Amazon Jungle: রহস্যে ঘেরা অ্যামাজন জঙ্গলে ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ রয়েছে জানেন? এখানে প্রায় ৩০০০ প্রকারের ফল পাওয়া যায় যদিও মাত্র ২০০ প্রকারের ফল আপনি খেতে পারবেন। তাহলে আপনি কি অ্যামাজন রহস্য সম্পর্কে জানতে চান? রহস্যে ঘেরা অ্যামাজন জঙ্গলের বহু অজানা তথ্য আজই জেনে নিন।
আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু চিরকালের জন্য অজানা আর অচেনা থেকে যায় আমাদের কাছে। তাই চেষ্টা হওয়া উচিত যাতে এইটুকু জীবনে যত বেশি সংখ্যায় ঘটনা এবং বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। বিজ্ঞান চেষ্টা করছে আমাদের সামনে একেক ধরণের রহস্যের সমাধান তুলে আনতে।
অ্যামাজন জঙ্গলের বহু অজানা কথা:
কিন্তু প্রকৃতি এতোটাই রহস্যে ঘেরা যে যত বেশি সমাধান করছি বলে মনে হয় ততই সেটা কম হয়ে যায়। আমরা বুঝতে পারি যে আরও কত কিছু জানতে হবে আমাদের। আজ আমরা আপনাদের সেইরকম এক রহস্যে ঘেরা জঙ্গলের বহু অজানা কথা বলব যাতে আপনি অ্যামাজন সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পাবেন।
পৃথিবীর বৃহত্তম জঙ্গলকে নিয়ে কথা বলতে গেলে তার নানা ঘটনার কথা তুলে ধরতে হয়। আর এই জঙ্গল নিয়ে আমাদের জিজ্ঞাস্য দিনের পর দিন বেড়েই চলেছে।
আপনি কি জানেন যে নিউইয়র্ক শহরে ১২ বছরে যত জল ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার চেয়েও বেশি জল প্রবাহিত হয় একদিনে। মানে বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন জলের ২০ ভাগ বয়ে চলে এই নদীতে। এবার একটু জীব বৈচিত্রের দিকে তাকানো যাক।
অ্যামাজন জঙ্গলের জীবজন্তু:
এটা এতই বিশাল প্রাণী পরিপূর্ণ বন যে এর একটিমাত্র লতা গুল্মে বহু প্রজাতির পিপড়া চলাচল করে। মানে এত সংখ্যক পিঁপড়া যা হয়ত আপনি গোটা ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই! এখানে প্রায় ৩০০০ প্রকারের ফল পাওয়া যায় যদিও মাত্র ২০০ প্রকারের ফল আপনি খেতে পারবেন।
এর মধ্যে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছ, ১৩০০ প্রজাতির পাখি, ৩০০০ প্রজাতির মাছ, এবং ২.৫ মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড় রয়েছে। মানে হিসেব বলছে এই বনে ১০ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে। এবার এই বনের সঙ্গে জড়িয়ে থাকা এক গল্প বলব এবার আপনাদের।
আরো পড়ুন – নারী মানেই কি তিনি যৌন দাসী? নারীর জীবনের পটভূমির পরিবর্তনের নেপথ্যে কী থাকে?
আমাজন জঙ্গলের ইতিহাস:
জানেন, কথিত আছে স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিস্কো অরেল্লানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা। ফ্রান্সিস্কো সেই নারী যোদ্ধার নাম রাখেন অ্যামাজন। এই নামটা গ্রীক পূরাণের অ্যামাজন নামে। সেখান থেকেই আস্তে আস্তে বন ও নদীর নাম হয় অ্যামাজন। একসময় হেনরি ফোর্ড অ্যামাজনে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউজ তৈরি করেন।
আরো পড়ুন – নৈহাটির বড়মাকে দর্শন করতে গেছেন কখনো? ইতিহাস জানলে শিহরিত হবেন আপনি!
এখন সেটা পরিত্যাক্ত ভুতের বাড়ি হিসেবে পরিচিত। আরেকটা তথ্য দিচ্ছি আপনাদের, প্রায় ৩০০ পাউন্ড ওজনের আরাপাইমাম মাছ বাস করে এই জঙ্গলের নদীতে। অনেকেই অবাক হবেন এটা জেনে যে সাহারা মরুভূমি থেকে প্রতি বছর ৪০ মিলিয়ন টন বালি উড়ে আসে অ্যামাজন জঙ্গলে!
অ্যামাজন বনের আদিবাসী:
এখানে এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে যারা এখানেই সীমাবদ্ধ মানে বহির্বিশ্বের সাথে যাদের কোন যোগাযোগই নেই। বিজ্ঞানীরা টেরা পেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন এখানে। আরেকটা বিষয় হল অ্যামাজন নদীর মুখ এতই বিশাল যে তা এর নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয়।
আরো পড়ুন – বিছানায় পড়লেই যাদের ঘুম আসে চোখে, তারা সব থেকে সুখী মানুষ জানেন কি?
দেখলেন তো এই পৃথিবীর কত কিছু জানার বাকি আমাদের। আরও এইরকম তথ্য পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন।