Breaking Bharat: আপনি কি মেয়েদের সঙ্গে কথা বলতে ভয় পান? বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপ জমাতে লজ্জা লাগে?
পৃথিবীতে নানা ধরনের মানুষ আছেন। কার কোনটা পছন্দ আর কার কোনটা অপছন্দ সেটা ক্যাটাগরি করে নির্ধারণ করা যায় না। আপনাকে বুঝতে হবে আপনি কোন অভ্যাসে কমফোর্টেবল আর কোনটায় নয়। এক একজন মানুষের একেক রকম স্বভাব হওয়ার কারণে নানা রকমের অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে এর জন্য ভয় পেয়ে পিছিয়ে এলে চলবে না।
যাই হোক না কেন জীবনে সামনের দিকে এগিয়ে চলার মন্ত্র লিখতে আর শিখতে জানতে হবে। এমন অনেক ছেলেটাই আছেন যারা মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে একটু ঘাবড়ে যান। চিন্তা করবেন না, এটা কোন সমস্যাই নয়।
ভার্চুয়াল নই আমরা একচুয়াল জীবনের কথা বলি। আর আমাদের বাস্তব জীবনে জন্ম হয় নারী গর্ভ থেকে। তাই একজন পুরুষের সব থেকে বেশি গভীর সম্পর্ক হয় এক নারীর সঙ্গে। তিনি মা-বোন স্ত্রী সন্তান যে কোনো রূপেই ধরা দিতে পারেন। আর এই সবকটা সম্পর্কের জন্য দায়ী যে মূল সম্পর্ক তার নাম বন্ধুত্ব।
সেই বন্ধুত্ব শব্দটাকে যদি লিঙ্গ ভেদে আলাদা না করেন, তাহলে দেখবেন মেয়েদের সাথে কথা বলছেন নাকি ছেলেদের সাথে কথা বলছেন এটা ভেবে আপনাকে কোন সিদ্ধান্ত নিতে হচ্ছে না। ফলে সহজভাবেই আপনি সবার সঙ্গে মিশে যেতে পারছেন। এরকম অনেক মানুষ আছেন যারা বাইরে থেকে দেখলে একটু লাজুক স্বভাবের বলেই বোধ হয়।
হয়তো তারা সেভাবে নিজেদের কথাগুলো অন্যকে বুঝিয়ে উঠতে পারেন না। এরকম মেয়ে অথবা ছেলে আপনি যাই হোন না কেন, এই বিষয়টা নিয়ে লজ্জা পাবার বা এক কোণে চুপ করে বসে থাকার মত কিছু হয়নি। এরকম অনেক ছেলে আছেন যারা ‘মেয়েদের সাথে কথা বলার ভয়‘ নারী সঙ্গ এড়িয়ে চলেন বা অনুষ্ঠানে যেতে দ্বিধাবোধ করেন।
বাস্তব ক্ষেত্রে কিন্তু এরকম ছেলেদের মেয়েরা বেশ পছন্দ করে ।তাই সেক্ষেত্রে এটা আপনার পজিটিভ দিক বলে ধরতেই পারেন। যাই হোক ফিরে আসি মূল প্রসঙ্গে। এই ধরনের সমস্যা হলে আপনি কী করবেন সেটাই বলবো আপনাকে।
আরো পড়ুন – বাথরুম ব্যবহার করেন সবাই কিন্তু পরিষ্কার করেন কে? বাথরুমের দুর্গন্ধ কি অস্বস্তির কাণ?
মানুষের সব থেকে বড় শক্তি কোনটা বলুন তো? আসলে মানুষ এমন একটা ভাষায় কথা বলতে পারে যেটা খুব সহজেই সকলকে আপন করে নেয় অর্থাৎ কথ্য ভাষা। কথায় কথায় না বলা কে প্রকাশ করা। তাই কথা বলাটা খুব প্রয়োজন, চুপ করে থেকে কোনও লাভ হয় না। আপনার যদি মনে হয় মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে আপনি কুণ্ঠা বোধ করছেন তাহলে সেই মানুষটিকে মেয়ে না ভেবে একজন সাধারণ মানুষ ভাবতে শিখুন। (Fear of talking to beautiful girl)
আরো পড়ুন – মোমবাতির আলোয় প্রেমের মোমেন্টস উপভোগ করেছেন? জীবনের অনেক কিছুই মিস করে গেছেন তাই না?
মায়ের সাথে বা বোনের সঙ্গে কথা বলতে যদি কোন অসুবিধা না হয়, তাহলে অন্য কোন মেয়েকে দেখলে এভাবে গুটিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। নতুন মানুষের সঙ্গে আলাপ করাটা, বন্ধুত্ব করা এগুলো জীবন কে অনেক বেশি করে পরিপূর্ণ করে। দেখবেন সহজেই চেনা চৌহদ্দির বাইরে বেরিয়ে অন্যরকমের এক জগত আবিষ্কার করবেন।
আরো পড়ুন – মোমবাতির আলোয় প্রেমের মোমেন্টস উপভোগ করেছেন? জীবনের অনেক কিছুই মিস করে গেছেন তাই না?
এখন নারী পুরুষ দুজনেই সমান ভাবে দাপটের সঙ্গে পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠা করছে। সেখানে বিপরীত লিঙ্গের প্রতি ভয় বা লজ্জা থাকা খুব একটা বাঞ্ছনীয় নয়। তবে হ্যাঁ সম্মান আর শ্রদ্ধা থাকা দরকার । তবে তার জন্য আপনি দূরে থাকবেন এটা ঠিক নয়।
সহজ সম্পর্ক গুলো সহজ বিষয়গুলোকে সহজ করেই ভাবতে আর বুঝতে শিখুন। মাত্রাতিরিক্ত চিন্তাভাবনা করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। বই পড়ুন, সিনেমা দেখুন, গল্প করুন, পরিবারের সঙ্গে মিলেমিশে থাকুন। দেখবেন যেটাকে সমস্যা বলে ভাবছেন সেটা আসলে কোন ব্যাপারই নয়।