Breaking Bharat: অরিজিৎ হারিয়ে দিলেন সৌরভকে? কত টাকা আয়কর দেন গায়ক? বাংলার ছেলে আজ বিশ্বজয় করেছে। গান গেয়ে আজ জগৎ জোড়া খ্যাতি অর্জন করেছেন অরিজিৎ সিং। তবে একেবারে মাটির মানুষ তিনি। সাদামাটা জীবন যাপন করতে ভালবাসেন। যথেষ্ট ন্যায় পরায়ন তিনি। কোনোদিন নিয়ম ভেঙে কোনও কাজ করেন না।
মুর্শিদাবাদের জন্য একগুচ্ছ উন্নয়ন মূলক কাজ করেছেন। প্রতি মুহূর্তে নিজের পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন এবং কাছ থেকে যা রোজগার করে সেটা সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দিতে চান। জিয়াগঞ্জের ভূমিপুত্রের মন যে কতটা নরম সেটা সকলেই জানেন।
অরিজিৎ হারিয়ে দিলেন সৌরভকে?
বর্তমানে দেশের সবথেকে আলোচিত সংগীত শিল্পী অরিজিৎ যে কোনো নায়কের গলার জন্য একেবারে পারফেক্ট হয়ে উঠতে পারেন সাবলীল ভাবে। ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি‘ টাইটেল ট্র্যাক টি তিনি যখন গেয়ে শুনিয়েছিলেন তখনও কেউ জানতেন না যে তার কর্মের দাদাগিরিতেই সৌরভকে টপকে যাবেন অরিজিত। অথচ সেটাই হল। বাংলার মহারাজকে টপকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ করদাতা তালিকায় ৪ নম্বরে এসে গেলেন ‘অরিজিৎ সিং‘।
কত কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে আয়কর বাবদ দিয়েছেন গায়ক অরিজিৎ সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সঠিকভাবে কর প্রদান করা প্রত্যেক নাগরিকের কর্তব্য আর অরিজিৎ যে সেই নিয়ম খুব ভালোভাবেই মেনে চলেন সেটা তার কর্মকান্ডের মধ্যে দিয়েই প্রকাশ পায়।
এবার একটু কর দেয়ার প্রসঙ্গে কথা বলা যাক। অনেকেই হয়তো জানেন না যে বাংলার মানুষ গত অর্থবর্ষে যে মোটা অঙ্কের আয়কর দিয়েছেন, তাদের মধ্যে সেরা পাঁচের তালিকায় রয়েছেন অরিজিৎ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেওয়া তথ্য বলছে ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা আয়কর বাবদ আয় হয়েছে কেন্দ্র সরকারের।
আরো পড়ুন – অবশেষে সলমানের ছবিতে গান গাইলেন অরিজিৎ, কিন্তু কেন ৯ বছরের দূরত্ব?
এর বেশিরভাগটাই অবশ্য কর্পোরেট ট্যাক্স। প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি টাকা কর্পোরেট সেক্টর থেকে উঠে এসেছে বলে খবর। ব্যক্তিগত করদাতাদের তালিকায় জ্বলজ্বল করছে ‘অরিজিৎ সিং‘ এর নাম। এ রাজ্যে সেই তালিকায় কারা কারা আছেন সেটাই বলবো এবার।
আরো পড়ুন – সন্তান মানেই কি পুত্র সন্তান? কন্যা সন্তানে বংশ রক্ষা কেন হয় না সেটা জানেন?
বাংলায় সবচেয়ে বেশি ব্যক্তিগত ট্যাক্স দিয়েছেন নন্দিনী মোদি। প্রায় ৭০ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম, তিনি আয়কর দিয়েছেন ৫৯ কোটি টাকার। ৪৮ কোটি টাকা সরকারকে ট্যাক্স দিয়ে তিন নম্বরে রয়েছে শিল্পপতি বরুণ রাঠি।
আরো পড়ুন – বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধনে কোন কোন বিশেষ চমক থাকছে? যাবেন কি প্রধানমন্ত্রী?
এরপরে চতুর্থ স্থান দখল করেছেন অরিজিৎ। ১৮ কোটি টাকা আয়কর দিয়েছেন গায়ক। আর সহজেই তিনি টপকে গেছেন ‘বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়‘ কে। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেকর্ড বলছে চলতি অর্থ বর্ষে সৌরভ গঙ্গোপাধ্যায় দিয়েছেন ১১ কোটি টাকা।
আরো পড়ুন – ইনজেকশন নিতে ভয় পান? তাহলে এবার আপনাকে ভয় কাটাবার উপায় বলব আমরা!
শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুই দশমিক এক কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। কিন্তু টলিউডের কোন অভিনেতা বা অভিনেত্রীর নাম অবশ্য এই তালিকায় দেখা যায়নি।