Breaking Bharat: অনেকের হাতের শিরা উপশিরা দেখা যায় বলে মনে হয় (Arm veins), জানেন কি কেন এমন হয়? সাধারণ ভাবে সাধারণ জীবন বাহিত হয়। কিন্তু এদিক ওদিক কিছু হলে একটু অস্বাভাবিক মনে হয় আমাদের। ঠিক সেভাবেই শরীরের চিরাচরিত গঠনের বাইরে কিছু দেখলে চিন্তা হয়। সেটাই স্বাভাবিক।
কিন্তু জানেন কি কোনও সমস্যা হওয়ার আগে শরীর ইঙ্গিত দেয় আর সেটা বুঝে নিতে হয়। এই যে হাতের শিরা-উপশিরা বাইরে থেকে দৃশ্যমান হয়, এর পিছনে যথেষ্ট কারণ আছে। আজ মেডিকেল জগতে বিচরণ করা যাক।
আপনি কি জানেন, আমাদের বডিতে সাধারনত ১৫% থেকে ৩০% বা তারও বেশি ফ্যাট থাকে। বডি ফ্যাট পার্সেন্টেজ যখন ১৪% এর নিচে আসা শুরু করে তখন রগ দেখা যায়। আর ১০% এর নিচে নেমে গেলে একদম ক্লিয়ার রগ দেখা যায়। এটা অনেক এথলিট আর বডি বিল্ডারদের ব্যায়াম বা ইন্টেন্স বডি মুভমেন্ট এর সময় দেখা যায়।
যেহেতু ব্যায়াম বা বডি মুভমেন্টের ফলে আমাদের মাসল সক্রিয় হয়ে ওঠে, হলে শরীরে রক্ত সঞ্চালনের গতি অনেকটা বেড়ে যায়। তার সাথে যদি কিছু প্রি ওয়ার্ক আউট সাপ্লিমেন্ট নেওয়া যায় তাহলে সেটা তখন অতিরিক্ত হয়ে দাঁড়ায়।
আরো পড়ুন- Hazarduari : মুর্শিদাবাদের হাজার দুয়ারীর নাম শুনেছেন? তবে হাজার দুয়ারীর ইতিহাস জানেন?
কারণ ম্যাক্সিমাম প্রিওয়ার্ক আউট সাপ্লিমেন্ট এর ইনগ্রেডিয়েন্ট হল নাইট্রিক অক্সাইড আর ক্যাফেইন যেগুলা আমাদের বডির নার্ভ স্টিমুলেট করে এক্সিট্রা এনার্জি আর মাসল পাম্প দেয়। বডি বিল্ডাররা যখন স্টেরয়েড সাইকেলের মধ্যে থাকে এরা মাসল বিল্ডিং+ফ্যাট লস+ওয়ার্ক আউট স্ট্রেংথ এর জন্য স্টেরয়েড নিয়ে থাকে (Arm veins are visible)।
আরো পড়ুন- Laptop charge : সারাক্ষণ ল্যাপটপ চার্জে দিয়ে কাজ করছেন? বড় বিপদ ডেকে আনছেন না তো?
তখন তাদের বডির চর্বি ঝড়তে থাকে, মাসল ম্যাস বাড়তে থাকে আর রক্তে নাইট্রিক অক্সাইড এর চলাচলের ফলে রক্তের গতি বেড়ে যায় । এর ফলে ওয়ার্ক আউটে এনার্জি বেড়ে মাসল পাম্প করে। আর রগের মধ্য দিয়ে যেহেতু রক্ত চলাচল করে তাই রগ আরো মোটা হয়ে ভেসে উঠে (arm veins show)।
আরো পড়ুন- Eiffel Tower : আইফেল টাওয়ার বিবাহিত জানেন? আইফেল টাওয়ারের ইতিহাস জানেন ?
তাহলে এবার বুঝলেন তো সবকিছুর পেছনেই একটা কার্যকারণ ব্যাখ্যা আছে। যদিও এই প্রতিবেদনে পাওয়া তথ্যগুলির সূত্র ঘেটে বের করা। আপনি যদি এই বিষয়ে আরো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাদের।