Breaking Bharat: বিমানে যাতায়াত করেন? বিমান সেবিকাদের সঙ্গে ভদ্র ব্যবহার! এয়ার হোস্টেসের সঙ্গে কেমন ব্যবহার করবেন জেনে নিন! তাই ফ্লাইটে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে কিছু নিয়ম সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে।
নিত্যদিন যারা বিমানে যাতায়াত করেন তাঁরা ‘বিমানে চড়ার নিয়ম‘ (airline fare rules) জানলেও অনেকেই হয়তো সঠিক ভাবে নিয়ম পালন করেন না। আর এখানেই আসল সমস্যা। কারণ বিমান সেবিকাদের সঙ্গে ভদ্র ব্যবহার না করলে কত বড় বিপদে পড়তে চলেছেন তা আপনি নিজেও কল্পনা করতে পারছেন না। নিয়ম লঙ্ঘন করলে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাই ভুল করেও নিম্নে লিখিত কাজগুলো করতে যাবেন না।
দেখুন বিমানে যারা থাকেন অর্থাৎ সেবিকাদের ঠিক কী কাজ সেটা আপনাকে জানতে হবে। নিয়ম হল বিমানে সফরকালে যাত্রীকে বোর্ডিংয়ে সাহায্য করা থেকে শুরু করে যাত্রীর প্রতিটি দ্বিধা দূর করেন এনারা। কিন্তু সমস্যা বাড়ে যখন যাত্রীরা তাঁদের কাছ থেকে অতিরিক্ত পরিষেবা দাবি করেন।
আবার পরিষেবা না পেলে এমন খারাপ আচরণ সহ্য করতে হয় তাদের । তাই ফ্লাইটে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে কিছু নিয়ম সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। মাথায় রাখুন যখন তখন সিট বদলানোর কথা বলা যায় না। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যাত্রীরা নিজেদের আসন বদলানোর জন্য ‘ফ্লাইট অ্যাটেনডেন্টদের‘ হয়রান করেন।
আরো পড়ুন – সারা সপ্তাহে শাকসবজি শুকিয়ে যাচ্ছে তো? কী ভাবে সবজি অনেক দিন পর্যন্ত তাজা রাখা যায়!
একবার অনুরোধ করা যেতে পারেন, বারবার নয়। বিমানে খাবার দেওয়ার নির্দিষ্ট পরিমাপ আছে তাই বেশি চেয়ে বিরক্ত করবেন না। তাই এই নিয়ে অযথা বচসা বাধাবেন না। বিমানে যেতে গেলে কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে যেতে হয় । তার বেশি নয় অর্থাৎ অনেক সময় যাত্রীরা ফ্লাইটে এমন কিছু জিনিস নিয়ে আসেন যা, সিকিউরিটি চেকিংয়ের সময় তাদের নিতে দেওয়া হয় না (What is the use of air hostess?)।
আরো পড়ুন – Dream of death in sleep: ঘুমের মধ্যে মৃত্যুর স্বপ্ন দেখছেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে?
এই নিয়ম মানতে হবে, অযথা তর্ক করবেন না। ফ্লাইটে ভ্রমণের সময় এয়ার হোস্টেস যা যা বলছেন সেটা না মানলে তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। আপনার হাতে যদি বড় সাইজের ব্যাগ থাকে সেটা আপনি বহন করতে পারবেন না বলে যে ফ্লাইট অ্যাটেনডেন্ট সেটি বহন করে দেবেন এমনটা মোটেও ভাববেন না। খুব বেশি হলে তাদের কাজ হল যাত্রীকে গাইড করে দেওয়া।
আরো পড়ুন – বাসে ট্রেনে নিত্য যাতায়াত করেন? কেন গণপরিবহনে সফর মেয়েদের জন্য এত অস্বস্তিকর?
তিনি আপনার ব্যাগ না নিলে আপনি তাকে জোর করতে পারেন না কারণ এটা তার কাজ নয়। বিমান সেবিকার সঙ্গে বেশি বন্ধুত্ব করা বা প্রেম করার চেষ্টা করবেন না। মনে রাখবেন আপনার ভুল কাজের জন্য তার বড় ক্ষতি হয়ে যেতে পারে এমনকি চাকরি চলে যেতে পারে। মনে রাখবেন তাকে কখনই বয়স, ঠিকানা, ফোন নম্বর, মাইনে এইসব নিয়ে প্রশ্ন করতে পারেন না আপনি।
আরো পড়ুন – আপনার হাসি নিয়ে অন্যদের হাসাহাসি? চিন্তা নেই, আপনি সঠিক পথে আছেন!
‘বিমানে সফরকালে সমস্যা‘ হলে তারা আপনাকে সাহায্য করবে কিন্তু তারা আপনার চাকর নন, এটা মনে রাখবেন। আর কোনও রকম অশ্লীল আচরণ করার চিন্তাও মাথাতে আনবেন না।