যাত? (Ayodhya Hills Purulia)
পুরুলিয়া মানেই পাহাড় আর ছৌ নাচের বাহার (Purulia means hill and dance floor)। আজ লাল মাটির থানে যাই চলুন। পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্থান কিন্তু পুরুলিয়া। এই জেলা পশ্চিমবঙ্গের মধ্য পশ্চিম সীমান্তে ঝাড়খন্ড সংলগ্ন অংশে অবস্থিত। এখানে বেশ কিছু পাহাড় এবং কংসাবতী নদীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবেই। তাহলে চলুন যাওয়া যাক (Are there Hills in Ayodhya?)।
হাওড়া থেকে ট্রেন অথবা ধর্মতলা থেকে বাসে করে খুব সহজেই পুরুলিয়ায় পৌঁছে যাওয়া যায়। বাসে সময় লাগে প্রায় ৮ থেকে ১০ ঘন্টা। আর ট্রেনে সময় লাগে ঘন্টা ছয়েকের মত। পৌঁছে যাওয়ার পর কোথায় থাকবেন? চিন্তা নেই একাধিক হোটেল আর হোম স্টে তৈরি হয়েছে এখন। তাই কোনও চিন্তা নেই। পুরুলিয়ার নৈসর্গিক দৃশ্য এক লহমায় মন ভালো করে দেয়।
অযোধ্যা পাহাড়ে যাবেন? (Ayodhya hills)
অযোধ্যা পাহাড়ে যাবেন? (ayodhya hills purulia distancec) দাঁড়ান এর সঙ্গে কিন্তু রাম চন্দ্রের কোনও সম্পর্ক আছে কিনা সেটাও মিলিয়ে দেখতে হবে। এটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। মূলত অযোধ্যা ও আশেপাশের পাহাড়গুলো নিয়ে অযোধ্যা পাহাড় (Ayodhya hills) পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। চারিদিকে পাহাড় বেষ্টিত একটি মনোরম সুন্দর লেক। পাহাড়ের গায়ে বিভিন্ন পাথরের স্তরের চিহ্ন পাবেন দেখতে। নানা রকমের পাথর দিয়ে এই লেক তৈরী।
অযোধ্যা পাহাড়ের দর্শনীয় স্থান: (ajodhya hills details)
পুরুলিয়ায় সমস্ত পাহাড়ের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো অযোধ্যা পাহাড় (Ayodhya Hills in Purulia)। পুরুলিয়া থেকে খুব সহজেই বাস অথবা প্রাইভেট গাড়িতে করে অযোধ্যা পাহাড় যায়। পাহাড়ের উপরে থাকার বন্দোবস্ত আছে। ইচ্ছে হলে পাহাড়ের নিচে বাঘমুন্ডি গ্রামেও থাকতে পারেন। তবে পাহাড়ের উপরেই থাকার অভিজ্ঞতা হাতছাড়া করা উচিত নয়। মন ভরে প্রকৃতির কোলে মিশে যাওয়ার সুযোগ আর কপাল সবার থাকে না। তাই পরিপূর্ন ভাবে উপভোগ করুন। তারপর নেক্সট ডেস্টিনেশন।
বামনী ফলস এবং ঠুরগা ফলস:
প্রথমেই বলি বামনী ফলস এর কথা, কারণ অযোধ্যা পাহাড়ের (ajodhya hills details) সবচেয়ে আকর্ষনীয় ঝর্ণা হল বামনী ফলস।এই ঝর্নার পাশ থেকে পাথরের সিঁড়ির একটি রাস্তা প্রায় ২৫০ ফুট নিচে পাহাড়ের পাদদেশে একটি লেকে গিয়ে মিশেছে। বিকেল পেরিয়ে সন্ধ্যে বেলায় যখন সূর্য পাহাড়ের পিছনে ডুবতে ব্যস্ত, সেই দৃশ্য আপনাকে এক অন্য পৃথিবীতে নিয়ে যাবে। রঙ্গিন আলো আঁধারির খেলায় ঝর্নার তখন এক অন্যরকম রূপ।
এবার দেখবেন বামনী ফলসের বেশ কিছু দূরেই রয়েছে ঠুরগা ফলস। দুটি পাহাড়ের মাঝখানে এক চিলতে সরু ফিতের মতো জলের ধারা । পাহাড় বেয়ে একেবারে ঝর্ণার নীচে নেমে যাওয়া যায় খুব সহজেই। অবশ্যই যাবেন। যাত্রা এখানেই শেষ নয়। এবার ড্যামের দিকে যাওয়া যাক তাহলে। লোয়ার ড্যাম অযোধ্যা পাহাড়ের উপর কংসবতী নদীতে দুটি ড্যাম রয়েছে। প্রথমেই বলি লোয়ার ড্যাম এর কথা।
সূর্যোদয়ের জন্য এই জায়গা খুবই মনোরম। পিছনের পাহাড় উঠে গেছে আপার ড্যাম পর্যন্ত এবং সামনে ড্যামের জল ঝিলের মধ্যে সূর্যের আলোর সাথে প্রতিনিয়ত খেলা করে । লোয়ার ড্যাম থেকে পাহাড় ধরে উপরে উঠলেই পাওয়া যাবে আপার ড্যাম । পিকনিক করার জন্য দারুণ জায়গা! যদিও আপার ড্যাম এ বেশ কিছু পুলিশি সতর্কতা রয়েছে। আপনি জানেন আপার ড্যামে জল ধরে রাখা হয়।
আরো পড়ুন- Victoria Memorial : কলকাতার অহংকার ভিক্টোরিয়া মেমোরিয়াল। ইতিহাস জানেন?
পরে সেই জল থেকে টারবাইন এর মাধ্যমে বিদ্যুৎ তৈরী হয়, আর জল পৌঁছায় লোয়ার ড্যামে। আপার ড্যাম থেকে পুরো অযোধ্যা পাহাড় দেখা যায়। এখানে একটার সঙ্গে আরেকটা সংযুক্তি। আপার ড্যাম থেকে অযোধ্যা আসার পথে ময়ূর পাহাড় যাওয়া যায়। পাহাড়ের একদম উপরে উঠলে পুরো অযোধ্যা কেই চোখের সামনে পাওয়া যায়। অনেক বছর আগে এখানে ময়ূরের দেখা মিলত। ময়ূর পাহাড়ের উপরে একটি হনুমানের মন্দির রয়েছে।
আরো পড়ুন- Howrah Bridge: আজও কলকাতার সেরা আকর্ষণ রবীন্দ্র সেতু! পোশাকি নাম ‘ হাওড়া ব্রিজ’
এবার আসি রামায়ণের প্রসঙ্গে। অযোধ্যা পাহাড়ের উপরে যেখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে একটি রাম মন্দির। মন্দিরের মধ্যে রাম, সীতা , লক্ষ্মণ এর বিগ্রহ রয়েছে। মন্দিরের উপরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন ঘটনা চিত্রিত করা হয়েছে। এখানে কিছুটা সময় কাটিয়ে যেতে আপনার বেশ ভালো লাগবে। লোককথা আছে রাম সীতা যখন অযোধ্যা পাহাড়ে ছিলেন, সীতার জল পিপাসা পাওয়ায় রাম বান মেরে পাহাড়ে কুয়ার সৃষ্টি করেন।
আরো পড়ুন- Boudi Prem : বৌদির সাথে প্রেম করছেন? বৌদি প্রেম এটা কি ভালোবাসা নাকি শরীরের চাহিদা?
এই কুয়া সীতাকুন্ড নাম পরিচিত। পাহাড়ের উপরে একটি অপরূপ সুন্দর জলাধার ও পাশে উষ্ণ জলের প্রস্রবণ নিয়ে সীতাকুন্ড তৈরী। সংস্কৃতির কথা বললে সবাই জানে যে, পুরুলিয়া যে ছৌ নাচের জন্য বিখ্যাত, সেই ছৌ মুখোশ এই গ্রামেই তৈরী হয়। বঙ্গের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে এই ছৌ নাচ ওতপ্রোতভাবে জড়িত। এই শিল্পীদের জন্য একাধিক চিন্তা ভাবনা করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।