Breaking Bharat: কুলি সাজতে গিয়ে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বড় দুর্ঘটনা! তারপর কী হল? সিনেমার অভিনেতাদের জীবন ঠিক যেন রঙ্গমঞ্চ। চিত্রনাট্যের প্রতি পরতে নতুন নতুন নাটক । জিততে পারলে সুপার স্টার হিরো, হেরে গেলে জিরো।
সিনেমায় যা যা ঘটে বেশিরভাগটাই বাস্তব থেকে অনুপ্রাণিত। তবে সিনেমায় যা হয় পুরোটাই অভিনয়, মানে সত্যি নয়। লাইট ক্যামেরা মেকআপে অন্য একটা চরিত্র হয়ে ওঠা। সেই চরিত্র জীবন্ত করতে গিয়ে অনেক সময় নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাদের। দূর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয় (amitabh bachchan coolie accident treatment)।
অমিতাভ বচ্চনের ‘কুলি’ দুর্ঘটনা (Amitabh Bachchan):
সেরকম এক দূর্ঘটনার শিকার হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গোটা দেশ কেঁদে উঠেছিল তার খবর জানতে পেরে। ছেলেকে এভাবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে চোখের জল ধরে রাখতে পারেন নি বাবা হরিবংশ রাই বচ্চন। আশির দশকের সেই স্মৃতি আজও টাটকা অমিতাভের জীবনে। ছেলে অভিষেক শিক্ষা নিয়েছেন সেই থেকে।
যিনি অকপটে বলতে পারতেন নাম বিজয় দীনানাথ চৌহান, সেই মানুষ টি কখনো গায়ে নীল জামা পরে ভিলেন দের কুপোকাত করেন আবার কখনো লাল জামা পরে মাথায় বোঝা তুলে নিয়ে হয়ে ওঠেন বলিউডের লড়াকু কুলি। এভাবেই চলতে থাকে জীবন। আর হঠাৎ এক দূর্ঘটনায় বদলে যায় সবকিছু (amitabh bachchan coolie accident)।
অমিতাভ বচ্চনের সঙ্গে বড়সড় দুর্ঘটনা :
২০২১ সালে আচমকাই ৩৭ বছর পরে হাসপাতালে দুই মাস কাটিয়ে অমিতাভের বাড়ি ফেরার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। যে ভিডিওতে ক্লান্তির ছাপ চোখে মুখের স্পষ্ট। কুলি নিঃসন্দেহে সুপার ডুপার হিট সিনেমা। কিন্তু বাস্তবে সেই ছবিটা অভিনয় করতে গিয়ে ঠিক কতটা যন্ত্রণা পেয়েছিলেন বিগ বি তাই যেন ভাইরাল ভিডিওতে ফুটে ওঠে। দৃশ্য ছিল অ্যাকশন সিকুয়েন্সের।
সহ-অভিনেতা ছিলেন পুনীত। তখন বেঙ্গালুরুতে শুটিং চলছিল। শট চলাকালীন একটি দৃশ্যে ঠিকভাবে নামতে না পারার ফলে একটি টেবিলের কিনারায় ধাক্কা লেগে গুরুতরুভাবে আহত হন বিগ বি! বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল কতটা আঘাত পেয়েছেন। এরপর ডাক্তারি পরীক্ষায় যে রিপোর্ট আসে, তাতে চোখ কপালে ওঠে প্রত্যেকের।
বেঁচে থাকার কোন আশাই ছিল না অমিতাভ বচ্চনের:
অ্যাক্সিডেন্টের পর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। অচৈতন্য অবস্থায় সেন্ট ফিলোমেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোজা তাকে মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাল ছেড়ে দিয়েছিলেন ডাক্তারেরাও। বেঁচে থাকার কোন আশাই ছিল না অমিতাভ বচ্চনের (amitabh bachchan injury coolie)।
সারাদেশ তখন বুঝিয়ে দিয়েছিল প্রিয় সুপার স্টারকে তারা কত ভালোবাসে। তার সুস্থতার জন্য ভক্তরা প্রার্থনা করেন। কোথায় পুজো কোথাও আবার হোম আরতি, সর্বত্রই অমিতাভের সুস্থতার প্রার্থনা। ১৯৮২ সালের ২৬ জুলাই বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছবির শ্যুটিং চলাকালীন যে মারাত্মক ঘটনা ঘটেছিল তার থেকে শিক্ষা পেয়েছিলেন বলিউডের শাহেনশা।
কঠিন লড়াই জয় করেছিলেন বিগ বি:
সুস্থ হবার পর বাবাকে প্রণাম করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন বাবা ছেলেকে। লড়াইটা সহজ ছিল না যমে মানুষের টানাটানি। কিন্তু যিনি নিজেই ভারতীয় সিনেমার ঈশ্বর হয়ে ইন্ডাস্ট্রিকে গড়ার কথা ভেবেছিলেন ঈশ্বর কি তাকে কেড়ে নিতে পারেন? সে যাত্রায় কঠিন লড়াই জয় করেছিলেন বিগ বি (Major accident with Amitabh Bachchan)।
আরো পড়ুন – Govinda’s daughter : পার্টনার গোবিন্দার কন্যার সঙ্গে কী করলেন বলিউডের ভাইজান ? সম্পর্কে ফাটল?
১৯৮৩ সালের ১৪ নভেম্বর মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে ব্লকবাস্টার হয় এই সিনেমা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে অমিতাভ বচ্চন সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বলেছিলেন, “আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, যাঁরা আমার জন্য জীবনের প্রার্থনা করেছিলেন, তা মন্দিরে হোক, মসজিদে বা গির্জায়।” ।
আরো পড়ুন – Sholay : সিনেমা মানে আজও ” কিতনে আদমি থে” ডায়ালগ! এখনো জনপ্রিয়তা শীর্ষে কেন শোলে?
ইতিহাস তৈরি করা সহজ হয় না কিন্তু হ্যাঁ এভাবেই বোধহয় সৃষ্টি হয় এমন সব শিল্প যা সারা জীবন মানুষের মনে থেকে যায়। বিখ্যাত বলিউড সিনেমার ছোট্ট কিছু মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকা অনেকগুলো অনুভূতির কথা আজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে।