Breaking Bharat: বাঁচতে গেলে টাকা লাগে, কিন্তু টাকা দিয়ে কি জীবনে সবকিছু অর্জন করা সম্ভব? টাকাই কি মানুষের জীবনের সব? জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয়
ডিজিটাল যুগে দাঁড়িয়ে, মিলেনিয়ামের এতগুলো বছর পেরিয়ে শিরোনামের প্রশ্নটা একটু বোকা বোকা মনে হল কি? হতেই পারে, একেক জন মানুষের চিন্তা ভাবনা একেক রকম। কিন্তু সার্বিকভাবে সমাজের মূল্যায়নে যে ঘটনা বা অঘটন গুলো ঘটছে সেগুলোই নানাভাবে প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করি আমরা।
আজকে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা হবে। কারণ টাকা ছাড়া বাছা অসম্ভব এটা সকলেই জানে। তাইতো প্রত্যেকটা মুহূর্তে টাকার পেছনে ছুটে চলা । কিন্তু টাকা কি পারে সব অসম্ভবকে সম্ভব করতে? এ প্রশ্নের উত্তর জানেন কজন?
টাকা থাকলেই কি সুখি হওয়া যায়?
সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ চোখ খোলা থেকে চোখ বন্ধ করা পর্যন্ত মানুষের একটাই চাহিদা আরো টাকা। চাহিদাটা একেবারেই অবাস্তব নয় এবং ভীষণভাবে সমাজ আর পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকার প্রয়োজন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমিয়ে পড়া পর্যন্ত টাকা উপার্জনের চেষ্টা, কাজের শুরু থেকে কাজের শেষ পর্যন্ত টাকার সন্ধান – এভাবেই দিন মাস বছর ঘুরে যায় মানুষ ছোট থেকে বড় হয়ে বৃদ্ধ হয়ে যায় তবুও টাকা দিয়ে জীবনে সব আনন্দ পাওয়া সম্ভব হয় না।
জীবনে টাকার গুরুত্ব:
আপনি হয়তো ভাববেন এই কথাগুলো এখনকার যুগে ভীষণ বোরিং। অনেকক্ষণ হয়তো ভাবছেন নিছক জ্ঞান দেওয়ার জন্যই প্রতিবেদন লিখেছি আমরা। কিন্তু বিশ্বাস করুন আধুনিক বিজ্ঞানের মনস্তাত্ত্বিক জগত বলছে টাকার নেশা যে কতটা সর্বনাশা তার ফল ভোগ করতে শুরু করেছি আপনি, আমি প্রত্যেকেই।
মা-বাবাকে ভালো রাখতে টাকার প্রয়োজন কিন্তু মা-বাবাকে একটা ভালো সময় উপহার দিতে আপনার প্রয়োজন। অর্থ উপার্জন করে ব্যাংক ট্রান্সফার করে মা-বাবাকে টাকা পাঠিয়ে দিলেও কিন্তু আপনার অভাবটা পূরণ হয় না। রোজগার তো করতেই হবে, বেঁচে থাকতে হবে, খাবারের সন্ধান করতে হবে।
কিন্তু যতটা প্রয়োজন ততটাই করুন তার বেশি করতে গিয়ে জীবনের মূল্যবান মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছেন না তো? একটা ভেবে দেখুন টাকা দিয়ে দামী বিছানা কিনলেও ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে চারটি লোক ভাড়া করেও স্নেহ কিনতে পারবেন না। টাকা ছড়িয়ে প্রশংসা অর্জন করতে পারেন কিন্তু সম্মানিতা হওয়ার আত্মগর্ব অনুভব করতে অক্ষম হবেন।
আরো পড়ুন – বিয়ের পর বউয়ের সঙ্গে নিত্যদিনের অশান্তি? স্বামী স্ত্রীর ঝগড়া দূর করার উপায়
জানেন একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব একটা বেশি কিছু প্রয়োজন হয় না। জীবনে ভাত আর বিরিয়ানির পার্থক্যটা বোঝা দরকার। কোনটা প্রয়োজনীয়তা আর কোনটা বিলাসিতা, এর মধ্যে ফারাক করতে না পারলে একেবারে নিঃসঙ্গ হয়ে যাবে জীবন। নিজের সবথেকে কাছের মানুষটা যখন চলে যাবে তখন হাজার টাকা খরচ করেও তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না।
আরো পড়ুন – বিয়ে করতে চাইছেন? স্ত্রী হিসেবেই কাশ্মীরি মহিলাই কি আপনার প্রথম পছন্দ?
জন্মদাত্রীকে যখন নিজের হাতে পুড়িয়ে গঙ্গার জলে যখন তাঁর চিতা ভস্ম দিয়ে আসবেন, হাজার টাকা খরচ করেও সেই মানুষটাকে আর সশরীরে জড়িয়ে ধরতে পারবেন না। হ্যাঁ প্রিয়জনকে ভালো রাখার জন্য টাকার প্রয়োজনীয়তা আছে। ভালো খাবার জন্য, ভালো পোশাক উপহার দেবার, জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজনীয়তা আছে।
আরো পড়ুন – জামাই নম্বর ওয়ান! বিয়ের সিজনে হিট জামাই ঠিক কেমন হয় বলুন তো?
কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করুন তার বেশি করতে গেলে প্রয়োজনীয় সময়টুকুকে বিসর্জন দিয়ে ফেলবেন অজান্তেই। মনে রাখবেন অনুভূতি কখনো মূল্য দিয়ে কেনা যায় না। আদর , ভালোবাসা ,স্নেহ, টান এগুলো টাকা দিয়ে বিচার করা যায়নি আর ভবিষ্যতেও যাবে না। এই সেই চেষ্টা না করাই শ্রেয়। প্রত্যেকটা মুহূর্তে প্রাণ ভরে বাঁচুন আর প্রিয়জনকে বাঁচান। ভালো সময় কাটাবার জন্য সময় খুঁজুন, টাকার পিছনে দৌড়ে অযথা সময় নষ্ট করবেন না।