Breaking Bharat: নিজে নিজেকে সম্মান না দিলে, বাকি পৃথিবী কি গুরুত্ব দেয়? মানুষ নিজের পরিছয়ে নিজে বড় হয়। দিন যায় সময় বদলায় আর তার সঙ্গে পাল্টাতে থাকে মানসিকতা। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যেটা দাঁড়ায় তা হল মানসিকতা। মানুষ সেই জোরেই নিজেকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পারে।
কিন্তু এর জন্য তো নিজের আয়নায় সরাসরি চোখ রেখে নিজেকে চিনতে হবে, সেটাই সবার আগে দরকারি। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া দরকার যেখানে কেউ আপনার দিকে আঙুল তুলতে গেলেও দুবার ভাববে। আর আপনার কথা শোনার জন্য মুখিয়ে থাকবে। সেটা যদি না হয় তাহলে স্পষ্ট বুঝবেন নিজেকে অজান্তেই সস্তা বানিয়ে ফেলেছেন আপনি।
এই পৃথিবীতে একেকজন মানুষ একেক রকমের হন। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। শুধু সেগুলো খুঁজে বের করে তার সঠিক অনুধাবন একান্ত প্রয়োজনীয়। ধরুন আপনার কাজ , কথা অন্যান্যদের ভাল রাখছে, তারা আকর্ষিত হচ্ছেন আপনার প্রতি তাহলে সেই স্পার্ক অবশ্যই আপনার কাজে লাগান উচিত।
আরো পড়ুন – বিয়ে মানেই কি পাত্র পক্ষের দাবি পূরণ? টাকা, সোনা, আসবাব আর কত দেবে কন্যা পক্ষ?
কিন্তু সেই ম্যাজিক যদি ভ্যানিশ হয়ে যায়, মানে এই কর্মকাণ্ড যদি আর চমক তৈরি করতে না পারে তাহলে কিন্তু নিজের গুরুত্ব হারাচ্ছেন আপনি। সহজ থাকুন কিন্তু কোনও ভাবেই সহজ লভ্য হয়ে যাবেন না। মনে রাখবেন আপনার নিজের সময়ের মূল্য যদি নিজে দিতে না পারেন তাহলে অন্য মানুষ কোনদিনই আপনার সময়ের মূল্য দেবে না।
আরো পড়ুন – বিয়ে মানেই কি পাত্র পক্ষের দাবি পূরণ? টাকা, সোনা, আসবাব আর কত দেবে কন্যা পক্ষ?
তাই নিজের ডাকে নিজে সাড়া দিন। প্রয়োজনে মানুষের পাশে থাকুন কিন্তু যখন তখন ডাকলেই সেই ডাকে সাড়া দিতে থাকলে সাধারণ মানুষ আপনার ভেতরে লুকিয়ে থাকা আসল মানুষকে ভুল ভাবে চিনবেন। আর এই সব কিছুর ফল হিসেবে আপনাকে সবথেকে বেশি করে ব্যবহার করবেন সকলে।
আরো পড়ুন – Hero Alom: হিরো না হয়েও কী করে জনপ্রিয়তার শীর্ষে হিরো আলম?
কিছু মানুষ আছেন যারা মানুষের থেকে কিছু আদায় করার জন্য নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিতেও পারেন। তাদের কথা একদম শুনবেন না। মানুষের প্রয়োজনে পাশে থাকুন কিন্তু নিজের সম্মান নিজের কাছে বজায় রাখুন। অযথা নিজেকে খেলো করে দেবেন না।
আপনার শিক্ষা আপনাকে বিনয়ী আর নম্র হতে শিখিয়েছে। কিন্তু সেটা আপনার দুর্বলতা নয়, আর খেয়াল রাখুন যেন কেউ তার সুযোগ না নেয়।