Breaking Bharat: অরিজিৎ সিং হঠাৎ করে পাগড়ি পরা শুরু করলেন? অনেকদিন অরিজিৎ সিংকে কেউ পাগড়ি ছাড়া দেখেননি? আপনি কি বলতে পারেন আপনার প্রিয় গায়ক অরিজিৎ সিং ঠিক কবে থেকে মাথায় পাগড়ি পরতে শুরু করলেন? আর কেনই বা এমন কান্ড?
ঘরে বাইরে সর্বত্র প্রিয় গায়ক মানে একটাই নাম অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি যেকোনো দরদী গান কিংবা রকিং মিউজিক মুর্শিদাবাদের ছেলেটা নিজেকে প্রমাণ করেছে, সেরার সেরা হিসেবে নিজেকে তুলে ধরেছে। অরিজিতের মধ্যে কোন রকমের তারকা সুলভ ব্যাপার নেই (Why Arijit Singh is wearing a turban?)।
অরিজিৎ সিং হঠাৎ করে পাগড়ি পরা শুরু করলেন?
তিনি একেবারে পাশের বাড়ির ছেলের মতই এখনও হেসে খেলে সবার সঙ্গে গল্প করেন ঘুরে বেড়ান। মাটির মানুষ অরিজিৎ নিজের শিকড় কে কখনোই ভুলে যাননি। তাই তার অমায়িক ব্যবহারের জন্য তিনি সবার কাছে প্রিয়। ছিমছাম থাকতে ভালোবাসেন এবং তার লাইফ স্টাইলের মধ্যেও জাঁকজমক পূর্ন ব্যাপার নেই।
সেই অরিজিৎ সিং হঠাৎ করে পাগড়ি পরা শুরু করলেন? অরিজিৎ ফ্যানেরা অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে জানেন কিন্তু অনেকেই আবার জানেন না। তাই আপনার কৌতূহলের জন্য এই প্রশ্নের উত্তর খুজে এনেছি আমরা।
মাথার চুল আড়াল করে কেন রাখেন অরিজিৎ?
অনেকদিন হলো অরিজিৎ সিংকে কেউ পাগড়ি ছাড়া দেখেন নি। বাড়িতে বা চারপাশে অবশ্য তিনি নিজের মতো করে ঘুরে বেড়ান কিন্তু সাধারণত কোন কনসার্টে তাকে মাথার উপর একটা বড় পাগড়ি নিজস্ব স্টাইলে জড়িয়ে রাখতে দেখা যায়। এটাকি ফ্যাশন স্টেটমেন্ট?
না আসলে এর পেছনে একটা কারণ রয়েছে। ব্যাপারটা কিন্তু বেশি পুরনো নয় কারণ বছর দুয়েকের একটু বেশি সময় ধরে অরিজিতের মধ্যে এই পরিবর্তন দেখা যাচ্ছে। সবসময়ই মাথার চুল আড়াল করে কেন রাখেন অরিজিৎ এই প্রশ্ন অনেকেই করেন।
আরো পড়ুন – প্রথম দিন শুটিংয়ে ভয় পেয়ে গেলেন শাহরুখের মেয়ে সুহানা খান? তারকা বাবার কন্যার কেমন অভিজ্ঞতা?
আপনাদের হয়তো মনে থাকবে 2021 সালে অরিজিৎ তার মা কে হারিয়েছেন। করোনা ভাইরাসকে হারিয়ে অরিজিৎ এর মা শেষমেষ সেরিব্রাল স্ট্রোকে মারা যান। ৬ জুন অরিজিৎ সিং একটি অনলাইন কনসার্ট করেন। সেখানেই তাঁকে প্রথমবার দেখা যায় পাগড়ি পরে। সেই শুরু তার পর থেকে তাঁকে কোনও শো বা কনসার্টে আর পাগড়ি ছাড়া দেখা যায়নি।
আরো পড়ুন – বিলিওনিয়ার ব্যবসায়ী বিআর শেঠির জীবন সম্পর্কে জানেন?
সকলেই জানেন যে অরিজিৎ সিংয়ের মা বাঙালি, বাবা পঞ্জাবি। আসলে মা চলে যাওয়ার পর থেকে অরিজিৎ আরও বেশি বাবার সঙ্গে থাকার চেষ্টা করেন। বাবার মতোই পাগড়ি কে নিজের সঙ্গে জড়িয়ে নিয়েছেন বাবার সঙ্গে আরও বেশি করে একাত্ম হতে। বাবা কক্কর সিংয়ের মতোই তাই এখন তাঁরও সর্বক্ষণের সঙ্গী এই পাগড়ি।
আরো পড়ুন – বচ্চন পরিবারে বড় ভাঙন? আলাদা হয়ে যাচ্ছেন অভিষেক ঐশ্বর্য?
দেখেছেন আপাত দৃষ্টিতে বিষয়টা খুব সাধারণ মনে হলেও কত গভীর এক অনুভব জড়িয়ে আছে এই বিষয়টার সঙ্গে। হতে পারেন তিনি সেলিব্রেটি কিন্তু তিনি আসলে সাধারণ মানুষ যার একটা পরিবার আছে। নিজের মানুষ আছেন মা-বাবার প্রতি তার কিছু দায়িত্ব ও কর্তব্য আর অনুভূতি আছে।
আরো পড়ুন – সমাজ মাধ্যমে চর্চায় ডিপফেক ভিডিও, কী করে চিনবেন সত্যি মিথ্যে?
সেই সব কিছুকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফ্যানেরাও। অরিজিৎ এমনিতে খুব একটা বেশি নিজের প্রচার করতে আগ্রহী নন। কৃচ্ছ্ব সাধন করেই জীবন যাপন করেন এবং প্রয়োজনে চেষ্টা করেন গরিব মানুষের পাশে দাঁড়াতে। তার জন্মদিনে তার বাবাকে অনার্স গরিবদের খাওয়াতেও দেখা গেছে। যা সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পেয়েছে। মায়ের মৃত্যুর পর বাবা আর ছেলের মধ্যে বন্ডিং যেন আরো স্ট্রং হয়েছে।