Breaking Bharat: বড় সাইজের ঈগল পাখি? ভয়ংকর সুন্দর! আর এই প্রসঙ্গে বলব ঈগল পাখির কথা (eagle bird) অভিব্যক্তি দিয়ে চরিত্র বোঝায় বুঝি? “ভয়ংকর সুন্দর” অভিব্যক্তি বলতে কী বোঝা যায়?
আচ্ছা আপনি কত বড় সাইজের ঈগল পাখি দেখেছেন? আপনি কি তার নাম জানেন? আর কেনই বা আজকের প্রসঙ্গে ঈগল কথা উঠে এল সবটাই বলব আপনাকে। এখনও অবধি অনুমানিক সবচেয়ে বড় জাতের ঈগল হল হাস্ট ঈগল। (About the eagle Bird)
১৮৭৪ সালে জুলিয়াস ফন হাস্ট নিউজিল্যান্ডে এই জাতের ঈগলের প্রথম দেখা পাওয়া (First sighting of the eagle)। তাই এই ঈগলের এই নামকরণ করা হয় হাস্ট ঈগল। ডানা মেলা অবস্থায় এদের প্রস্থ ৩ মিটার , ওজন ১৮ থেকে ২০ কেজি। তবে বর্তমানে এরা বিলুপ্ত।
তবে এবার যাদের কথা বলব তাদের কথা জানলে একটু অবাক হতেই হবে আপনাকে। আপনি কি জানেন যে এই ঈগল প্রজাতির মধ্যে এমন এক প্রজাতি আছে যাদের দেখলে কোনও বহুরূপী মানুষ বলে মনে হবে। এই এই দৈত্যাকার ঈগল ৭-৮ কেজি ওজনের শিকার যেমন, হনুমান বা বাঁদর অথবা ভেঁড়া অনায়াসেই ছোঁ মেরে তুলে নিয়ে যেতে পারে। ঈগলের এই প্রজাতির নাম হার্পি ঈগল।
এবার এদের দৈহিক বিবরণ দেব। হার্পি ঈগল লম্বায় প্রায় সাড়ে ৩ ফুটেরও বেশি হয়। ডানা মেললে তা প্রায় ৭-৮ ফুট অবধি হয়। বসে থাকলে হার্পি ঈগলের উচ্চতা প্রায় একটা পূর্ণ বয়স্ক মাঝারি উচ্চতার মানুষের মাথার সমান। আকাশের সবচেয়ে বড়, শক্তিশালী আর হিংস্র শিকারি পাখিদের মধ্যে অন্যতম হার্পি ঈগল।
আরো পড়ুন- Ila Majumder : মহিলা ইঞ্জিনিয়ার কেন নয়? ইলা মজুমদার, তিনিই ছিলেন বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার
এরা বসে থাকলে মনে হবে কোনও মানুষ বুঝি পাখির পোশাক পরে আছে। উত্তর আমেরিকার দক্ষিণ অংশে ও দক্ষিণ আমেরিকা জুড়ে, ব্রাজিলের রেন ফরেস্টে, পাপুয়া নিউগিনিতে এদের বসবাস। ঈগলের এই প্রজাতির মধ্যে স্ত্রী হার্পিরা আকারে একটু বেশি বড় হয়।
আরো পড়ুন- Lalan Fakir : সব লোকে কয় লালন কী জাত সংসারে? লালন ফকির কে ছিলেন? বাউল না ফকির বাবা?
ওজন সর্বাধিক ১২ কেজি। এর চেয়ে বেশি ওজনের স্ত্রী হার্পিও দেখা গেছে, তবে সেটা বিরল। পুরুষ হার্পিরা তুলনায় ছোট, ওজন ৫ কিলোগ্রামের মতো। জীব বিজ্ঞানীরা এই হার্পির বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে এর চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।
আরো পড়ুন- Cat Scratch: বিড়াল কখনো আঁচড় কেটেছে? বিড়ালের এই চরিত্র কি তার হিংস্রতার লক্ষণ?
এদের হিংস্রতা নিয়ে তাদের বক্তব্য,স্ত্রী হার্পিরা পুরুষদের তুলনায় অনেক বেশি হিংস্র হয়। হার্পিরা নখ আর বাঁকানো ধারালো ঠোঁট দিয়ে শিকার ছিঁড়ে-খুবলে খায়। এই হার্পিদের শিকারের তালিকায় রয়েছে বাঁদর, ভেঁড়া ছাড়াও ম্যাকাও পাখি। তবে সত্যি বলতে কী এরা বর্তমানে বিলুপ্তপ্রায়। এদের প্রজাতি যাতে হারিয়ে না যায় তার জন্য সচেষ্ট জীব বিজ্ঞানীরা।