Breaking Bharat: ২১ বছর আগের নস্টালজিয়ায় কেন সুপারস্টার জিত? কী ঘটেছিল ২০০২ সালে? কী কারণের জন্যই আজ আবেগ শেয়ার করলেন অভিনেতা।
দেখতে দেখতে ২১ টা বসন্ত কেটে গেছে। এখনও ১৪ জুন তারিখ টা ভুলতে পারেন নি জিত। আসলে বাংলা সিনেজগতের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন বটে। এই দিন মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘সাথী’।
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি সেদিন এক নতুন তারকার জন্মের সাক্ষী হয়েছিল। অভিনেতা জিত প্রমাণ করেছিলেন ইচ্ছে থাকলে উপায় হয়। পরিসংখ্যান বলছে ছবিতে জিতের সঙ্গে প্রিয়ঙ্কা ত্রিবেদীর জুটি বাংলা বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল।
এরপর অসহায় হিরো থেকে রোম্যান্টিক হিরো হয়ে এখন টলিউডের বস হয়ে উঠেছেন জিত। সেই যে একটানা ২৫ সপ্তাহ চলে রেকর্ড করেছিল সাথী, তাতেই বাঙালি দর্শক বুঝেছিলেন প্রসেনজিত পরবর্তী জমানা এবার শুরু হয়ে গেছে। এই কারণের জন্যই আজ আবেগ শেয়ার করলেন অভিনেতা।
টুইটারে সুপারস্টার জিত কী শেয়ার করলেন?
বুধবার টুইটারে একটি পোস্ট করে অভিনেতা জিত লিখেছেন, ‘আপনাদের সঙ্গে ২১টা বছর কেটে গেল, কিন্তু তার পরেও মনে হয় সবে মাত্র শুরু করেছি। আমার মনে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার লক্ষ্যে অগণিত স্বপ্ন এবং আকাঙ্ক্ষা লালন করছি।’
আরো পড়ুন – মানুষের মাথার কথা বুঝবে মেশিন? কী ভাবে মস্তিষ্কের ভাবনা লেখায় প্রকাশ হয়? কি বলছে AI?
এখন একের পর এক ছবি হাতে রয়েছে এই অভিনেতার। ‘চেঙ্গিজ়’ সিনেমার সর্বভারতীয় মুক্তির পর জিতের থেকে ইন্ডাস্ট্রির আশা এবং চাহিদা দুই বেড়েছে। এখন ‘মানুষ’ ছবির কাজে ব্যস্ত তিনি। পাশাপাশি বস সিনেমার তৃতীয় পার্ট আনবেন তিনি।
আরো পড়ুন – চাকরির জন্য সুযোগ্য গড়ে তোলার দায়িত্ব এবার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের? জানেন?
মানে এখন ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। একটা সময় ছিল যখন জিত মানেই ছিল কোয়েলের সঙ্গে জুটি, আর আজ একাধিক নায়িকার সঙ্গে কাজ করে অন্যের জন্য কাজের পরিসর তৈরি করেছেন তিনি।
21 years completed with you, and it feels like I have just begun. There are so many more dreams and aspirations in my heart with only one goal, to entertain you.
Heartfelt Gratitude to all who have been part of this journey. Thanks a lot to each one of you. Thank you, Almighty.…
— Jeet (@jeet30) June 14, 2023
কাজের সাথে সাথে নিজের পরিবারকেও যথেষ্ট সময় দেন জিত। কন্যা আর স্ত্রীকে নিয়ে সবসময় ঘুরতে বেড়াতে যেতে পছন্দ করেন তিনি। পরিবারের প্রতি ভালবাসা চোখে পড়ার মতো।
আরো পড়ুন – বিরাট কোহলির জঘন্য হার! অনুষ্কা শর্মার জন্যই বিশ্ব টেস্টের ফাইনালে হেরেছে ভারত?
২০০২ সালের ১৪ জুন থেকে যে জিত বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিয়েছে, সে আজও প্রথম ছবি নিয়ে কতটা আবেগ ঘন তা তার আজকের পোস্ট থেকেই পরিষ্কার। আগামিতে রাজনীতি থেকে নিজেকে এভাবেই দূরে রেখে বিনোদনের মাধ্যমেই মানুষকে আনন্দ দিয়ে যেতে চান জিত।