Breaking Bharat: কয়েকটি ট্রিক মেনে চললেই অতিরিক্ত বিল (Electric Bill) থেকে মিলবে রেহাই! সতর্ক হোন! ইলেকট্রিক বিলের নামে পকেট কাটছে ফ্রিজ-এসি-ফ্যান? তাহলে বিদ্যুতের বিল কমাবেন কিভাবে ?
বসন্ত পেরিয়ে গ্রীষ্মকাল আসন্ন। আর গ্রীষ্মকাল মানেই ফ্রিজ, এসি, পাখা প্রভৃতির জন্য অতিরিক্ত বিদ্যুতের মাশুল গোনার দিন শুরু। যদিও কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে সহজেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। কীভাবে অনায়াসেই বিদ্যুতের মাশুল লাগামে আনবেন (Ways to reduce electricity bills)? আসুন, জেনে নেওয়া যাক!
অনেকেই হয়তো জানেন না, একটি নির্দিষ্ট তাপমাত্রায় এসি ব্যবহার করলে অনেকটাই সাশ্রয় হয় বিদ্যুৎ। ফলে বিলও কম আসে। তাছাড়া বেশ কিছু বদ অভ্যেসের খেসারতও দিতে হয় ইলেকট্রিক বিলের (Electric Bill) নাম করে। সেই বদ অভ্যেসগুলি দৈনন্দিন আচরণের সঙ্গে এমনভাবেই মিশে গেছে যে, বদ অভ্যেস বলেই মনে হয় না। অথচ তার জন্য অতিরিক্ত টাকা গুনতে হয়। কী সেই বদ অভ্যেস?
ফোনের চার্জ দেওয়ার পর অথবা টিভি দেখার পর স্যুইচ বন্ধ করে দিন। ঘরের মধ্যে যদি এসি থাকে, তাহলে তা ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করুন। এতে কমে বিদ্যুতের মাশুল। এরই সঙ্গে ব্যবহার করুন এস্যার টাইমার প্রযুক্তি। এতে প্রতি মাসে আপনার ৪-৫ হাজার টাকা বিদ্যুতের বিল সাশ্রয় হতে পারে।
যে সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্টের রেটিং বেশি, তাদের ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কম। তাই ইলেকট্রনিক দ্রব্য কেনার সময় বেশি রেটিং বা বেশি স্টার যুক্ত প্রোডাক্ট কিনুন। এতে অনেকটাই বাঁচানো যায় বিদ্যুতের মাশুল।
বাড়িতে ব্যবহৃত টিউব বাল্ব সিএফএল এর পরিবর্তে এলইডি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ অনেকটাই বাঁচানো যায়। দেখা গেছে, ১০০ ওয়াটের বাল্ব প্রতি ১০ ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেখানে ১৫ ওয়াটের সিএফএল-এ ৬৬.৫ ঘণ্টায় ১ ইউনিট বিদ্যুৎ লাগে। এলইডি বালব ১১১ ঘণ্টা জ্বালালে মাত্র ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
আরো পড়ুন- Smart Phone : ফোন চুরি হয়ে গেলে কি করবেন ? ঘরে বসেই মিলতে পারে হারিয়ে যাওয়া মোবাইল! কিভাবে?
কিছু কিছু ডিভাইসের জন্য এক্সটেনশন কর্ড ব্যবহার করুন। এতে অন্য কাজ করার সময় নিমেশেই এক্সটেনশনের সুইচ বন্ধ করে দিন। এতে কমে বিদ্যুতের খরচ।