Ajmer 92: গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি ‘আজমেঢ় ৯২’ মুক্তি পাবে কবে? আবার কি বিতর্ক জুড়ছে? কী ঘটনা, কেন মুসলিম সংগঠন একে বয়কট করল?
‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের মধ্যে ছবির বিষয় নিয়ে পরিচালকদের মধ্যে একটা চিন্তা বাড়ছে। টাকা আর পরিশ্রমের সঙ্গে মেধা মিশিয়ে সিনেমা তৈরির পর যদি তাকে নিষিদ্ধ করে দেওয়ার ট্রেন্ড তৈরি হয় তাহলে এরপর তো আর কেউ সিনেমা করার সাহস পাবে না।
কিন্তু শিল্পী তার মতো করে সিনেমা করবেন। আর সেখানেই বড় বিতর্ক তৈরি করতে চলেছে আজমেঢ় ৯২। কী ঘটনা, কেন মুসলিম সংগঠন একে বয়কট করল বা এই সিনেমার বিপক্ষে আসল ঘটনা কি সবটাই আমরা খুঁজবো এই প্রতিবেদনের মাধ্যমে।
‘আজমেঢ় ৯২’ কি আবার বিতর্কের মুখে?
কোন সিনেমা আসছে এবং কোন সিনেমা সেটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট আর জল্পনা তৈরি হয়। বিতর্ক যে সবসময় সিনেমার জন্য খারাপ এমনটা নয় কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে নেগেটিভ পাবলিসিটি থেকে সিনেমার লাভ হয়।
কিন্তু এমন কোন বিষয়ের উপর যদি সিনেমা করা হয় যেটা সমাজের পক্ষে ক্ষতিকর সেক্ষেত্রে কোথাও গিয়ে সরকার বা প্রশাসনের তরফ থেকে সেই সিনেমাকে নিষিদ্ধ করার কথা ভাবনা-চিন্তাতে রাখা হয়। আলোচ্যু সিনেমা কে নিয়ে এরকমই একটা আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হচ্ছে।
কেরালার গল্প বলতে গিয়ে সুদীপ্ত সেনের ছবি নিয়ে যে বিতর্ক তৈরি হলো সেটা এখনো প্রত্যেকের মনে টাটকা। বিশেষ করে যেখানে ধর্ম জড়িয়ে থাকে সেখানে কোন কিছু বলার বা পরিবেশন করার আগে একটু ভাবতে হয়।
১০০ স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রেক্ষাপটে সিনেমা:
১০০ স্কুল ছাত্রীকে লাগাতার গণধর্ষণের প্রেক্ষাপটে একটা সিনেমা তৈরি হচ্ছে আর সেটা যদি সিলভার স্ক্রিনে চলে আসে তাহলে কি কোথাও গিয়ে সমাজের ওপর এর কুপ্রভাব পড়বে এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, পুষ্পেন্দ্র সিংয়ের নির্দেশনায় প্রায় ৩০ বছর আগে আজমেঢ়-এর সত্যঘটনা অবলম্বনে এই ছবি, যদিও আমরা এই সংক্রান্ত সত্যটা যাচাই করিনি।
আরো পড়ুন – গরমের পারদ চড়ছে, টেনশনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র? কেন বড়লোক বয়ফ্রেন্ড খুঁজছেন তিনি?
আসলে স্কুল-কলেজের যুবতীদের ওপর পৈশাচিক নির্যাতনের ঘটনাকেই বড় পর্দায় ফুটিয়ে তোলার প্রয়াসই নাকি ‘আজমেঢ় ৯২’ (ajmer 92 movie)। এবার এরকম একটা ছবি যে সহজে মুক্তি পাবে না, বিতর্ক তৈরি হবে সেটা বোধহয় একটা ছোট বাচ্চাও বলতে পারবে।
আরো পড়ুন – Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনির কি কি ব্যবসা আছে? সব মিলিয়ে কত টাকার মালিক ধোনি?
খুব স্পষ্টভাবে মনে করা হচ্ছে সমাজে বৈষম্য ও ফাটল সৃষ্টি করবে ‘আজমেঢ় ৯২‘। রিপোর্ট বলছে, নয়ের দশক অর্থাৎ ১৯৯২-তে রাজস্থানে প্রায় ১০০- এর বেশি স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে ছবি তৈরি করেছেন পরিচালক পুষ্পেন্দ্র সিং (ajmer 92 victims)। এবার বিষয়টা হচ্ছে ওই সময়ের ঘটনা তুলে ধরতে গিয়ে এমন কিছু হয়তো উঠে আসবে যেগুলো সত্যি হলেও প্রকাশ্যে নিয়ে এলে সমস্যা বাড়বে সমাজের।
আরো পড়ুন – Infinix InBook X2: নতুন ল্যাপটপ? মেটাল বডির হাল্কা ল্যাপটপ নিয়ে এল Infinix, জানুন বিস্তারিত!
সেই সময় পুরুষের পক্ষ থেকেই কোন কোন পদক্ষেপ করা হয়েছিল বা কোন ধরনের হুমকির মধ্যে দিয়ে সেই সময়ে নানা ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছিল সেগুলো অনেকটাই আমাদের অজানা। অনেকে মনে করছেন ছাই চাপা আগুনকে উসকে দিতে পারে এই ছবি।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করেন সিনেমা আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মের যাবতীয় অপরাধমূলক কাজকর্মকে তুলে ধরা হচ্ছে। আমরা শুধু বলতে চাই অশান্তি কখনোই কাম্য নয়। আমরা চাই সুস্থ সংস্কৃতির ভাল ছবি।