Breaking Bharat: আপনি কি জিনের নাচ দেখেছেন? বিজ্ঞানের কোন যুক্তিতেই শয়তানের পূজারীর নাচ বন্ধ করা যায় কি? একটা খড়ের গাদা ঘূর্ণিঝড়ের মতো তান্ডব চালাচ্ছে। একটা লাঠির মধ্যে রাখা এক গোছা ঘর কোন পদ্ধতিতে এই কাজটা করতে পারে সেটা ভাইরাল ভিডিও না দেখলে আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। জানুন বিস্তারিত। (আমাদের এই প্রতিবেদনে ভিডিওটা দেওয়া রইলো)
জিনের নাচ? কালা জাদু নয়তো?
আজকের প্রতিবেদনে আমরা সুদূর আফ্রিকায় নিয়ে যাব আপনাদের। তবে যে যে ঘটনার কথা বলব সেই সম্পর্কিত নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিন্তু এসবের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আমাদের প্রতিবেদনের বক্তব্য কোনোভাবেই কোন অলৌকিকতা কুসংস্কার বা অবৈজ্ঞানিক মতকে ইন্ধন যোগায় না বা সমর্থন করে না।
যদি কোনও সাদৃশ্য পাওয়া যায় সেটা সম্পূর্ণ কাকতালীয়। শিরোনাম পড়েই নিশ্চয়ই বুঝে গেছেন বিধিসম্মত সতর্কীকরণ কেন শুরুতেই দিয়ে দেয়া হলো। আপনি জানেন সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমে এক নতুন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলোকে বলা হচ্ছে জিনের নাচ।
এই জিন কে আপনি বায়োলজিক্যাল জিনগত বৈশিষ্ট্য বলে ভাববেন না। এর সঙ্গে রয়েছে এক অলৌকিক বিশ্বাস কারণ কেউ কেউ কালা জাদুর মত প্রসঙ্গ টেনে আনছে গোটা বিষয়ের মধ্যে। কিন্তু আসল ব্যাপারটা কী? এই ঘটনার পেছনে সত্যটা কতটা সেগুলো জানতেই আমরা লিখতে বসলাম এই প্রতিবেদন।
শয়তানের পূজারীর নাচ বলে এক ভয়ঙ্কর উৎসব:
এক ঝলকে দেখলে পুরোটা অবিশ্বাস্য মনে হবে। একটা ঘরের গাদা ঘূর্ণিঝড়ের মতো তান্ডব চালাচ্ছে। একটা লাঠির মধ্যে রাখা এক গোছা ঘর কোন পদ্ধতিতে এই কাজটা করতে পারে সেটা ভাইরাল ভিডিও না দেখলে আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না।
আফ্রিকার শয়তানের পূজারীর নাচ বলে এক ভয়ঙ্কর উৎসব পালন করা হচ্ছে। আর এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। কোন বইয়ে এই সংক্রান্ত তথ্য মিলবে না কিন্তু ইন্টারনেট ঘেঁটে দেখা গেল আফ্রিকা মহাদেশের কিছু দেশের ঐতিহ্যবাহী নাচ হিসেবে এটাকে বিবেচনা করা হয় ।
কুম্পো নাচ! কীভাবে যে খড়ের গাদা নাচতে পারে?
মূলত বেনিন, সেনেগাল, ও গ্যাম্বিয়ার দিওলা সম্প্রদায়ের এক ঐতিহ্যবাহী নাচ এটি যার নাম হল ‘কুম্পো নাচ‘ । প্রতি বছর ১০ জানুয়ারি বেনিনে আয়োজিত ভোদো উৎসবের এক অন্যতম আকর্ষণ এই কুম্পো নাচ (African kampo dance of tradition)। তবে দৃশ্য দেখলে সত্যিই চমকে উঠতে হবে আপনাকে। কীভাবে যে খড়ের গাদা নাচতে পারে সেটা বোঝা দুঃসাধ্য ব্যাপার।
এই বৃত্তের মধ্যে অনেকটা পাগলামি লুকিয়ে আছে আর আছে রহস্য। আমরা যেটুকু জানতে পারলাম সেটা হল বিভিন্ন জাতের পাম গাছের শুকনো পাতা দিয়ে ‘কুম্পো মুখোশ’ তৈরি করা হয় । হ্যাঁ একদম ঠিক লেখায় পড়েছেন আপনি, এটা মুখোশ । ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিও গুলো মূলত দুই ধরনের নাচকে সামনে এনেছে যেখানে ভালো করে লক্ষ্য করে দেখা যায়,
১. খড়ের গাদা মতো একটা বস্তু মানুষের মতো দুই পায়ে হাঁটু ভাঁজ করে হাঁটে এবং তান্ডব নৃত্য করে।
২. এর পাশাপাশি মোটর সাইকেল নিয়ে ভেলকিবাজিও দেখা গেছে ।
আরো পড়ুন – সন্তান সবার প্রিয়, কিন্তু যদি হিজড়া সন্তান হয় তাহলে? আজ আমরা বলবো হিজড়াদের কথা
আসলে সবটার মধ্যেই মানুষ আর তার সূক্ষ্ম মস্তিষ্ক জড়িয়ে আছে। আপাতদৃষ্টিতে মনে হয় কুম্পোর মধ্যে কেউ নেই, কিন্তু কুম্পোর পাম পাতার দেয়াল অনেক মোটা থাকে । আর একজন রোগা মানুষ অনায়াসে লুকিয়ে থাকতে পারেন (Mythical African Kumpo Dance) ।
কীভাবে খড়ের গাদা ঘূর্ণিঝড়ের মতো তান্ডব চালাচ্ছে?
কুম্পোর বনবন করে ঘোরার দৃশ্য সোশ্যাল মিডিয়ার বেশ ভাইরাল হয়েছে। কীভাবে এটা ঘটানো হয় সেটা আমরা ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। ভেতরে থাকা মানুষ কুম্পোর উপরে বেঁধে রাখা লাঠি মাটিতে রেখে হাত দিয়ে হাতল ধরে ঘোরাতে থাকে ।
আরো পড়ুন – ব্যবসা মানেই কেন মাড়োয়ারিদের রমরমা? মাড়োয়ারিদের ব্যবসার গোপন রহস্যে জেনে নিন।
এর ফলে তিনি নিজে স্থির থাকলেও বাইরের কুম্পোর আবরণটা বনবন করে ঘোরে । লম্বা কুম্পো এবং রোগা মানুষ তাই নিজেকে লুকিয়ে এই কাজ করে । এই কুম্পোকে জলে হাঁটতে দেখা যায়। আসলে ভেতরে থাকা মানুষটি সাঁতার কাটেন সেই কারণেই বাইরে থেকে এমন মনে হয়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এই বিষয়টা ধরা পড়ে না?
আরো পড়ুন – আপনার শিশু কন্যার নাক-কান ফোটানো নিয়ে চিন্তিত? জানেন কেন এক নাকেই নাকছাবি পরা হয়?
কারণ বস্তুটি হাত দিয়ে স্পর্শ করার অনুমতি পাবেন না আপনি। তাহলে যে সব ধরা পড়ে যাবে। তাই নিজের চোখে দেখে যাচাই করে তবে কোন ভিডিওর সত্যতার বিচার করুন বা তাকে বিশ্বাস করুন। কুসংস্কারকে প্রশ্রয় দেবেন না।