SearchGPT: চিন্তা বাড়ছে গুগলের! একচেটি আধিপত্য কমার আশঙ্কা, কিন্তু কেন?
আজকালকার দিনে মানুষ কোন কিছু খোঁজার প্রয়োজন হলে ডিকশনারি দেখে কম আর মোবাইলে গুগল (google) সার্চ করে বেশি। বানান সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বিষয় বলে নয় সাধারণ জ্ঞানের জন্য বইয়ের দোকানে ভিড় কম আর ইন্টারনেট দুনিয়ায় ভিড় বেশি।
‘সার্চ ইঞ্জিন হিসেবে google এর জনপ্রিয়তা‘ যে কতটা সেটা আর বলে বোঝানোর প্রয়োজন হয় না। পরিসংখ্যান বলছে ইন্টারনেট ইউজারদের মধ্যে ৯১ শতাংশই গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিন্তু এই যে একাধিকত্ব এটা থাকবে তো? ইতি মধ্যেই আশঙ্কায় গুগল কর্তারা।
কারণ বাজারে আসছে নতুন এআই সার্চ ইঞ্জিন। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স‘ এর উপর মানুষের নির্ভরযোগ্যতা যে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে সেটা কিন্তু হাতেনাতে প্রমাণ মিলেছে। তাই এবার রমরমা কমার আশঙ্কা করছে গুগল কর্তৃপক্ষ।
নতুন সার্চ ইঞ্জিন গুগলকে টেক্কা দিতে পারবে কিনা সেটা অনেক পরের কথা। কিন্তু মাথায় রাখতে হবে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন প্রায় নেই। ঠিক এই ব্যাপারটা মাথায় রেখেই এবার শূন্যস্থান পূরণ করছে ‘ওপেন AI‘. সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী চ্যাটজিপিটির আদলে তাঁরা লঞ্চ করতে চলেছে নতুন সার্চ ইঞ্জিন, ‘সার্চজিপিটি‘ (SearchGPT search engine)।
এই বৈপ্লবিক কান্ডটি যারা ঘটিয়েছেন সেই প্রস্তুতকারক সংস্থার দাবি এই সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে রিয়েল টাইম ডেটা দেখানো হবে। ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান তাঁর সমাজমাধ্যমে এ সংক্রান্ত কিছু আপডেট দিয়েছেন।
তিনি জানিয়েছেন নেট ব্যবহারকারীরা কিছু সার্চ করলে, তাঁকে সাইটের লিঙ্ক সহ সংক্ষিপ্ত বিবরণ দেবে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে ইউজার নিজের প্রশ্ন রাখতে পারবেন। সার্চজিপিটি এরপর নিজের কাজ করবে অর্থাৎ তার কাছে আসা প্রশ্ন অনুযায়ী তথ্য তুলে ধরবে ইউজারের কাছে।
ব্যাপারটা শুনে যতটা এক্সাইটিং লাগছে ব্যবহার করা যে আরো অনেক বেশি রোমাঞ্চকর হবে তা তো বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিষেবা মিলবে কবে থেকে? শোনা যাচ্ছে আপাতত সার্চ ইঞ্জিনটি পরীক্ষামূলক স্টেজে রয়েছে। তবে নিয়মমাফিক ফিডব্যাক নেওয়ার জন্য এই মুহূর্তে অল্প সংখ্যক কিছু ইউজার এবং পাবলিশার্সদের জন্য এটি চালু হয়েছে।
আরো পড়ুন – Mobile Network: কাজের সময় যখন তখন মোবাইলের নেটওয়ার্ক উড়ে যাওয়া সমস্যার সমাধান
আপনি কোন কিছু জনমানসে নিয়ে আসার আগে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তার কার্যপদ্ধতি সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার হয়। এ ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে। এই সার্চ ইঞ্জিন থেকে প্রয়োজনে সরাসরি ‘চ্যাটজিপিটিতেও‘ যাওয়া যাবে। তবে সেই ফিচারস আপলোড করতেও কিছুটা সময় লাগবে। এর আগে ২০২২ সালে ওপেন এআই চ্যাটজিপিটি বাজারে এনে সারা ফেলে দিয়েছিল (SearchGPT is a prototype of new AI search features)।
আরো পড়ুন – ভাইরাল উরফি জাভেদের জীবনযাত্রা নিয়ে কৌতুহল আছে? কত টাকা উপার্জন করেন মডেল?
গুগল তখন বাজারে এনেছিল জেমিনি। চ্যাট বটের লড়াই জোরদার হয়েছিল। এবার যুদ্ধ সার্চ ইঞ্জিনের সঙ্গে। পিছিয়ে নেই google নিজেও। ক’দিন আগে ‘এ আই ওভারভিউ‘ নামে নামক এক ফিচার নিজেদের সার্চ ইঞ্জিনে যোগ করেছে এই সংস্থা। যদিও টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল সার্চের থেকে তাড়াতাড়ি এবং যথাযথ সার্চ রেজাল্ট পাওয়া যেতে পারে সার্চজিপিটিতে।
এই পরিষেবায় যে সোর্স থেকে তথ্য নেওয়া হচ্ছে তার লিংক সহজে পাওয়া যাবে যার নিয়ন্ত্রিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা। সব ঠিকঠাক থাকলে দ্রুত ভারতের বাজারেও এই সার্চ ইঞ্জিন উপলব্ধ হবে।