Breaking Bharat: পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশের নায়ক নায়িকাদেরই বেশ পছন্দ করেন কেন? পশ্চিমবঙ্গের সিনেমায় বাংলাদেশের কোন অভিনেতাকে দেখতে পছন্দ করেন আপনি?
পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ বাংলার দুটো প্রান্ত একটা পশ্চিমে একটা পূর্বে । কিন্তু ঘটনাচক্রে দুটো দেশ হয়ে গেছে সেই বাংলা ভাগের সময় থেকেই। দুটো দেশের ভাষা সংস্কৃতি কতটা মিল সেটা বোধহয় ভারতের অন্যতম অহংকার আর গর্বের রাজ্য পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে দেখলে বোঝা যায়। বাংলা ভাষা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ কে বেঁধে রেখেছে অটুট বন্ধনে।
আর এই ভাষাতে তৈরি হবার সিনেমা দুই দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলাদেশের অনেক নায়ক নায়িকাদেরই বেশ পছন্দ করেন। আপনি কি জানেন এই পছন্দের তালিকায় কারা কারা আছেন? চলুন তাহলে সমীক্ষার রিপোর্টের সাথে আপনার মতের মিল হচ্ছে কিনা সেটা এবার মিলিয়ে নেওয়া যাক।
বাংলাদেশের নায়ক নায়িকাদেরই বেশ পছন্দ কেন?
কথায় বলে বাংলা সিনেমা দর্শক আসলে কমার্শিয়াল ছবি দেখতে বেশি পছন্দ করেন। আর কমার্শিয়াল সিনেমা মানেই নাচ গান মার কাটারি অ্যাকশন এইসব। এই তালিকায় পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এই মুহূর্তে ‘ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক‘। দুজনকেই টলিউডের কুইন বলা হয়।
কিন্তু আপনি কি জানেন এর পরে পশ্চিমবঙ্গের মানুষ যে অভিনেত্রীর অভিনয় পছন্দ করেন বলে সমীক্ষায় উঠে এসেছে তিনি কিন্তু আসলে বাংলাদেশের অভিনেত্রী। একটু অবাক লাগবে শুনতে কিন্তু আমরা বলছি জয়া এহসানের কথা। একেবারেই তার সঙ্গে কমার্শিয়াল নাচ গানের হুল্লোর এই বিষয়টা যায় না কারণ তিনি নায়িকা নন তিনি অভিনেত্রী।
আরো পড়ুন – সেলেবরা যে বিজ্ঞাপন করে তার কতটা তাঁরা জানেন?
বয়স কবে ৪০ ছাড়িয়েছে কিন্তু তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। বাংলাদেশের নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন সেই থেকেই অভিনয়ে উত্থান। পশ্চিমবঙ্গে এমন কিছু সিনেমা করেছেন যেখানে তার অভিনয় প্রতিভা সকলের মন জয় করেছে। অনেকেই হয়তো এখন বলবেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে কমার্শিয়াল ছবিটি জনপ্রিয়তা আগের থেকে কমেছে।
হ্যাঁ, এটা সত্যি বটে। আর তাই প্যারালাল বা আর্ট ফিল্ম অনেক বেশি করে দর্শককে হলমুখী করছে। আর এই ধরনের সিনেমাতেই বাজিমাত করেছেন জয়া। “রাজকাহিনী” হোক বা “বিসর্জন” সবেতেই তিনি অনবদ্য।
আরো পড়ুন – সুরভিত অ্যান্টিসেপটিক বোরোলিন তো নিশ্চয়ই ব্যবহার করেন, কিন্তু ইতিহাস জানেন কি?
যদি একটু ফ্ল্যাশবাকে যান তাহলে অশনি সংকেত ছবির কথা মনে করাতে হয়। বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা সেই ছবিতে ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ে‘র বিপরীতে কাজ করেছিলেন। সেই ছবি দুই বাংলার দর্শকের মনে আজও গেঁথে আছে। ‘ফিরদৌস‘ বাংলাদেশের অভিনেতা হলেও একটা সময় পশ্চিমবঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন।
আরো পড়ুন – ভারতের মাটিতে আইফোন তৈরি হবে? টাটা গোষ্ঠী এ রকমই এক বড় সিদ্ধান্ত নিয়েছে জানেন?
ঋতুপর্ণা সেনগুপ্ত ,রচনা ব্যানার্জি, অর্পিতা চ্যাটার্জী সকলেরই বিপরীতে নায়ক হিসেবে কাজ করেছেন। অবশ্য পরের দিকে মানে জিৎ, দেব এরা আসার পর ফিরদৌসের জনপ্রিয়তা কমেছে। আরেক ‘বাংলাদেশি কিংবদন্তী অভিনেতা রাজ্জাকে‘র কথা তো বলতেই হয়। পশ্চিমবঙ্গের বেশ কিছু ছবিতে তিনি দাপিয়ে বাবার চরিত্রে অভিনয় করেছেন।
আরো পড়ুন – শাকিব খানের ব্যক্তিগত জীবনের বিতর্ক কেন থামছে না? এবার বুবলির সম্পর্কে কী বললেন অপু?
বাংলাদেশি অভিনেত্রী রোজিনা পশ্চিমবঙ্গের অভিনেতা তাপস পালের সঙ্গে জুটি বেঁধে অনেক ছবিতে জনপ্রিয়তা পেয়েছেন। ইদানিংকালে ‘শাকিব খানে‘র নাম সবাই জানেন। শ্রাবন্তী থেকে নুসরাত, শুভশ্রী সবার বিপরীতেই ফাটিয়ে কাজ করেছেন তিনি। তবে সেসব অবশ্যই কমার্শিয়াল ছবি।
তাহলে আপনার পছন্দের তালিকার সঙ্গে কোন কোন অভিনেতা অভিনেত্রীর নাম মিলে গেল সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমাদের।