Breaking Bharat: এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষ চেনা। কে ভালো কে খারাপ? কাকে কাছের ভাববেন? কে বন্ধুর বেশে আপনার শত্রু? এইসব প্রশ্নের উত্তর সহজ নয় একথা ঠিক । তবে সব মানুষকে গুরুত্ব দেওয়া উচিত নয়। আপনি বন্ধু নির্বাচন সঠিকভাবে না করলে চলবে কী করে?
বিচিত্র এই মানব জগৎ, মানুষ চিনবেন কী করে?
আসলে কিছু মানুষ সবসময় আপনার পাশে থাকেন, যারা সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী। তারা যদি অনেক দূরেও থাকেন তবু আপনি তাদের অনুভব করতে পারবেন। কারণ তাঁরা হৃদয়ের কাছে আছে।
আবার এর উল্টোটাও ঘটবে অনেক সময়। আপনার শত্রুরাও আপনার আসে পাশে ঘোরাফেরা করবেন কিন্তু আপনি হয়তো চিনতে পারবেন না সঠিকভাবে। তবে চেনা সরকার। কিন্তু একান্তই যদি চিনতে না পারেন তাহলে কিছু মানুষকে এড়িয়ে চলুন, সমস্যার সমাধান হয়ে যাবে।
এই তালিকাটা খুব একটা লম্বা না করে অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা। দেখুন যিনি এই পৃথিবীতে হতাশার বাণী ছড়িয়ে দেয়ার মহান দায়িত্ব স্বেচ্ছায় কাধে তুলে নিয়েছেন তাকে আপনার জীবন থেকে বহিষ্কার করুন।
কারণ জীবনটা আনন্দের, উচ্ছাসের, ভালো থাকার শর্তগুলো কিন্তু ভালো রাখার মধ্যে বেঁচে থাকে। তাই সেই চেষ্টা করুন আর যারা এর বিরোধী,শুধুই না পাওয়ার হিসেব কষতে ব্যস্ত সারাক্ষণ , তাদের বয়কট করুন।
এ তো গেল এক ধরনের মানুষ, এই তালিকায় পরবর্তী চরিত্র হলেন তারা যারা অন্যের কথা শোনার প্রয়োজন মনে করেন না। অন্যের বলতে থাকা কথা থামিয়ে দিয়ে, নিজের কথা শুনতে অন্যকে বাধ্য করেন। এই ধরণের মানুষকে এড়িয়ে যাবেন।
আরো পড়ুন- ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন? জানেন কি এটা সুস্থতার লক্ষণ নাকি অসুস্থতার?
যিনি অযাচিত উপদেশ দিয়ে সারাক্ষণ খবরের মাঝে থাকতে চান, তার কাছ থেকে পালান। কেউ কেউ আবার আছেন যারা যখন তখন অকারণে প্রশংসা করেন আপনার। বুঝবেন কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে।
আরো পড়ুন- Savings bank Account: ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা কী?
এবার বিনা কারনে পরের নিন্দা করা অনেকের স্বভাব। এইসব মানুষের সঙ্গ খুব খারাপ। কিন্তু আপনি একা কী করবেন? এরাই তো চারপাশে ভরে আছেন।
আরো পড়ুন- Stop Spam call: বারবার স্প্যাম কল আসছে ? কী ব্যবস্থা নিয়েছেন? জানেন কারা করছে এই কাজ?
কথায় আছে গুণী মানুষের গুণের কদর অন্যরা করে। কিন্তু কিছু মানুষ নিজেই নিজেকে এত কদর করেন যে অন্যের প্রয়োজন হয় না। এরা আত্মসুখী মানুষ। নিজেদের স্বার্থ ছাড়া এক পা চলেন না। আপনার বিপদে যে এদের পাবেন না সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। দোষে গুণে মানুষ বটে কিন্তু ভালো ব্যপারটা রপ্ত না করলে সমাজে তা ছড়িয়ে দেবেন কী করে? তাই চোখ কান খোলা রাখুন