Breaking Bharat: বাজারে আসছে অ্যাপল কার? ড্রাইভার ছাড়াই চলবে অ্যাপলের এই গাড়ি? কী মনে হচ্ছে? ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্টে চলবে গাড়ি? ফিক্সার জানলে চমকে যাবেন! কী মনে হচ্ছে? খেলনা গাড়ি ভাবছেন?
আজ্ঞে না, বাজারে অ্যাপল আনছে নয়া প্রযুক্তির গাড়ি। যা চালাতে লাগবে না কোনও ড্রাইভার। থাকছে গাড়ি পার্কিংয়েও অভিনব সুবিধা, আরও কী কী ফিচার রয়েছে এই গাড়িতে?
বেশ কিছুদিন ধরেই apple-এর ইলেকট্রনিক গাড়ি (Apple’s electronic car) নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। দাবি করা হয়েছিল এই গাড়ি নাকি ড্রাইভার ছাড়াই চলবে (This Apple car will run without a driver)। যদিও নানান জল্পনাকল্পনার মাঝেও এই গাড়ি নিয়ে কোনও দিনই কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যাতে জানা যাচ্ছে, গাড়ির কিছু পুরনো ফিচার্স বদলের জন্য পেটেন্ট বদলের আবেদন জানিয়েছে কুপার্টিনোর কোম্পানিটি। ফলত আইফোনে যেভাবে ভয়েস কমান্ডের মাধ্যমে siri কাজ করে, সেভাবেই একই প্রযুক্তি apple ব্যবহার করবে তাদের ইলেকট্রনিক গাড়িতে। তার মানে ভয়েস কম্যান্ডেই চলবে গাড়ি?
জানা গেছে ২০১৯ সালে এই নতুন পেটেন্টটি ফাইল করা হয়েছিল। যা সম্পূর্ণ বাতিল হয়। পরে নতুন একটি ডিজাইন নিয়ে আসে সংস্থা। পেটেন্টে জানানো হয়েছে ভয়েস কমান্ডের মাধ্যমেই ব্যবহারকারীর কাছ থেকে নির্দেশ সংগ্রহ করবে এই গাড়ি। একবার নির্দেশ পেয়ে গেলে এই গাড়ি সব ক্যামেরা ও সেন্সর অন করে নেবে (This car will turn on all the cameras and sensors)। এর পরে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য পথ চলা শুরু করবে গাড়িটি।
আরো পড়ুন – এই মোটর বাইকের দাম প্রায় ১৬ লক্ষ টাকা, কী কী ফিচার রয়েছে এই বাইকে?
আরও জানা যাচ্ছে, নতুন নেভিগেশন সিস্টেমের মাধ্যমে গাড়ি আরও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে। স্বয়ংক্রিয় পার্কিং-এর দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। যার ফলে ড্রাইভার ছাড়াই অল্প জায়গার মধ্যেও গাড়ি পার্ক করা যাবে।আর সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে apple-এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট Siri।
আরো খবর পড়ুন–
- জীবনে ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝেন? প্রয়োজন আর বিলাসিতা কে এভাবেই ব্যাখ্যা করা যায় না কি?
- সংসারে থেকে বিবেক বৈরাগ্য সম্পর্কে কোন ধারণা পোষণ করেন কি?
- কোথায় কখন কেমন পোশাক পরবেন এই নিয়ে কনফিউজ থাকেন? ঘাবড়াবেন না চোখ রাখুন এই প্রতিবেদনে
- বাবা মায়ের দ্বিতীয় বিয়ে কেন মেনে নিতে পারেন না বেশিরভাগ সন্তান?
- আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?