Breaking Bharat : ‘পুষ্পা’! সোস্যাল মিডিয়ায় একটাই রব ‘পুষ্পা’। নাম ভূমিকায় থাকা আল্লু অর্জুন (allu arjun) দক্ষিণী সিনেমার সুপারস্টার। তাঁকে নিয়ে চাপা গুঞ্জনও শোনা যায়, তিনি যে সিনেমায় হাত দেন, তাতেই ছক্কা হাঁকান। সম্প্রতি ‘পুষ্পা’ (Pushpa:The Rise) সিনেমার বাণিজ্যিক সাফল্য যেন সেই পরিসংখ্যানকেই আরও জোরালো করল।
তবে বছর ছয়েক আগে বক্স অফিসে সাড়া ফেলা বলিউডের একটি সিনেমায় সলমন (salman khan) অভিনয় করলেও সেই ছবিতে ভাইজানের চরিত্রেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন আল্লু অর্জুন। তবে তিনি নাকচ করেছিলেন সেই প্রস্তাব। আর সলমন সেই সিনেমায় বাণিজ্যিক দিক থেকে বাজিমাত করেন। কোন হিন্দি ছবির প্রস্তাব পেয়েছিলেন আল্লু? কেনই বা প্রস্তাবে সম্মতি দেননি তিনি?
আরো পড়ুন- Bank Account : সাবধান! একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? গ্যাঁটের কড়ি খসে যাচ্ছে অজান্তেই, কীভাবে জানেন?
বলিউডে অভিনয় করতে আপত্তি নেই সাউথ ইন্ডিয়ান সুপারস্টারের। সেই কথা তিনি আগেই জানিয়েছেন। তবে সম্প্রতি সিনেমায় কাজের বিষয়ে তিনি জানিয়েছেন, নিজের স্ত্রী সন্তানদের সঙ্গে বসে যে সিনেমা দেখা যায় না, সেই ধরনের সিনেমায় অভিনয় করবেন না তিনি। এই আল্লু অর্জুনই ২০১৫ সালে ছেড়ে দিয়েছিলেন বলিউডি একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব।
সেই বছর বলিউড পরিচালক কবীর খান আল্লুর সঙ্গে যোগাযোগ করেছিলেন একটি হিন্দি ছবির জন্য। ‘পুষ্পা’র মতো সেই ছবিতেও নামভূমিকায় আল্লু অর্জুনকে চেয়েছিলেন পরিচালক। কিন্তু তাতে রাজি হননি দক্ষিণের এই অভিনেতা। সেই সিনেমার নাম জানলে হয়তো অনেকেই অবাক হবেন। সেদিন কবীর খান ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য নিয়েই গিয়েছিলেন আল্লুর কাছে। যা পরবর্তীতে ভেঙে দেয় বক্স অফিসের রেকর্ড।
কেন কবীরের প্রস্তাবে নারাজ ছিলেন আল্লু?
সূত্রের খবর, অন্যান্য ছবির কাজে ব্যস্ত ছিলেন আল্লু অর্জুন। তাই বাধ্য হয়েই বলউড পরিচালকের প্রস্তাব নাকচ করেন তিনি। পরে কবীর খান সলমন খানকে কাস্ট করেন। এবং বজরঙ্গি ভাইজানের বাণিজ্যিক সাফল্য তো আলাদা করে বলার প্রয়োজন নেই।
আরো পড়ুন- Abdominal pain : পেটে ব্যথা বা পেট গরম সমস্যা! শরীরকে ভালো রাখতে নিয়মিত পেটে তেল মালিশ করেন?
তবে এই ছবিতে অভিনয় না করার পেছনে অনেকে আল্লুর বলিউডে কাজ না করার ইচ্ছের কথা বলেছেন। যদিও একথা সত্যি কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাছাড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে আল্লু হিন্দি ছবিতে অভিনয়ের প্রসঙ্গে বলেন, ‘হিন্দি ছবিতে অভিনয় করা আমার পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য মোড় হবে। তাই কাজ করার জন্য আমি খুব ভেবেচিন্তে সব চেয়ে ভাল প্রস্তাবটিকেই বেছে নেব।’ তবে আল্লুর ভক্তরা অবশ্য বলছেন, ‘বজরঙ্গি ভাইজান’-এ তাঁদের প্রিয় অভিনেতা অভিনয় করলে বাণিজ্যিক দিক থেকে আরও সাফল্য পেত।