Breaking Bharat: মুখ দিয়ে লালা ঝরা কি অসুখের ইঙ্গিত? কী বলছেন চিকিৎসকেরা? ঘুমের মধ্যে লালা ঝরা দূর করার সহজ সমাধান
মানুষ মাত্রই শরীর নিয়ে একাধিক সমস্যা । কখনো সেই সমস্যা এত বেশি করে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে দিন রাত এক করে ভাবতে থাকলেও কূল কিনারা মেলে না। আবার কিছু সমস্যা এমন হয় যেগুলো সম্পর্কে আগে থেকে ভাবনা চিন্তা না করার মাশুল গুনতে হয়। সেইরকম এক বিষয় নিয়ে আজ কথা।
ঘুমের সময়ে মুখ থেকে লালা পড়ে?
এটা শুনতে খুব সাধারণ মনে হলেও কম বেশি অনেকের মধ্যেই এই সমস্যা দেখা যায়। ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পড়ে অনেকের। ঘুমের মধ্যে অবিরাম লালা ঝরতে থাকা টা কী বড় কোনো অসুখের ইঙ্গিত? এই নিয়েই বিস্তারিত জানাব আপনাদের।
এই সমস্যা শিশুদের বলে পরিচিত হলেও বড়দের এই রোগ একেবারেই হয় না এমনটা নয়। এর জন্য লজ্জা পাবেন না, অনেক সময় দেখা যায় নার্ভের সমস্যা থেকে এই ধরণের পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি হয়তো সেটা আগে থেকে জানতেই পারেন না। আসলে চিকিৎসকেরা বলেন ‘মুখের মধ্যে থাকা অতিরিক্ত লালা‘ অনেক সময় ঘুমের মধ্যে বেরিয়ে আসে (Can drooling be caused by stress?)।
ঘুমের মধ্যে লালা ঝরে কেন?
এটা তে লজ্জা পাওয়ার কিছু নেই। বিজ্ঞান বলে ঘুমানোর সময় খাবার বা তরল কিছু গলানোর জন্য দায়ী পেশিগুলো দেহের অন্যান্য পেশির মতোই নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যার ফলে মুখের এদিক ওদিক থেকে লালা বেরিয়ে আসতে পারে। যেহেতু পেশি এই সময় সক্রিয় থাকে না তাই এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় না।
আরো পড়ুন – ভাত প্রেমী মানুষ কি পাতে কাঁচা পেঁয়াজ রাখতে পছন্দ করেন? অভ্যাস টা ভাল না খারাপ?
অবশ্য এই স্বাভাবিক প্রক্রিয়া অনেক সময় অনেক অস্বাভাবিক অবস্থার জন্ম দেয়। স্নায়ুগত সমস্যা তো আছেই এছাড়াও অন্যান্য স্বাস্থ্য জনিত সমস্যার কারণেও অনেকের এই রোগ দেখা যায়। ডাক্তাররা বলছেন স্ট্রোক, সেরিব্রাল পালসি কিংবা মাল্টিপল স্কেলেরোসিস রোগে আক্রান্ত হলে ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরতে পারে।
আরো পড়ুন – আপনি কি ‘ফিলোফোবিয়া’ রোগে আক্রান্ত? প্রেম করতে ভয় পাচ্ছেন?
খুব বেশি সর্দি হলে বা সাইনাসের সমস্যা থাকলে কিন্তু এরকম ঘটনা ঘটে। আবে ধর ুন জন্মগত কোন ত্রুটি যেমন যাদের নাসারন্দ্র জন্মগত কারণেই স্বাভাবিকের চেয়ে সরু, তাদের লালা ঝরার সমস্যা থাকে। আপনি যদি ঘুমের মধ্যে মুখ খুলে শ্বাস নেন মানে হা করে ঘুমান তাহলে লালা ঝরবে।
আরো পড়ুন – বিয়ে করতে চাইছেন? স্ত্রী হিসেবেই কাশ্মীরি মহিলাই কি আপনার প্রথম পছন্দ?
চিত হয়ে থাকলে লালা ঝরার সম্ভাবনা কম কিন্তু উপুর হয়ে বা এপাশ-ওপাশ করে শুয়ে থাকলে লালা ঝরতে দেখা যায়। গ্যাস্ট্রোইনটেস্টিনাল রিফ্লাক্স ডিসঅর্ডার জনিত কোন সমস্যা থাকলে খাবার গিলতে অসুবিধা হতে পারে। তখনো এই সমস্যা হয়। তাই আগে থেকে বলা মুশকিল কোন কারনের জন্য আপনার সঙ্গে এই ঘটনা ঘটছে তাই প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।