Breaking Bharat: আপনার বাড়ির কোনও বাচ্চাকে বাইকে বসিয়ে কোথাও যাচ্ছেন? শিশুদের বাইকে তুলতে গেলে এবার কড়া আইন কেন্দ্রের! যে নিয়মগুলি না মানলে জরিমানা তো হবেই, এমনকী, বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও। সাবধান!
হেলমেট থেকে শুরু করে গাড়ির গতিবেগ কিংবা ‘সেফটি হারনেস’ নিয়ে কেন্দ্রের তরফে একগুচ্ছ নির্দেশিকা!রাস্তায় সব ধরনের গাড়ির সংখ্যাই বেড়েছে। স্বাভাবিকভাবেই বাড়ির বাইরে বেরোলেই যানজট।
আর এক্ষেত্রে অনেকেই পছন্দ করেন বাইকে সফর করতে (Many people like to travel by bike)। কিছুটা হলেও যানজট এড়ানো যায় তাতে। এবার এই বাইক সফরের ক্ষেত্রেই নয়া নিয়ম আনছে কেন্দ্র। বিশেষত বাইকে সফরের সময় ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের সঙ্গী করার ক্ষেত্রে লাগু হতে চলেছে কড়া নিয়ম। মূলত শিশুর নিরাপত্তার (Child safety) কথা ভেবেই এহেন সিদ্ধান্ত।
আর আগামী বছর থেকেই কার্যকরী হবে সেই নিয়ম। ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইনে সংশোধন আনতে চেয়ে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক ২০২২ সাল থেকে কার্যকর করতে চাইছে এই নয়া বিধি। চলতি সপ্তাহেই আইনের খসড়া প্রকাশ পেয়েছে। আইন লাগু হলে সমস্ত রাজ্যকেই সেই নিয়ম মেনে চলতেই হবে।
রাস্তাঘাটে বেরোলে হয়তো আপনারও চোখে পড়ে, শিশুকে সিটে বসিয়েও বাইকের গতিবেগে লাগাম দেন না অনেক আরোহী। এক্ষেত্রে কঠোর আইন আসতে চলেছে। আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিশুকে সঙ্গে করে চালানোর সময় বাইকের গতিবেগের কথা। এক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ এই সর্বোচ্চ গতিবেগের নিয়ম লঙ্ঘন করলেই গুনতে হবে জরিমানা। এমনকী, তিনমাসের জন্য বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও।
অনেকসময় এমনটাও চোখে পড়ে, হেলমেট ছাড়াই শিশুদের বাইকে বসানো হচ্ছে (Children are being put on bikes without helmets)। এক্ষেত্রে আরও কঠোর প্রশাসন। হেলমেট পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে (Wearing a helmet is mandatory)। তাও আবার যেকোনও হেলমেট পরালেই চলবে না, আইএসআই মার্কযুক্ত হেলমেট রাখতে হবে শিশুর মাথায়।
বাইকের গতিবেগ, আইএসআই-যুক্ত হেলমেট ছাড়াও এই নয়া বিধিতে ‘সেফটি হারনেস’ সংক্রান্ত নিয়মের কথাও বলা হয়েছে। সেফটি হারনেস অর্থাৎ চালকের সঙ্গে শিশু আরোহীকের বেঁধে রাখার বিশেষ ব্যবস্থা। শিশুর নিরাপত্তার জন্য ‘সেফটি হারনেস’ সম্পর্কে নতুন আইনে বলা হয়েছে, এগুলো যেন সহজেই ছোট বড় করা যায় এবং তা যেন টেকসই ও হালকা হয়। এক্ষেত্রে ‘সেফটি হারনেস’ যদি মাল্টিফিলামেন্ট নাইলন দিয়ে তৈরি হয়, তাহলে ভাল।
শিশুর নিরাপত্তায় কোনও খামতি যাতে না থাকে, তার জন্যই এই উদ্যোগ। তাছাড়া আপনার শিশু। তাকে নিরাপদ ও সুস্থ রাখার দায়িত্ব আপনারও।