Breaking Bharat: Ponniyin Selvan : বিগ বাজেটের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বরাবরেরই। ইতিমধ্যে ‘বাহুবলী’ সিনেমা যে আলাদা করে নজর কেড়েছে, তার নেপথ্যে কিছুটা হলে ‘বিগ বাজেট থিওরি’ কাজ করেছিল বলেই মনে করেন বহু মানুষ। তবে বাজেটের দিক থেকে ভারতের সব সিনেমাকে পেছনে ফেলে মুক্তি পেতে চলেছে পুণ্যিইনি সেলভান (Ponniyin Selvan)।
মণিরত্নমের তামিল ছবি ‘পোন্নিইনি সেলভান’-এ ফের পর্দায় দেখা যাবে ঐশ্বর্য রায় বচ্চনকে (Aishwarya Rai Bachchan will be seen on the screen again)। এই সিনেমায় নিজের চরিত্রের ফার্স্টলুক শেয়ার করেছেন ঐশ্বর্য (Aishwarya shared Firstlook)। ‘পোন্নিইনি সেলভান’ (Ponniyin Selvan) নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। তবে সবচেয়ে বেশি আলোচনা সিনেমাটির বাজেট নিয়ে। ‘বাহুবলী’কেও টপকে যাবে ‘পোন্নিইনি সেলভান’-এর বাজেট?
ভারতীয় সিনেমায় বড় বাজেটের ছবি বলতে প্রথমেই মাথায় আসে ‘বাহুবলী’র নাম। কিন্তু ‘বাহুবলী’ (Baahubali) কে টক্কর দিতে আসছে দক্ষিণেরই আর একটি সিনেমা। কল্পি কৃষ্ণমূর্তির লেখা তামিল উপন্যাস ‘পোন্নিইনি সেলভান’-এর উপর ভিত্তি করে সম্প্রতি একটি চলচিত্র নির্মিত হচ্ছে। যেটি পিএস-১ নামেও প্রচার করা হচ্ছে।
জানা যাচ্ছে, এই সিনেমা হতে চলেছে চলতি বছরের অন্যতম বিগ বাজেটের ছবি (This is one of the big budget pictures of the year)। অনেকেই দাবি করছেন, ২.০ বা ‘বাহুবলি’ সিনেমার পর পিএস-১ হতে চলেছে এ যাবৎকাল অবধি ভারতের সবথেকে দামি সিনেমা। একটি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে উপন্যাসটি।
উপন্যাসের প্রেক্ষাপট ১০-এর দশকে ভারতে শাসন করা চোল রাজবংশের উপর ভিত্তি করে রচিত। তামিলনাড়ুর কিছু অংশে কাবেরি নদী পনির নামে পরিচিত। চোল সম্রাট সুন্দর চোলের পুত্র অরুলমলি বর্মনের রাজা হয়ে ওঠার গল্প নিয়েই এই উপন্যাস। সম্রাট সুন্দর চোলের অসুস্থতার কারণে তাঁকে সিংহাসনচ্যুত করে পরবর্তী সম্রাট কে হবেন, তার আলোচনা শুরু হয়। তাঁর দুই ছেলে আদিত্য ও অরুলমলি ও কন্যা কুন্দবাই। এই অরুলমলিই পোন্নিইনি সেলভান নামে পরিচিত। কারণ তাঁর বয়স যখন ৫ তখন মা কাবেরি তাঁকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন।
দশম শতাব্দীর চোল সাম্রাজ্যের কাহিনির উপর ভিত্তি করে গড়ে ওঠা এই ছবিতে সামনে আসতে চলেছে পরিবারের বিভিন্ন শাখাপ্রশাখার মধ্য়ে তৈরি হওয়া ক্ষমতা দখলের লড়াই ৷ এটি একটি দুঃসাহসিক গল্প যেখানে সাহসী সৈন্য, ধূর্ত গুপ্তচর এবং দুষ্ট পরিকল্পনাকারীরা সবাই নিজেদের মতো করে সাম্রাজ্য জয় করার চেষ্টা করে। গৃহযুদ্ধ আসন্ন হয়। এই সমস্ত রাজনৈতিক এবং সামরিক অশান্তিই চোলদের সমৃদ্ধ এবং শক্তিশালী সাম্রাজ্য গড়তে সাহায্য করেছিল।
আরো পড়ুন- Smart Phone : ফোন চুরি হয়ে গেলে কি করবেন ? ঘরে বসেই মিলতে পারে হারিয়ে যাওয়া মোবাইল! কিভাবে?
‘পোন্নিইনি সেলভান’-এর শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল। সম্প্রতি সামনে এসেছে ছবির কলাকুশলী বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন এবং ত্রিশার ফার্স্ট লুক ৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। বুধবার নিজের ফার্স্ট লুকের পোস্টারও শেয়ার করেছেন ঐশ্বর্য ৷
ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, ‘৩০ সেপ্টেম্বর বড় পর্দায় ফিরতে চলেছে স্বর্ণযুগ !’ সূত্রের খবর, মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘পোন্নিইনি সেলভান’ ছবিটি ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৷