Breaking Bharat: জীবনে কখনো চরম বিপদে পড়েছেন? ঠিক কী করা উচিত সেই সময় বলতে পারেন?
বিপদ কখনো আগে থেকে জানিয়ে আসেনা। আপনাকে বুঝতে হবে যে যেকোনো রকমের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার মত ক্ষমতা আপনার আছে। ঈশ্বরের কাছে একটা প্রার্থনা প্রতি মুহূর্তে করার কথা ধর্ম বিশ্লেষকরা বলে থাকেন। সেটা কী বলুন তো?
“বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” । আসলে ঈশ্বরের কাছে তো মানুষ আশ্রয় খোঁজে তাই বিপদের সময় সবার আগে তার দ্বারস্থ হতে হয় আমাদের। ঠাকুর ‘লোকনাথ ব্রহ্মচারী‘র অভয় বাণী নিশ্চয়ই সকলেই জানেন। তিনি বলে গেছেন,
” রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।” জীবনের চরম বিপদের মুহূর্তে কি এইসব কথা মাথায় থাকে?
এটা এমন একটা প্রতিবেদন আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপিত করতে চলেছি যেখানে সব থেকে বড় বিষয় হল আপনার মাথা ঠিক কী ভাবে কাজ করে সেই সম্পর্কে অবগত থাকা। কারণ যে কোনো পরিস্থিতির সামাল দেবার জন্য কোন কোন কাজ করা উচিত বা উচিত নয় এই হিসাবটা কিন্তু একমাত্র মাথা থেকেই করা দরকার।
মনে রাখবেন পরিস্থিতি যাই হোক না কেন সেটা কখনোই হাতের বাইরে চলে যেতে পারে না যদি আগে থেকে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিবেদনের শুরুতেই বলে দেয়া হয়েছে বিপদ কখনো আগে থেকে নোটিশ দিয়ে আপনার কাছে আসবে না। সেটা স্বাস্থ্য জনিত বিপদ হতে পারে সম্পত্তি জনিত বিপদ হতে পারে ।
যেকোনো ধরনের আঘাত নিঃসন্দেহে বেদনাদায়ক এবং ক্ষতিকর সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মনে রাখতে হবে যে কোন বিপদে নিজেকে আগে ঠান্ডা রাখতে হয় অর্থাৎ মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করার মত জায়গায় নিজেকে নিয়ে যেতে হয়। আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব তাই সমাজের নানা মানুষ নানা রকমের পরামর্শ আমাদেরকে সবসময় দিয়ে থাকেন।
আমাদের বিপদের সময়ও অনেক মানুষ আসেন যারা সত্যিই আমাদের ভালো চান আবার অনেকে আসেন আমরা কতটা বিপদে পড়েছি সেটা যাচাই করে নেওয়ার জন্য। আপনি যখন কোন ধরনের বিপদে সম্মুখীন হয়েছেন তখন এই সব কিছু বিচার বা বিশ্লেষণ করার মত জায়গায় আপনি থাকবেন না, এটা খুব স্বাভাবিক। তাই আপনার শুভাকাঙ্ক্ষী কারা তাদেরকে প্রথমে চিনতে শিখুন।
আরো পড়ুন – রাস্তা থেকে কখনো টাকা কুড়িয়ে পেয়েছেন?এই অবস্থায় কী করা উচিত আপনার?
ঠিক কোন ধরনের বা কেমন ধরনের মতামত বা আলোচনা আপনাকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা করা দরকার। যত সম্ভব কথা কম বলুন অযথা বেশি কথা বলে নিজের প্ল্যানিং বাইরের লোককে জানাবার দরকার নেই।
আরো পড়ুন – রোজগারের টাকা সঞ্চয় হচ্ছে কি? ভেবে দেখুন না বিপদ বাড়বে আপনার!
যদি দেখেন প্রিয় বন্ধুর সঙ্গে আলোচনা করলে একটু হালকা লাগছে তাহলে সেটা করুন কিন্তু মাথায় রাখবেন রাগ করে জেদ করে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেটা পরবর্তীকালে আপনাকে অনেক বড় একটা ভুলের দিকে নিয়ে যেতে পারে। এই বিষয়ে বলা দরকার বিপদ যখন আসে তখন সবার আগে ধৈর্য ধরে কাজ করা দরকার। ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সবটা অনুধাবন করে তারপর যেকোনো সিদ্ধান্ত নিন। অযথা তাড়াহুড়ো করে বিপদ আর বাড়াবেন না।
আরো পড়ুন মেয়েদের জামা ডিজাইন! মেয়েদের পোশাকে বিশেষ ধরণের পকেট সিস্টেম থাকে জানেন?
সবশেষে বলি আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী মানুষ হন তাহলে আপনার আরাধ্য দেবতাকে অবশ্যই স্মরণ করুন। এটা বিজ্ঞানসম্মত যুক্তি হল এর মাধ্যমে আপনি মানসিক জোর পাবেন । যে কোন বিপদ মানেই অসহায় অবস্থা তৈরি হওয়া, এই সময়ে আপনার যদি মনে হয় এক শক্তি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে তাহলে সেটা মানসিকভাবে আপনাকে অনেকটা স্বস্তি দেবে আর আপনি সহজেই বিপদ কাটিয়ে উঠতে পারবেন বলেই আমাদের বিশ্বাস।