Breaking Bharat: ক্রিকেট বিশ্বকাপে যে ট্রফি দেয়া হবে সেই ট্রফিটি কি সোনা দিয়ে তৈরি? এই ট্রফি টির আনুমানিক মূল্য কত? বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির সম্পর্কে কতটা জানেন সাধারণ মানুষ? সত্যিই কি সোনার ট্রফি?
ক্রিকেট বিশ্বকাপের বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে । এবছর আয়োজক দেশ ভারত। ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উন্মাদনা বাড়ছে। এই আবহে ক্রিকেট বিশ্বকাপ সংক্রান্ত একাধিক তথ্যের দিকে খেলা প্রেমী মানুষেরা নজর দিতে চাইছেন।
ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি কি সোনা দিয়ে তৈরি?
এর মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছে বিশ্বকাপে যে ট্রফি দেয়া হবে সেই ট্রফিটি কি সোনা দিয়ে তৈরি ? এই ট্রফি টির আনুমানিক মূল্য কত ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে যাবতীয় কৌতূহলের উত্তর দেবো আমরা এবং তার সঙ্গে খেলা সম্পর্কিত অনেক অজানা তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে।
বিশ্বকাপ ক্রিকেট মানে 50-50 ওভারের খেলা যেখানে লড়াই প্রতিমুহূর্তের আকর্ষণ হয়ে থাকে। ভারতীয় ক্রিকেট দল দেশের বুকে দাঁড়িয়ে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে টিম ইন্ডিয়া সম্পর্কে প্রত্যাশার পারদ সবসময় ঊর্ধ্বমুখী থাকে।
সোনালী ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে?
১৯৭৫ সাল থেকে যে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে এই ২০২৩ সালের যে ক্রিকেট বিশ্বকাপ খেলা হবে তার আগে পর্যন্ত ভারত দুবার বিশ্বকাপ ট্রফি জিতেছে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত বিশ্বকাপ জেতে। সেটা ছিল প্রথমবার। দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের মাটিতেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জয় করে।
তার বারো বছর পর আবার সেই ভারতের মাটিতেই বিশ্বকাপ জয়ের লড়াই শুরু। তাই এবার প্রত্যাশার পারদ বাড়ছে। আপনাকে এটা মানতেই হবে যে ফুটবল হোক বা ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার সোনালী ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, ট্রফিটির বাজামূল্য কত, এই বিষয় নিয়ে ফ্যানেদের মধ্যে একটা কৌতুহল থাকে।
অনেকে আবার একে অন্যকে চ্যালেঞ্জ করেও থাকেন। আপনাদের জানিয়ে দি যে ১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৩ এই প্রথম তিনটি বিশ্বকাপে ৬০ ওভার করে খেলা হয়েছিল। ১৯৮৭ সাল থেকে 50 ওভারের ফরম্যাট শুরু হয় বিশ্বকাপে। তার সঙ্গে এটাও বলে রাখা দরকার যে ১৯৯২ সাল থেকে রঙিন পোশাক ও সাদা বলে শুরু হয় বিশ্বকাপ।
আরো পড়ুন – অনিল কাপুরের কন্যাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন? এসব নাকি একদমই পছন্দ নয় সোনম কাপুরের?
কিন্তু শুরুর দিকে এখনকার মতো বিশ্বকাপ ট্রফি বিজয়ী দলকে দেওয়া হত না। ১৯৯৯ সাল থেকেই ট্রফির আগমন। আসলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিশ্বকাপ ট্রফির ডিজাইন করার সময় ক্রিকেট আর বিশ্ব ভ্রাতৃত্বকে একসঙ্গে তুলে ধরতে চেয়েছিলেন। যাকে নিয়ে এত কান্ড সেই বিশ্বকাপ ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী ‘জো ক্লার্ক’।
আরো পড়ুন – প্রথম দিন শুটিংয়ে ভয় পেয়ে গেলেন শাহরুখের মেয়ে সুহানা খান? তারকা বাবার কন্যার কেমন অভিজ্ঞতা?
একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। এর অর্থ একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। সোনা এবং রুপো ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। ICC বলছে রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
এই বিশ্বকাপ ট্রফির ওজন ১১ কেজি উচ্চতা প্রায় ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে যে গ্লোব থাকে অর্থাৎ বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে সোনা এবং রুপা ব্যবহার করা হয়েছে । আর দেখবেন এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।
আরো পড়ুন – বিলিওনিয়ার ব্যবসায়ী বিআর শেঠির জীবন সম্পর্কে জানেন?
পরবর্তীতে অবশ্য সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি নয়। আসলে ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপের দাম প্রায় 25 লক্ষ টাকা বলে জানা যাচ্ছে।