Jio Phone Call AI: রিলায়েন্স জিও নতুন ফিচার সম্পর্কে জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধযুগে দারুন সুযোগ
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট করছে। আর সেই উন্নতির ছোঁয়া আমাদেরকে নতুন করে এগিয়ে যেতে সাহায্য করছে। বিশেষ করে টেলিকম জগত অভাবনীয় ভাবে বদলে গেছে। এখনকার দিনে স্মার্টফোন ব্যবহারকারী প্রত্যেকেই এই বদল বেশ উপভোগ করেন।
বেশিরভাগ মানুষের হাতে স্মার্টফোন আর সঙ্গে জিও কানেকশন। রিলায়েন্স জিও কার্ড উপভোক্তাদের কথা ভেবে গ্রাহকদের জন্য এবার নতুন এক ফিচার লঞ্চ করেছে। কীভাবে ‘জিও ফোন কল এআই‘ এর সঙ্গে জুড়ে গিয়ে আপনাকে একটা নতুন অভিজ্ঞতা দিতে চলেছে তারিখ খুঁটিনাটি জানাবো এই প্রতিবেদনে।
গোটা বিশ্বজুড়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স‘ নিয়ে বিশেষজ্ঞরা একের পর এক এক্সপেরিমেন্ট করে চলেছেন। এখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভরশীল প্রকৃতি এবং সমাজ চিন্তার কারণ হতে পারে বলে অনেকের মধ্যে আশঙ্কা রয়েছে। চাকরি হারানোর মতো একটা জায়গা তৈরি হবে বলেও অনেকের মধ্যে দোলাচল কাজ করছে।
এখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন টেলিকম সংস্থা নিজেদের সিম কার্ডে বা ফোনে অফিসিয়াল ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত একাধিক ফিচারস সংযুক্ত করেছে। এই তালিকায় একধাপ এগিয়ে গেল ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ‘রিলায়েন্স জিও’। রিলায়েন্স কর্তা তার লাভজনক সংস্থা থেকে লঞ্চ করল জিও ফোন কল এআই (Jio Phone Call AI) ফিচারটি।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস ব্যবহার করলে গ্রাহকরা নিজেদের ফোন কল নিজেরাই লাইভ অনুবাদ করতে পারবেন। শুধু তাই নয় ইচ্ছে হলে সম্পূর্ণ অনুবাদিত ভয়েস কল রেকর্ড করা যাবে কিংবা পুরো কনভারসেশনটি লিখিত আকারেও সেভ করে রাখতে পারবেন। ব্যাপারটা একটু বিস্তারিত বুঝিয়ে দেবো আপনাদের।
আরো পড়ুন – বিমান সেবিকাদের সঙ্গে ভদ্র ব্যবহার! এয়ার হোস্টেসের সঙ্গে কেমন ব্যবহার করবেন জেনে নিন!
আপাতদৃষ্টিতে এটা সাধারণ মানুষের জন্য কতটা কার্যকরী হবে এই প্রশ্ন অনেকেই করবেন হয়তো। কিন্তু একবার ভেবে দেখুন যাদের শ্রবণ অক্ষমতা রয়েছে তাদের জন্য এটা কতটা প্রয়োজন। আগেই বলেছি যে এই ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে আপনি সম্পূর্ণ কনভারসেশন ফোন কল চলাকালীন লিখিত আকারে সেভ করতে পারছেন।
আরো পড়ুন – বলিউড ভাইজান সলমান খানের হাত ঘড়িতে ৭১৪ টা হিরে? অবাক লাগছে কিন্তু এটাই সত্যি?
তাই ফোনে কী বলা হচ্ছে সেটা শুনতে সমস্যা হলে পরবর্তীতে ভিন্ন ভাষার মানুষের সঙ্গে কথা বলার সময় গোটা বিষয়টা পড়ে নিয়ে বোঝা যাবে। আমরা তো অনেক সময় এমন ভাষার মানুষের সঙ্গে কথা বলি যে ভাষা সম্পর্কে কিছু জানিনা। সেক্ষেত্রে খুব কষ্ট করে আমাদের সবটা বুঝতে হয়। এই ফিচার্সের সাহায্যে কল চলাকালীন লাইভ ট্রান্সলেট করা সম্ভব আপনার পছন্দমত যে কোন ভাষায়।
আরো পড়ুন – JioPhone Prima 2 4G: মাত্র ২৭৯৯ টাকায় জিওর নতুন ফোন নিয়ে নিন, সংস্থা নয়া সুযোগ দিচ্ছে জানেন?
মূলত জিও ফোন কল এআই ফিচার্সটির মাধ্যমে তিনটি সুবিধা পাবেন গ্রাহকরা। ফোন কল চলাকালীন অটোমেটিক রেকর্ডিং তো হবে কিন্তু সেই রেকর্ডেড কলকে ট্রান্সলেট করার জন্য ব্যবহার করতে হবে # ১। আবার আপনি যদি মাঝপথে ট্রান্সলেট করা থামাতে চান তবে # ২ বাটন ক্লিক করতে হবে, আর পুরোপুরি বন্ধ করতে চাইলে ব্যবহার করতে হবে # ৩। ফোন কল রেকর্ড হওয়ার সময় সেটা জানিয়ে দেয়া হবে অর্থাৎ কারোর কাছে জালিয়াতির কোন জায়গা থাকবে না।