Breaking Bharat : বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না,সাফাই দিলেন সভাপতি সুকান্ত মজুমদার। রাশি ভালো যাচ্ছে না বিজেপির,একদিকে সব্যসাচী সহ একাধিক বিধায়ক ফিরছেন তৃণমূলে, অন্যদিকে শুভেন্দুর মন্তব্য ক্ষোভ উগরে দিলেন দলেরই পুরানো কর্মী।যার জের সানপেন্ড হতে হলো সেই বিজেপি নেতা কে।
এরই মধ্যে অরেক ঘা খেল রাজ্য বিজেপি,এবার দল ছাড়লেন বিধানসভার তারকা, প্রার্থি জনপ্রিয় অভিনেত্রী শ্রবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দলছাড়া নিয়ে স্যোসাল মিডিয়ায় ঘোষনা করেন তিনি।তবে ৯ মাস পদ্ম শিবিরে থাকার পর দলছাড়া নিয়ে শ্রাবন্তী উল্লেখ করেন,’রাজ্যের প্রকৃত উন্নয়নের স্বার্থে গ্রহণযোগ্য পদক্ষেপ করছে না বিজেপি’।
কিন্তু শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।তিনি দাবী করেন বিজেপি করলে টালিগঞ্জে কাজ পাওয়া যায় না। তাহলে শ্রবন্তীর দল ছাড়ার অসল কারন কি?এই প্রশ্নই উস্কে দিল সুকান্ত মজুমদারের মন্তব্যে।
প্রসঙ্গত এই শ্রবন্তীই একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর বলেছিলেন।তৃণমূলে সন্মান পাওয়া যায় না।বেহাল পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রর্থিও করে বিজেপি।কিন্তু পরাজীত হন তিনি।আর শ্রবন্তির এই পরাজয় নিয়ে প্রশ্নও তোলেন দলের এক শির্ষ নেতা।
আরো পড়ুন- Second hand mobile: সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন
তথাগত রায় টুইট করে বলেন শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।সব মিলিয়ে বিজেপিতেও যে শ্রবন্তী সন্মান পাননি তার ইঙ্গিত মেলে তথগত রায়ের এই টুইটে।
আরো পড়ুন- Statue of Liberty: বিশ্বের বিস্ময় স্ট্যাচু অব লিবার্টির রহস্য উন্মোচন করব আজ Teaching
আরো পড়ুন- Tuition : টিউশনি পড়াতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
বৃহস্পতিবার সকাল থেকেই স্যোসাল মিডিয়ায় শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সমস্ত অ্যাকাউন্ট থেকে হঠাতই বিজেপি-তে যোগ দেওয়ার কিংবা প্রচারের বিভিন্ন ছবি উধাও হয়ে যায়। এত দিন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেওয়ার ছবি জ্বলজ্বল করত শ্রাবন্তীর একাধিক নেটমাধ্যম অ্যাকাউন্টে। কিন্তু রাতারাতি সে সবই হাওয়া।আর জল্পনার শুরুটা ঠিক এখান থেকেই, তা হলে কি ভেবেচিন্তেই বিজেপি ছাড়লেন শ্রাবন্তী?
আগামী দিনে কি তাঁকে তৃণমূলের মঞ্চে দেখা যেতে পারে?রাজনৈতিক মহলে কিন্তু ঘোরাফেরা করছে এই প্রশ্নই।