Breaking Bharat: : নভেম্বরেই রাজ্যে প্রবেশ করেছে শীত ,কিন্তু এখনও পর্যন্ত ঠিকমতো জাকিয়ে পড়তে পারছে না,কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ (Rain Day) ,কিছুদিন আগেই এক পশলা বৃষ্টি দেখা দিয়েছিল বাংলায় ,অনেকে তো আবার লেপ কম্বল বার করেও গুটিয়ে রেখেছেন ,কারণ সেই নিম্ন চাপের প্রভাবে বেশ কিছুটা গরমও পড়েছিল রাজ্যে। তবে সেই নিম্নচাপ কাটিয়ে নভেম্বরে বেশ কিছুটা শীত প্রবেশ করেছে রাজ্যে, গুটিয়ে রাখা লেপ কম্বল আবার বার করেছে বাঙালি, কিন্তু এই শীতের মধ্যেই আবার নিম্নচাপের খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর।
তাহলে কি আবার হোঁচট খাবে শীত ?
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে – দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ থাকার কারণে আগামী সোমবার থেকে উপকূলীয় পূর্ব মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি,পশ্চিম মেদিনীপুর,কলকাতা,ঝাড়গ্রাম,এবং হাওড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস থেকে।
আরো পড়ুন- ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকেন? আচ্ছা চোখ খুলে নাক কেন ডাকেন না? Breaking Bharat কেউ
আরো পড়ুন- অল্পেতেই উফ আফ! কেউ আবার লঙ্কার পর লঙ্কা খেয়েও ঝাল স্বাদ পান না,কেন জানেন?
এরপরে নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে শীতল উত্তুরে হাওয়ার দাপট কমবে; বাড়বে পুবালি হাওয়ার দাপট। যার জেরে জলীয়বাষ্প পূর্ণ হাওয়া এবং মেঘলা আকাশের ফলে তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পাবে!সুতরাং আবার গরম পড়তে পারে আমাদের রাজ্যে।