Breaking Bharat: তীব্র গরমের জন্য বাড়ছে অতিরিক্ত খরচ! গরমের জন্য ক্ষতি হচ্ছে অর্থনীতিরও জানেন কি? অতিরিক্ত গরমে আপনি নিশ্চয়ই ভাবছেন আর বেঁচে থাকা যাবে না। আচ্ছা সেই কারণের জন্যই নানা উপায় অবলম্বন করতে চাইছেন যাতে একটু ভালো থাকতে পারেন (Additional costs are increasing for intense heat)।
গরমের জন্য ক্ষতি হচ্ছে অর্থনীতির:
এখন প্রশ্ন হচ্ছে আপনার এই ভাবনা চিন্তার সঙ্গে বাস্তবে কতটা সামঞ্জস্য আছে। আসলে, যারা শরীর ভালো রাখার জন্য গরমে কাবু না হয়ে কি করে সুস্থ থাকা যায় সেটা বুঝে নিতে চাইছেন তারা কিন্তু অজান্তে নিজের পকেট থেকে অনেক টাকা-পয়সা খরচ করছেন।
কেউ দামি ফ্রিজ কিনছেন কেউ কুলার কেউ এসি। কেউ আবার দামি দামি ঠান্ডা পানীয় খেয়ে একটু শরীর ভালো রাখার চেষ্টা করছেন। তার জন্য বেশ টাকা-পয়সা খরচ করতে বিন্দুমাত্র ভাবছেন না। কখনো ভেবে দেখেছেন এই অতিরিক্ত খরচ কিভাবে আপনার পাশাপাশি অর্থনীতির ক্ষতি করতে পারে?
গরম বাড়ছে আর তার সঙ্গে বাড়ছে টেনশন:
ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী এক সপ্তাহের মধ্যে দিতে পারল না হাওয়া অফিস। গরম বাড়ছে আর তার সঙ্গে বাড়ছে টেনশন। যাতে কেউ অসুস্থ না হয়ে পড়ে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা সামগ্রীর জোগাড় থেকে শুরু করে ঘরে এসে কিনে ঘর ঠান্ডা করার মানসিকতা প্রায় 99% মানুষের।
আরো পড়ুন – গরমে হাঁসফাঁস অবস্থায় বেশি করে জল খাচ্ছেন? ‘গরমে ঠান্ডা জল’ খেলে কতটা বিপদ হতে পারে?
এক শতাংশকে একটু ব্যতিক্রম হিসেবে ছাড় দিলাম কারণ যাদের হাতে একদম টাকা পয়সা নেই তারাও চেষ্টা করছেন কোনমতে ঘটি বাটি বিক্রি করে হলেও একটু আরামে যদি নিজের বাড়ির সদস্যদের রাখা যায়।
অতিরিক্ত গরমে রিক্সা চালক কুড়ি টাকার ভাড়া কে 40 টাকা বলবে আর মানবিকতার খাতিরে আপনি না করতে পারবেন না। তাই মানবিক বিচার করে আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনার প্রতিদিনের যা খরচ সেটা অজান্তেই বেড়ে যাচ্ছে।
আরো পড়ুন – Summer clothing: গরমের উপযুক্ত পোশাক! প্রচন্ড গরমে কোন ধরনের পোশাক পড়লে আরাম পাবেন?
এরপর যে কোন জিনিসকে ‘গরম থেকে রক্ষা করার জন্য একাধিক পদ্ধতি বা উপায়’ অবলম্বন করতে গিয়ে তার জন্য এক্সট্রা খরচ করতে হবে আপনাকে তাহলে পরোক্ষভাবে প্রভাব দিয়ে পড়ল সোজাসুজি অর্থনীতির উপরে (The economy is suffering because of the heat)।
ব্যক্তিগত খরচ বাড়তে থাকা মানে অর্থনৈতিকভাবে সমাজ সমৃদ্ধশালী না হওয়া। এইসব দিক বিচার করতে শিখতে হবে আগে থেকে। শুধুমাত্র রাজ্যে নয় দেশের নব্বই শতাংশ অংশ জুড়ে বিগত কদিন ধরে শুধুই দাবদাহ । এখান থেকে মুক্তির উপায় কি? এই প্রশ্নের উত্তরটা কেউ জানে না ।
আরো পড়ুন – গরমে শরীর অস্থির লাগছে! তাহলে এই ‘তীব্র গরমে আচমকা অসুস্থ’ হয়ে পড়লে কি করবেন?
আপনি জানলে হয়তো অবাক হবেন যেবিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ১৯৯৮ সাল থেকে ২০১৭ সালের মধ্যে প্রচণ্ড তাপপ্রবাহের ফলে সারা বিশ্বে ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন চিন্তার কারণ কতটা বেড়েছে।
গরম বেশি পড়লে কৃষি কাজে সমস্যা হয় খুব স্বাভাবিকভাবেই খেতে ফসলের কাজ করতে যেতে পারেন না কৃষক, তাই উৎপাদন কমে। যা সরাসরি প্রভাব পড়ে মার্কেট প্রাইসে।
আরো পড়ুন – Body cool : অতিরিক্ত গরম! এই ‘প্রচন্ড গরমে এসি ছাড়াই নিজের শরীর ঠান্ডা রাখার উপায়’ কি?
এই মাথায় রাখবেন গোটা বিষয়টা সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত আপনি সম্পূর্ণ জানছেন ততক্ষণ নিশ্চিত ভাবে বলতে পারেন না শুধুমাত্র শারীরিক ক্ষতি হচ্ছে। পরিবেশগত ক্ষতির কথা ছেড়ে দিন যতো বেশি সংখ্যায় এসি বিক্রি হবে তত মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকেই এগিয়ে যাব আপনি আমি।
কিন্তু সব সময় সবকিছু মোকাবেলা করা আমাদের হাতে থাকে না তাই এই সবকিছুকে নিয়ে চলতে থাকাই কেমন যেন অভ্যাসে পরিণত হয়েছে।