Breaking Bharat : পোশাক হোক, কিংবা গাড়ি, নরেন্দ্র মোদী (Narendra Modi) যে বরাবরই সমস্ত বিষয়ে শৌখিন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রিত্বের সময় থেকেই তা নজরে এসেছে দেশবাসীর। বিশেষত গাড়ি বদলের ক্ষেত্রে। তবে এবার মোদীর নিরাপত্তার জন্য যে গাড়ি বরাদ্দ হল, তা গোটা বিশ্বে মোটে ১৫টি রয়েছে। শুধু তা-ই নয়, এই মুহূর্তে গাড়ির জগতে এটিই সর্বোচ্চ নিরাপত্তা বলে ধরা হয়। এক-একটির দাম প্রায় ১২ কোটি টাকা। কেন এই গাড়িই বাছলেন প্রধানমন্ত্রী?
উড়বে না বিস্ফোরণে? আটকে দেবে কালাশনিকভের গুলিও? নিরাপত্তার দিক থেকে গাড়ির জগতে মার্সিডিজের এস সিরিজের সুনাম বরাবরই। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অভ্যর্থনা জানাতে এই গাড়িতে চেপেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী? হায়দরাবাদ হাউসের সামনে দাঁড় করানো ছিল ঝকঝকে কালো চেহারার চার চাকার লিমুজিন। এটিই প্রধানমন্ত্রীর নতুন বাহন। যার পোশাকি নাম মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০ (Mercedes Maybach S650) গার্ড। কী বিশেষ রয়েছে গাড়িটিতে?
গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজের (Mercedes) এস সিরিজের সব গাড়িই নিরাপত্তার দিক থেকে অতুলনীয়। আর মোদীর এই গাড়িটি এই সিরিজের সাম্প্রতিকতম মডেল। সাধারণত দেশের রাষ্ট্রপ্রধানরাই এস সিরিজের গাড়ি ব্যবহার করেন। কী ধরনের নিরাপত্তা দেবে নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই নতুন বাহন?
১. নিরাপত্তার বিষয়ে কোনও ত্রুটি যাতে না থাকে, তার জন্য গাড়িটিকে ঢালিয়ে সাজিয়েছে মার্সিডিজ সংস্থা। মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০-এ রয়েছে VR10 লেবেলের নিরাপত্তা গার্ড। বিশেষজ্ঞদের মতে, এইমুহূর্তে বিশ্বের সবচেয়ে উচ্চতর নিরাপত্তা প্রদানকারী গার্ড এটি। গাড়ির কাঁচে এবং গাড়ির বডিতে এই গার্ড থাকার অর্থ হল, প্রধানমন্ত্রীর কনভয়ের ওপর হঠাৎ আক্রমণ হলে, এই গার্ড গাড়ির দিকে ধেয়ে আসা বুলেটের থেকে যাত্রীকে রক্ষা করবে।
এমনকী, AK47 থেকে ধেয়ে আসা অটোমেটিক বুলেটের সামনেও এই গার্ড সুরক্ষিত রাখবে যাত্রীকে। মাইনজাতীয় বিস্ফোরণ থেকে বাঁচতে গাড়ির নীচে রয়েছে বিশেষ ব্যবস্থা। তাছাড়া গাড়ির কাচ প্রায় ৪ ইঞ্চি পুরু যা পলিকার্বনেট দিয়ে তৈরি।
২. বেশিরভাগ ক্ষেত্রেই রাতের অন্ধকারে দূর থেকে কোনও বস্তুকে চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হয় অনেক গাড়ির। কিন্তু মোদীর এই গাড়ির বিশেষ ক্ষমতা রয়েছে, যার সাহায্যে দূরের কোনও বস্তু আগে থেকেই চিহ্নিত করা যাবে বলে সূত্রের খবর। আয়নায় ব্লাইন্ড স্পট থেকেও যদি হামলার সম্ভাবনা থাকে, তাও রোখা সম্ভব বলেই বিশেষজ্ঞদের মত।
৩. গাড়িটির চাকায়ও রয়েছে বিশেষত্ত। এটি এমনভাবেই তৈরি যে, পাংচার হয়ে গেলেও বিপদে ফেলা যাবে না সহজে। সূত্রের খবর, পাংচার অবস্থায়ও গাড়িটি প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত দিব্যি যেতে পারবে। আসলে এই গাড়ির চারটি চাকাই নিরেট বা ফ্ল্যাট টায়ার। তাই এদিক থেকেও কোনওরকম ঝঁকি নেই মার্সিডিজের এই মডেলে।
৪. মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০ (Mercedes Maybach S650) গার্ডে রয়েছে বিশেষ অক্সিজেন ট্যাঙ্ক। যদি গ্যাস হামলা হয়, তবে যাত্রীকে পরিশ্রুত বাতাস সরবরাহ করবে একটি বিশেষ গার্ড। এদিকে অক্সিজেনের ট্যাঙ্কের গায়ে এমনই ধাতব প্রলেপ রয়েছে, যেখানে বুলেট লাগলেও ছিদ্র হওয়া প্রলেপটি মুহূর্তেই ফের বন্ধ হয়ে যাবে বলেও সংবাদসূত্রে জানা যাচ্ছে।
৬ লিটার টুইন টার্বো ভি-১২ ইঞ্জিনের ২৩৬০ কেজি ওজনের এই গাড়িটি নিয়ে ইতিমধ্যে নেটমাধ্যমে জোর জল্পনা। সর্বোচ্চ ৪ জন যাত্রী বহনকারী মোদীর গাড়ি নিয়ে চর্চায় উঠে এসেছে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদে থাকা পর্যন্ত সময়ে ব্যবহার করা নানা গাড়ির কথা। মুখ্যমন্ত্রিত্বের সময়তিনি বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্কর্পিও চড়তেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসার পর বিএমডব্লু-র সেভেন সিরিজের গাড়ি ব্যবহার করতেন তিনি। এছাড়াও আরও দু’বার গাড়ি বদলেছেন তিনি, এমনটাই সংবাদসূত্রে জানা গেছে। এবার মার্সিডিজের এস ৬৫০ গার্ড। যার দাম ১২ কোটি টাকা বলেই সূত্রের খবর।