Breaking Bharat: কত গান কত কবিতা লেখা হল প্রেমের উপকারিতা আর অপকারিতা নিয়ে, তাই না? কিন্তু প্রেমে পড়া বাড়ল না কমল? প্রেম এমন একটা সিলেবাস যেটা প্রত্যেকের জীবনেই একবার না একবার আসে। এবার চয়েজ টা আপনার, ওই পাঠ পড়বেন নাকি অন্য পথ দেখবেন। কারণ প্রেমের আঠা সাংঘাতিক, ছাড়ে না সহজে – এমন কথাই বলে গেছেন প্রেমের মহাপুরুষেরা।
প্রেম যেন নেশার মত (Love is like an addiction)। ওই যেমন গল্পের বই বা নিষিদ্ধ ছবি দেখার নেশায় খিদে ঘুম সব যায়। এও যেন ঠিক তাই। তবে অনেকে আবার বলেন এই নেশা নাকি ড্রাগের মত সাংঘাতিক। তবে প্রেমের নেশা বেশিদিন থাকে না (love does not last long)। মানে ওই ধরুন বাস্তব দরজা দিয়ে প্রবেশ করলে প্রেম ঘুলঘুলি দিয়ে বেরিয়ে যায় – একথা সত্য এবং পরীক্ষিত বটে। যাঁরা প্রেমে পড়ে আঘাত পেয়ে প্রেম কাটিয়ে বেরিয়ে এসেছেন (Injured in falling in love),তাঁরা সবাই এর সাক্ষী ও প্রমাণ।
প্রেমে পড়ার পর খিদে কমে যায় কেন?
এখন কথা হচ্ছে প্রেমে পড়ার পর খিদে ঘুম কম হয়ে যাওয়া নিয়ে (After falling in love,hunger decreases)। আসলে প্রেম বিষয়টি এমন যে এই পাকে পড়লে ডোপামিন , অক্সিটোসিন , সেরাটোনিন – মোটামুটি সব ধরনের নিউরোট্রান্সমিটার আপনার মস্তিষ্ককে আক্রমণ করে। পরিত্রাণের কোনো উপায় নেই। অতিরিক্ত হরমোন ক্ষরণে খিদে ঘুম সব যায় (Excess hormone secretion reduces hunger)। আচ্ছা একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক।
আরো পড়ুন- Aiburo Bhat :’আইবুড়োভাত’ কি? বিয়ের আগে কেন ‘আইবুড়োভাত’ দেওয়া হয়?
- অতিরিক্ত হরমোন ক্ষরণে খিদে ঘুম সব যায়
- প্রেম এমন একটা সিলেবাস যেটা প্রত্যেকের জীবনেই আসে।
- কিন্তু প্রেমে পড়া বাড়ল না কমল?
সেলুকাস কে চেনেন নিশ্চয়ই, প্রথম সেলুকাসের ছেলে অ্যান্টিওকাস তার সৎ মা স্ট্র্যাটনিসের প্রেমে পড়ে ছিলেন ।সেই প্রেম এতই তীব্র ছিল সেলুকাস দেখেন তাঁর ছেলেকে বাধা দিতে গেলে তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। lঅবস্থা বেগতিক দেখে সেলুকাস শেষমেষ নিজের স্ত্রী এর সাথে নিজের ছেলের বিয়ে দিতে বাধ্য হন, ভাবুন কান্ড!
আরো পড়ুন- কেনাকাটা বা শপিং এর কিছু কৌশল জেনে নিন, নয়তো ঠকে যেতেন পারেন!
আরো পড়ুন- কেটে গেলে নুন অথবা চিনি কোনটা দেবেন ক্ষতস্থানে? Breaking Bharat
এবার বিজ্ঞাপনের আরেকটি তথ্য। আমরা জানি অক্সিটোসিন প্রেমের হরমোন। এই হরমোন স্প্রে করলে দেখা যায় সত্যি রোমিও দের খিদে কমে যাচ্ছে। তাহলে এবার ভাবুন!