Breaking Bharat: বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক? মন কি উরু উরু? তাই বলে সব ছেড়ে বিবাহিত মহিলাদের সঙ্গে সময় কাটানো কেন পছন্দ আপনার? বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন সত্যি কি উচিত তালিকার মধ্যে পড়ে (Relationship with a married woman)?
জীবন মানেই তার প্রত্যেকটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করা। একজন মানুষ একেক রকম ভাবে জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। আপনি কি মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করতে আর সময় কাটাতে বেশ স্বচ্ছন্দ বোধ করেন?
তাহলে সবার আগে ঠিক করে জেনে নিন যার সঙ্গে ডেট করতে যাচ্ছেন তিনি বিবাহিত না অবিবাহিত। কারণ যদি দ্বিতীয় টা হয় তাহলে হয়তো খুব একটা সমস্যা হবে না। তবে যদি প্রথমটা হয় তাহলে আপনার কপালে চরম বিপদ নাচতে পারে।
বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন:
কথায় আছে পুরুষের মন প্রতিমুহূর্তেই এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকে। যদিও আমরা সকলের কথা বলছি না ব্যতিক্রম সব ক্ষেত্রে যেমন থাকে এই ক্ষেত্রেও নেই তেমনটা নয়। আবার এই বিষয়টার ভালো বা মন্দ দিক হিসেবেও নির্ণয় করা উচিত নয় তার কারণ একেক জনের কাছে একেকটা ঠিক, একেক রকমের ভাবে সত্যি হয়ে ওঠে।
তাই কে ঠিক আর কে ভুল কোন কাজটা করা উচিত আর কোনটা অনুচিত এই হিসেবটা সহজে মেলে না। তাই বলে বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন সত্যি কি উচিত তালিকার মধ্যে পড়ে?
পুরুষ যখন তখন যেকোন মেয়ের প্রেমে পড়ছেন?
দেখুন আমরা বলছি না কিন্তু বর্তমান সমাজের সম্পর্ক নিয়ে যারা প্রতি মুহূর্তে গবেষণা করেন সেই বিশেষজ্ঞরা এখনকার পুরুষদের সম্পর্কে এমন কিছু তথ্য দিচ্ছেন যাতে যে কোনো পুরুষকূল রেগে আগুন হয়ে যেতেই পারেন। বিশেষজ্ঞরা বলছেন মানুষ যখন তখন যে কারোর প্রেমে পড়তে পারে।
কিন্তু বিষয়টা হচ্ছে এখনকার দিনে সম্পর্কের সেই গভীর বন্ধন টা নেই। দাম্পত্যের ভিত গুলো বড্ড বেশি নড়বড়ে। তাই মাঝে মধ্যে মনকে বেঁধে রাখতে হয় তা না হলে একের পর এক প্রেম জীবনে আসতেই থাকবে আর সেটা নিজের পরিবারের জন্য যথেষ্ট ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন আজকালকার পুরুষ যখন তখন যেকোন মেয়ের প্রেমে পড়ছেন।
আরো পড়ুন – কারো সামনে ভনভন করছে? মশার কামড়ে অতিষ্ঠ? সঙ্গে মশা আপনার সব রক্ত খেয়ে নিতে পারে?
তার সেই মহিলা বিবাহিত না অবিবাহিত সেই নিয়ে কোন চিন্তা ভাবনা করার প্রয়োজনই বোধ করছেন না। তবে বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ভবিষ্যতে সমস্যা বাড়বে আপনারই। দেখুন আপনি যে বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ছেন তিনি ইতিমধ্যে একটি সম্পর্ক রয়েছেন।
তাই সে ক্ষেত্রে খুব সহজেই তিনি আপনার সঙ্গে গড়ে ওঠা সম্পর্ককে গুরুত্ব না দিয়ে তার পুরনো সম্পর্কে ফিরে যেতে পারেন। তখন আফসোস করা ছাড়া আপনার হাতে অন্য কোনো উপায় থাকবে না। আর আপনি নিজে যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার সম্পর্কে আঁচ পড়বে, আর অবিবাহিত হলে মন ভাঙবে বটেই। এর পাশাপাশি লোক লজ্জার ভয় তো আছেই।
আরো পড়ুন – সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে একটা ইগো যথেষ্ট, তাই নয় কি? ইগো আসলে একটা অহংকার বোধ!
বিবাহিত মহিলার সঙ্গে এখানে ওখানে ডেট করছেন?
এবার ভাবুন আপনি একজন বিবাহিত মহিলার সঙ্গে এখানে ওখানে ডেট করছেন এটা যদি আপনার চেনাশোনা লোকেরা দেখতে বা জানতে পারেন তাহলে কতটা সম্মানহানি হবে। সেক্ষেত্রে মুখ লুকোবার উপায় থাকবে কি? এখন প্রশ্ন হচ্ছে উল্টো দিকের মানুষটি কী ভাবছেন?
আরো পড়ুন – লেখাপড়া করা আর জ্ঞানী হওয়া দুটোই কি এক? জ্ঞানী হওয়া বোধহয় সকলের দ্বারা সম্ভব হয় না।
তিনি আপনাকে বিয়ে করার জন্য চাপ দিতে পারেন। সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলার ডিভোর্সের পাশাপাশি তার দায়িত্ব, যদি তার সন্তান থাকে তার দায়িত্ব এই সবকিছুর ঝুঁকি এবং ঝক্কি আপনাকে পোহাতে হবে। এর সঙ্গে ভাবুন আপনার পরিবারের লোকজন আপনাকে কোন চোখে দেখবেন।
আরো পড়ুন – ক্রিকেট জ্বরে কাবু ভারত, টিম ইন্ডিয়া জার্সির রং কেন নীল এই নিয়ে ভেবেছেন কি?
আসলে তারা সবসময়ই চান তাদের বাড়ির সন্তানের বিয়ে হবে এমন একজনের সঙ্গে যে ঘর আলোকিত করবে। সেক্ষেত্রে বিবাহিত মহিলা তাদের বাড়ির ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে এটা মেনে নেওয়াটা এখনো পর্যন্ত খুব একটা সহজ বা সাবলীল নয়। এই সব কিছুকে অতিক্রম করেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখাটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ আপনার জন্য। যদি মনে হয় পারবেন তাহলে স্বপ্ন দেখতে বাধা নেই।