Bajaj Freedom 125: ‘বিশ্বের প্রথম সিএনজি বাইক‘ লঞ্চ করেছে, বাজাজের এই CNG বাইক দেখলে মাথা ঘুরে যাবে! সব রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র ২ মাসের মধ্যেই
প্রেমিকাকে বাইকে বসিয়ে এখানে ওখানে পুজো দেখাতে যাবেন না? নিশ্চয়ই ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনের প্ল্যানিং ঠিক করা হয়ে গেছে। তাহলে আপনাকে বাজার চলতি নতুন বাইকের বিষয়ে একটু তো জ্ঞান রাখতে হবে। একদিকে ট্রেন্ড বজায় থাকবে অন্যদিকে স্টাইল তার সঙ্গে আবার পকেট সাশ্রয়ও হবে (Bajaj Freedom 125 CNG)।
এইরকম যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে বাজার ছাড়া হয়তো আপনার কাছে অন্য কোন বিকল্প নেই। কেন এই কথা সেটা গত দুমাসের রেকর্ড দেখলেই পরিষ্কার হয়ে যাবে। বাইক স্কুটি বিক্রেতারা বলছেন ‘Bajaj Freedom 125‘ এখন সকলকে পিছনে ফেলে আকাশছোঁয়া চাহিদার রেকর্ড তৈরি করেছে। ‘বিশ্বের প্রথম সিএনজি বাইক‘ লঞ্চ করেছে বাজাজ যা ভারতীয় মার্কেটে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
পরিবেশের কথা চিন্তা করা এবং জ্বালানির কথা মাথায় রেখে বর্তমান যুগে সিএনজি এবং স্কুটারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তাই বাজাজের ফ্রিডম ১২৫ বাইক প্রেমীদের এক অনবদ্য অভিজ্ঞতা দিচ্ছে। যদি আগস্ট মাস থেকে পরিসংখ্যান দেখা যায়, তাহলে গত দুমাসে এই বাইক বিক্রি সবথেকে বেশি।
সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং অত্যাধুনিক ফিচারস এই বাইকের বিশেষ আকর্ষণ তোমাকে তুই বাইকের প্রতি চাহিদা বাড়াচ্ছে আর তাই মাত্র ৬০ দিনে পাঁচ হাজার বাইক বিক্রি হয়েছে। এবার একটু ফিচারস এর দিকে নজর দেওয়া যাক। এতে আছে একটি শক্তিশালী 125cc ইঞ্জিন, যা দুর্দান্ত মাইলেজ উপহার দেয়।
আরো পড়ুন – JioPhone Prima 2 4G: মাত্র ২৭৯৯ টাকায় জিওর নতুন ফোন নিয়ে নিন, সংস্থা নয়া সুযোগ দিচ্ছে জানেন?
সবথেকে বড় ব্যাপার হচ্ছে শুধু তরুন প্রজন্ম নয় মধ্যবয়স্ক ব্যক্তিরাও সচ্ছন্দে এই বাইক চালাতে পারবেন। এতে ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরামদায়ক সিটের সুবিধা রয়েছে। যদি লং ড্রাইভের প্ল্যানিং থাকে তাহলে এই বাইকের মতো আরাম আর অন্য কোন গাড়িতে পাবেন না। প্রযুক্তি যথাযথ ব্যবহার এবং দুর্ধর্ষ নেটওয়ার্ক বাজাজ ফ্রিডমের অন্যতম বৈশিষ্ট। বুঝতেই পারছেন গ্রাহকদের আকর্ষণ করার সব রসদ এর মধ্যে মজুদ আছে।
আরো পড়ুন – Dream of death in sleep: ঘুমের মধ্যে মৃত্যুর স্বপ্ন দেখছেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে?
আমরা কোন প্রতিবেদনের মাধ্যমেই বিশেষ বিজ্ঞাপনী প্রচার করতে চাই না। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই মুহূর্তে বাজারে কোন কোন জিনিস ট্রেন্ডিং এবং সেটার কতটা গ্রহণযোগ্যতা তার বিস্তারিত তথ্য পরিবেশন করি। প্রতিবেদনের ভিত্তিতে কোন কিছু কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি নেবেন না।
নিজের সবটা যাচাই করে তারপর বাইক বা গাড়ি এই ধরনের জিনিসে টাকা ইনভেস্ট করবেন। আর অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে ট্রাফিক নিয়ম মেনে চলা আবশ্যক। এতে আপনি, আপনার পরিবার এবং অন্যান্যরাও সুরক্ষিত থাকবে।।