Breaking Bharat: আপনার কি ব্র্যান্ড নিয়ে একটু বেশি মাতামাতি আছে? বেশি দাম দিয়ে হলেও ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে ভালোবাসেন? এই প্রতিবেদন রইল আপনার জন্য!
একজন মানুষের একেক রকমের শখ থাকে। কেউ ভালোবাসেন দেশ-বিদেশ ঘুরতে কেউ বা আবার জমিয়ে খাওয়া দাওয়া করতে। পয়সা খরচ কিন্তু কম বেশি সকলেই করেন শুধু কারণ আলাদা আলাদা হয়। যার যেটা পছন্দ নয় তার সেটাকে অহেতুক খরচ বলে মনে হয়। কিছু মানুষ আছেন যারা পোষাক পরিচ্ছদে অনেকটা টাকা খরচ করেন।
মানুষের পছন্দের ব্র্যান্ড:
আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব তার সঙ্গে এই সব ‘মানুষের পছন্দের ব্র্যান্ড‘ জড়িয়ে আছে। কারণ পছন্দ আলাদা আলাদা হতে পারে কিন্তু ব্র্যান্ডেড জিনিস নিয়ে প্রায় অর্ধেক মানুষই সহমত পোষণ করেন।
কিন্তু সমস্যা হচ্ছে ‘ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার‘ করা ভালো এবং সেগুলো ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে এটা যেমন সত্যি, ঠিক তার পাশাপাশি এটাও সত্যি যে এই ধরনের জিনিসে সেটা খাবার হোক বা পোশাক, মূল্য কিন্তু অনেকটা বেশি। একবারও ভেবে দেখেছেন কেন এমনটা হয়?
দামি ব্র্যান্ডের জামাকাপড়:
আমরা যখন কোন জিনিস কিনি তখন মূলত তার কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোর দিকেই নজর যায় আমাদের। ভালো জিনিস ব্যবহার করতে প্রত্যেকেই চান। পাশাপাশি সেটা কতটা পকেট ফ্রেন্ডলি সেই দিকেও নজর দেওয়াটা দরকার। যেমন অনেকে আছেন ‘দামি ব্র্যান্ডের জামাকাপড়‘ কম কিনেন কিন্তু যখন কেনেন সেই ব্র্যান্ডকেই মাথায় রাখেন।
খাবারের ক্ষেত্রেও এমনটা হতে পারে অর্থাৎ যে ব্র্যান্ডের যে খাবার পছন্দ, হয়তো দাম বেশি হওয়ার জন্য সেটা বেশি পরিমাণে নেওয়া গেল না। কিন্তু যতটুকু নেওয়া গেল সেটা ওই ব্র্যান্ডেরই কিনতে হল। কিন্তু এত বেশি দাম কেন হয় অর্থাৎ সাধারণ প্রোডাক্ট এর থেকে ‘ব্রান্ডেড প্রোডাক্টের দাম বেশি‘ হওয়ার পেছনে আসল যুক্তি বা উদ্দেশ্য কী?
ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হয়তো একটু ব্যবসায়িক দিক থেকে চিন্তাভাবনা করা দরকার। একটা ব্র্যান্ড যখন খ্যাতি বা সুনাম অর্জন করে যায় তখন তার একটা মার্কেট ভ্যালু তৈরি হয়। এটা মূলত নির্ভর করে সেই ব্র্যান্ডের জনপ্রিয়তা এবং চাহিদার উপরে। যেটা অবশ্যই আপনার আমার মত সাধারন মানুষ ঠিক করে।
আরো পড়ুন – চাহিদা বাড়ছে বিটকয়েনের, বিষয়টা আসলে কী?
এবার মার্কেট দর কিন্তু ‘ব্র্যান্ডেড প্রোডাক্টের সঙ্গে যুক্ত‘ হয়ে যায় তাই খুব স্বাভাবিকভাবেই হিসেবটা বেড়ে যায়। এর সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে কোন বড় ব্র্যান্ড বড় বড় জায়গায় বিক্রি হয়। মানে এটা একটা স্টিরিও টাইপ ভাবনা বলতে পারেন, যে ভালো জায়গায় বিক্রি হচ্ছে মানে সেখানে ভালো জিনিস পাওয়া যাবে।
আরো পড়ুন – ভালোবাসার চিহ্ন হিসেবে বিশেষ ইমোজিটা কেন ব্যবহার করা হয় বলুন তো?
একটু লক্ষ্য করে দেখবেন ‘ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো‘ সবসময় সুন্দর দোকানে বা শো-রুমে পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দামটা একটু বেশিই থাকে। নাহলে বিক্রেতাদের লাভের অংশ বলে কিছুই থাকবে না। এমনটা নয় যে ওই জিনিস আপনি বাইরে বা অন্য কোথাও পাবেন না কিন্তু যেহেতু একটা সুনাম তৈরি হয়ে গেছে তাই সেটার প্রতি মানুষের বিশ্বাস যোগ্যতা অনেক বেশি হয়।
আরো পড়ুন – নারী চরিত্র সত্যিই কি জটিল? একা পুরুষ কি হিমশিম খায় স্ত্রী আর মাকে সামলাতে?
এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ডিং থেকে প্যাকেজিং এমনকি বিজ্ঞাপন সবকিছুতেই অনেক বেশি টাকা খরচ করতে হয়। তাই সেই টাকা উসুল করে নেওয়ার জন্য এই প্রোডাক্টের দাম একটু বেশিই রাখেন নির্মাতারা।
তবে আমরা বলি কি, ভালো ব্র্যান্ড ভালো জিনিস দিতে দায়বদ্ধ ,এটা তারা ব্যবসার স্বার্থেই করে থাকে সেটা নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু শুধুমাত্র একমুখী হয়ে থাকবেন না ।এমন অনেক মানুষ আছেন যাদের হয়তো বড় দোকানে নিজেদের জিনিস সাজিয়ে বিক্রি করার ক্ষমতা নেই কিন্তু জিনিসের গুণগত মান বেশ ভালো। তাদের একটু সুযোগ দিলে তারাও বড় হতে পারে। সেই বিষয়টাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে রাখা দরকার।