Breaking Bharat : ‘অভিনয় বা প্রযোজনা আর কোনটাই করব না,’ সাফ জানালেন মিস্টার পারফেকশনিস্ট! দাম্পত্যের পর এবার বলিউডকে বিদায় আমির খানের? (Aamir Khan ) কিন্তু কেন?
কয়েকদিন আগেই দাম্পত্যকে বিদায় জানিয়েছেন বলিউড তারকা আমির খান (Bollywood actor Aamir Khan)। এবার কি বলিউডকেই গুডবাই জানাবেন তিনি? আমিরের আগামী সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগেই বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা। আর সেই মন্তব্যকে ঘিরেই কানাঘুষো শোনা যাচ্ছে, মিস্টার পারফেকশনিস্ট এবার বিদায় নিচ্ছেন বলিউড থেকে (Aamir Khan good bye to Bollywood)। অভিনয় থেকে প্রযোজনা, কোনও ভূমিকাতেই আর দেখা যাবে না আমিরকে? এদিন কী বললেন বলিউড তারকা?
মুক্তির অপেক্ষায় আমির খান (Aamir Khan) এবং করিনা কাপুর (Kareena Kapoor) অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। সেই শুভক্ষণের আগেই বিস্ফোরক আমির খান। ঘোষণা করলেন রিটায়ারমেন্টের?
‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগেই একটি সাক্ষাৎকারে আমিরকে বলতে শোনা গেছে, “যখন আমি অভিনয় শুরু করি, তখন কেবলমাত্র আমার পরিবার আমার পাশে ছিল। তবে আমি তাঁদের গুরুত্ব দিইনি। আমি দর্শকদের মন জয় করতেই ব্যস্ত ছিলাম। এইভাবেই ৩০-৩৫ বছর আমি কাজ করছিলাম।”
এই বক্তব্যের মধ্যে দিয়ে আমিরের আক্ষেপ যে স্পষ্ট, সে কথা বলার অপেক্ষা রাখে না । এই সূত্রে ধরেই তিনি আরও বলেন, “আমি স্বার্থপর ছিলাম। আমি কেবল নিজের কথা ভেবেছি। আমার সন্তানদের সঙ্গে থেকেও আমি তাঁদের কাছে ছিলাম না। এখন ৫৬-৫৭ বছর বয়সে এসে আমি ভুল বুঝতে পেরেছি।”
মিস্টার পারফেকশনিস্টের এমনটা মনে হওয়ার কারণ কী? তার জবাবে অনেকেই পরিবারকে সময় না দেওয়ার বিষয়টিকে কারণ হিসেবে দেখাতে চেয়েছেন। সম্প্রতি তিনি মেয়ের মানসিক অবসাদের কথা উল্লেখ করে একথাও বলেছেন, ‘‘ইরা এখন ২৩। সারা জীবনে তাঁর নানাবিধ মানসিক সমস্যা হয়েছে। কিন্তু আমাকে কখনওই সে ভাবে পায়নি ইরা। আমার পরিচালকদের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথা জানি আমি। কিন্তু মেয়ের স্বপ্ন, ভয়, আতঙ্কের কথাই জানিনি কোনও দিন। এত বছর পরে সে সব জানি।’’‘
আরো পড়ুন- The Kashmir Files’ : কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের কাছে উপহার এল ‘দ্য কাশ্মীর ফাইলস’।
আমির জানান, এটা মাথায় আসার পরেই সিনেমার প্রতি তাঁর ক্ষোভ জন্মায়। তিনি ভাবতে থাকেন সিনেমার কারণেই এতদিন তিনি পরিবারের থেকে দূরে ছিলেন। এরপর নাকি ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নেন অভিনেতা।এই ভাবনা থেকেই আমির খান তাঁর পরিবারকে জানিয়েছেন বলিউডকে বিদায় জানানোর সিদ্ধান্তর কথা। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘অভিনয় ছেড়ে দেব। প্রযোজনাও করব না।’
যদিও পরিবার, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং সন্তান ইরা আমিরের এই সিদ্ধান্তে যে অখুশি, তাও জানিয়েছেন। কিরণ এই সিদ্ধান্তের কথা শুনে বলেন,‘যখনই তোমাকে দেখি, তোমার ভিতরে সিনেমাকে দেখতে পাই। তোমার রক্তে সিনেমা।’ কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁদের সবার আপত্তিতেই শেষমেশ সিদ্ধান্ত বদল করেছেন আমির খান।