Breaking Bharat: স্বাভাবিক নিয়মে কাছে আসে দুটি মন, আবার স্বাভাবিক কারণেই দূরে সরে যায়। যদিও দূরত্ব বাড়লে সম্পর্ক আর স্বাভাবিক থাকেনা,অচিরেই দানা বাঁধে অস্বাভাবিকতা। সোজাসুজি সবটা বলা না গেলে তখন এড়িয়ে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই, তাই না? কিন্তু কেউ যদি খুব বেশি করে এড়িয়ে যেতে চায় মানে যাকে বলে, খুব বেশি ইগনোর করলে কী করা উচিত তখন? (a person ignores you)
কোনো মানুষ খুব বেশি ইগনোর করলে কী করা উচিত?
জীবনে প্রতি মুহূর্তে ঘটে কত সমস্যা, কত ঘটনা। সবটা এড়িয়ে যাওয়া সম্ভব হয়না। কিন্তু বিশেষ বিশেষ কিছু বা কেউ যখন এড়িয়ে যেতে চায়, তখন চোখ পড়েই যায়। এর থেকে মনে আসে কষ্ট। আসলে আমরা সবাই ঘটনার কেন্দ্রবিন্দু হতে চাই সবসময়, সবকিছুর মূল আকর্ষণ হতে চাই। এটাই যেন স্বাভাবিক প্রবৃত্তি। মানে পাত্তা পেতে চাই, আর নিজেদের গল্পে হিরো হিরোইন হতে চাওয়া তো অন্যায় নয় (someone ignores you for no reason)।
কিন্তু কেউ পাত্তা না দিলে কী করতে ইচ্ছে করে বলুন তো?
খুব রাগ হয় প্রথমে, তারপর দুটো কথা শোনাতে ইচ্ছে করে হয়তো। আবার কারোর অভিমান গভীর হয়। আসলে কী বলুন তো যখন আমরা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে চাই, দৃশ্যমান আবেগ দেখাতে চাই,কারো তথাকথিত ভালোবাসা পেতে মরিয়া হই,তখনই আমাদের মধ্যে “ইগনোর” শব্দটা তৈরি হয় (someone ignores you)। আসলে কেউ যদি জেনে বুঝে আপনাকে এড়িয়ে যায় , তাহলে তাঁকে এড়িয়ে যান আপনিও। কোনওভাবেই ব্যক্তিত্ব এর সঙ্গে আপোষ করবেন না।নিজের জায়গাটা বজায় রাখুন।
কারো কাছে নিজেকে সস্তা বানাবেন না। ভালোবাসা, সম্পর্ক, বন্ধন এগুলোর মধ্যে অনেক স্তর আছে। সব সময় নিজেকে সম্পূর্ন প্রকাশ করবেন না। কাউকে সুযোগ দেবেন না আপনার ইমোশন নিয়ে খেলা করার। মনে রাখবেন আপনার বিপরীতের মানুষটি আপনার একান্ত আপন হয়ে ওঠার কতটা যোগ্য, সেটা জানার দরকার আপনারও (being ignored by someone)।
আরো পড়ুন- Bathroom on the go : ঘুরে বেড়াতে গিয়ে কখনও বাথরুম পেয়েছে ? কী করা যায় এই ক্ষেত্রে?
আরো পড়ুন- Kamrup Kamakhya Temple : সতীপীঠের ৫১ পীঠের এক পীঠ কামরূপ কামাখ্যা নিয়ে আলোচনা কেন?
আরো পড়ুন- Truck Rhymes: দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি – ট্রাকের পিছনে এসব ছড়া লেখা থাকে কেন?
মনে রাখতে হবে যে সময় এবং সুযোগ বারবার আসেনা। তাই আসল মানুষকে চিনুন। কাজেই কখনো অন্যের আবেগকেও ঢাল হিসেবে ব্যবহার করবেন না। কারণ আবেগ নিয়ে খেলা খুব খারাপ। এই অভ্যাসকে নিজের সৌখিনতার কারণ করে তোলা অন্যায়। তবে অনেকেই ভাবেন my Life my choice, তাই অন্যজন কী ভাবছেন বা বলছেন বা করছেন, তার প্রভাব পড়তে দেবেন না আপনার জীবনে বা মননে। নিজের বিচার বুদ্ধি দেখে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন আপনি অন্যের হাতের পুতুল নন যে যেভাবে কেউ নাচাবেন আর আপনি নাচবেন। পাল্টা জবাব দিতে হলে দিন। কারণ এই বিষয় আর প্রেক্ষিত ব্যক্তি বিশেষে একেকরকম।