Breaking Bharat: আপনার বাড়িতে কি বিয়ে করার নির্দিষ্ট কোন নিয়ম আছে? বড়দের বিয়ে হচ্ছে না বলে ছোটরা চাইলেও বিয়ে করতে পারছে না এরকম সমস্যা হয়েছে কি?
আজকালকার জীবন অনেক বেশি করে সমস্যা বহুল। জীবনে একটা না একটা প্রবলেম প্রত্যেকের লেগেই আছে। হাজার চাইলেও এগুলো থেকে বেরিয়ে আসা যায় না। একটা শেষ হতে না হতেই আর একটা শুরু হয়ে যায়। এবার ভাবুন যদি আপনার জীবনে ঠিক একই ঘটনা ঘটে তাহলে স্বস্তি বা রিলাক্স শব্দটার সঙ্গে আপনারও পরিচয় নেই (What is the reason I am not getting married?)।
সেখানে দাঁড়িয়ে উটকো একটা ঝামেলা নিজের ঘাড়ে নিতে চাইবেন কি? আজকের প্রতিবেদনের বিষয়বস্তুর দিকে নজর দিন তাহলেই বুঝবেন কী বিড়ম্বনা ! মনটা চাইছে বিয়ে করতে কিন্তু বাড়ির লোক চাইছে না মানে ভাবছেই না এই অবস্থাটা কী কঠিন যার হয় সেই একমাত্র বোঝে।
প্রত্যেক বাঙালি বাড়িতে ছোটবেলা থেকে ভাই বোনেরা একসঙ্গে বড় হয়। যৌথ পরিবারের সাধারণত এমনটাই হয়ে থাকে। এইসব ক্ষেত্রে আবার একাধিক নিয়ম আছে যেমন বড় বোন বা বড় ভাই সে সবকিছু আগে পাবে তারপর মেজো তারপর ছোট। এভাবেই এক এক রকমের নিয়মের মধ্যে দিয়ে এক একটা সংস্কার তৈরি হয়। কিন্তু ঝামেলা বাদে কোন জিনিস পাওয়া নিয়ে।
ছোটবেলায় এগুলো খুনসুটি হলেও বড় বেলায় অনেক সময় বড় সমস্যা তৈরি করে বিশেষ করে ব্যাপারটা যদি বিয়ের মত ‘ সিরিয়াস’ হয়। আসলে বিয়ে এমন একটা জিনিস যেটা আগে থেকে বিধাতা ঠিক করে রাখেন বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন অর্থাৎ সময়ের আগেই সেটা কোনমতেই হয় না। কিন্তু কার কখন সময় আসবে সেটা আপনি বুঝবেন কী করে?
ধরুন বাড়ির বড় মেয়ের বিয়ে হয়নি অথচ ছোট ভাই বিয়ে করতে চায়। এখন উপায়? এমনিতেই মেয়ে মানেই পরের বাড়ির সম্পত্তি। আজও এই ভাবেই মেয়েদেরকে তকমা দেয়া হয় কারণ ভাবনাটা পুরোপুরি বদলাইনি। সুতরাং মেয়ের বিয়ে না হয়ে ছোট ছেলের বিয়ে হয়ে যাবে এটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা কোন ভাবে মেনে নিতে পারেন না। বেচারা ছোট ভাই পড়ে যায় বিপদে।
আমরা বলি কি সবকিছুর একটা সময় আছে বলে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে বিধাতার ইঙ্গিত গুলোকেও চিনতে এবং জানতে শিখতে হবে। আপনার বাড়ির মেয়ের বিয়ে হয়নি বা হচ্ছে না বা পরে হবে বা হবে না, পরিস্থিতিতে যাই হোক না কেন, ছেলে যদি বিয়ে করতে চায় তাতে ক্ষতি কী? সেও তো আপনার সন্তান তাহলে তাকে তার খুশি থেকে বঞ্চিত করার মত কঠিন সিদ্ধান্ত কেন নিচ্ছেন?
এরকম কোথাও লেখা নেই যে বড় বোনের বিয়ে না হলে ছোট ভাই বিয়ে করতে পারবে না। এইগুলো সব সমাজের তৈরি করা নিয়ম আর কিচ্ছু নয় । এর কোনও যুক্তি বা ভিত্তি কিছুই নেই। আপনাকে মনে রাখতে হবে প্রতিটা মানুষের নিজের জীবন বাঁচার অধিকার আছে এবং সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করাটা উচিত নয়। ছোট ভাই যদি বিয়ে করে ভালো থাকতে চাই তাহলে অসুবিধা কোথায়?
সমাজ কী বলবে এটা ভেবে দেখতে গেলে আপনি অনেক কিছুই করতে পারবেন না ।তাই নিজের কথা নিজের সন্তানের কথা ভাবুন,সমাজের কথা নয়। সন্তানদের দায়িত্ব থাকে বাবা-মার ইচ্ছে ,স্বপ্ন পূরণ করার । নিজের সন্তানকে তেমন শিক্ষাই দিন যাতে নিজের লক্ষ্য থেকে সে সরে না যায়।
আপনার কাজ এটাই, ব্যাস এরপর ঠিক ভুল বিচার করার ক্ষমতা যদি তার এসে যায় তাহলে দেখবেন আপনার সন্তান যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু পরিবারের জন্য মঙ্গলজনক হবে। অন্যের জন্য অন্যের কথা ভেবে নিজেদের ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলোকে নষ্ট করবেন না । সকলকে নিয়ে আনন্দে বাঁচুন, পরিবারকে নিয়ে হেসে খেলে জীবন উপভোগ করুন।