Breaking Bharat: পড়াশোনায় ভালো নম্বর পেলেই কি শিক্ষিত বলা যায়? অশিক্ষিত মানুষ চেনা কতটা কঠিন? আর ঠিক এই শব্দ অর্থাৎ এই ব্যবহার শব্দটার মধ্যে দিয়েই প্রকৃতপক্ষে শিক্ষিত আর অশিক্ষিতের ফারাকটা বুঝতে পারে সমাজ।
মন দিয়ে লেখাপড়া করে বড় হয়ে গাড়ি-ঘোড়া চড়ার স্বপ্ন দেখেন প্রত্যেকেই। কিন্তু পড়াশোনায় ডিগ্রি অর্জন করা আর অন্যদিকে দাঁড়িয়ে শিক্ষিত হওয়া এর মাঝে একটা সুক্ষ ফারাক আছে। একদিকে যেমন ভালো নম্বর পাবার কথা বলা হয় ঠিক তেমনি বলা হয় মানুষের ব্যবহারই তার পরিচয়।
অশিক্ষিত মানুষ চেনা কতটা কঠিন?
মানুষের বড় হওয়ার মধ্যে লুকিয়ে থাকে ভালো হওয়ার বীজ। আপনি ঠিক কোন বিচারধারার মধ্যে দিয়ে বড় হচ্ছেন সেটাই পরবর্তী জীবনে আপনি শিক্ষা পেয়েছেন কিনা নাকি পড়াশুনায় নম্বর পেয়েও অশিক্ষিত থেকে গেছেন তার হিসেবটা একেবারে পরিসংখ্যান দিয়ে তুলে ধরতে সক্ষম হয়।
‘মান এবং হুঁশ এই দুই থাকলে মানুষ‘, এমন কথাই বলে গেছেন পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ। কিন্তু প্রকৃতভাবে মানুষ হতে পারেন ক’জন তারপর তো শিক্ষিত হওয়া বা অশিক্ষিতের প্রশ্ন। মনে রাখতে হবে, ভালো পড়াশুনা করে পরীক্ষার খাতায় সেগুলো লিখে দিয়ে অনেকেই নম্বর পেতে পারেন।
কিন্তু মানসিকতার বড় হতে না পারলে শিক্ষা তার সঠিক মর্যাদা পায় না। গরিব মানুষের পাশে সাহায্য করা, ন্যায়-অন্যায়ের সঠিক বিচার করা এই সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শিক্ষা। একটা মানুষের একটা ঘটনায় প্রতিক্রিয়া দেয়ার মধ্যে বোঝা যায় তার ভেতরে শিক্ষার আলো কতটা পৌঁছেছে।
উদাহরণ দিয়ে যদি বলতে হয় তাহলে বলি ধর ুন কোথাও একটা পুজোর চাঁদার জন্য জোর জুলুম হচ্ছে। যিনি অশিক্ষিত তিনি কথার উপরে কেবল কথা বলে তর্ক ঝগড়া জুড়বেন। কিন্তু শিক্ষিত মানুষ যুক্তি দিয়ে গোটা ঘটনা বোঝার চেষ্টা করবেন। প্রকৃত শিক্ষিত মানুষ কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেন না আর সবকিছুকে ধৈর্য ধরে দেখে শুনে বুঝে তারপর প্রতিক্রিয়া দেন।
আরো পড়ুন – মারাত্মক বিপদ মাকড়সার জালে? কেন দূরে থাকতে বলা হয়?
যারা অশিক্ষিত মানুষ তাদের মধ্যে একটা সবজান্তা ভাব থাকে কিন্তু ভেতরটা ফাঁকা। এটা হয়তো এভাবে বলে বোঝানো সম্ভব নয় । কিন্তু আপনি যদি দুজন শিক্ষিত এবং অশিক্ষিত মানুষকে পাশাপাশি কোন একটা বিষয়ের উপর তাদের নিজের মত প্রকাশ করতে দেখেন তাহলে আপনার কাছে গোটা বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
আরো পড়ুন – সমাজের খারাপ দিকগুলো কতটা প্রভাবিত করে আপনার জীবনকে?
যদি ছোট্ট শব্দে বোঝাতে হয় তাহলে বলা যায় দুজনের মধ্যে মূল পার্থক্যটা চিন্তায় এবং দর্শনে। কাজের মধ্যে দিয়ে এটা সবার কাছে পরিষ্কার হয়ে যায়। একজন মানুষের শিক্ষার মানদন্ড কিন্তু পড়াশুনায় পরীক্ষায় পাওয়া নম্বর নয় ।
আরো পড়ুন – পুরুষেরা মহিলার পাশে থাকতে গেলে সমাজের কটাক্ষর শিকার হতে হয় কেন?
বরং এই সময়ে দাঁড়িয়ে চারপাশের জটিল স্রোতের মাঝে সরল ভাবে নির্ভুলভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে। ধর্ম নিয়ে জাত নিয়ে প্রত্যেকটা মুহূর্তেই যে হিংসার এত লড়াই এই সব কিছুর বিরুদ্ধে একটা প্রতিবাদী সত্তা শিক্ষিত মানুষের মধ্যেই জাগরিত হয় যারা স্বার্থপরতার বশবর্তী নয় (How difficult it is to know uneducated people)।
সবশেষে মনে রাখবেন অশিক্ষিত মানুষকে বোকা বানানো , বিপদে আর বিপথে চালিত করা সহজ। প্রকৃত শিক্ষিত মানুষ কে নয়। তাই সফল নয়, যোগ্য হওয়ার চেষ্টা করুন সাফল্য পায়ের সামনে এসে ধরা দেবে।